-
আমি এখন পর্যন্ত বুক ফুলিয়ে বলতে পারব না যে, ""আমি সফল।"" তবে এ টুকু বলতে পারব আগের তুলনায় লস অনেক কমিয়ে আনতে পেরেছি। ফরেক্স এ সফলতা পেতে হলে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু ফোরামের বিভিন্ন পোষ্ট পড়লে বুঝা যায় যে, এখানে যারা আছে, তারা সবাই সফল। কারন কেউই তাদের ব্যার্থতার কথা বলে না । ফরেক্স মার্কেটে আমার জানা মতে ৯০% থেকে ৯৫% লোকেরাই লস করে থাকে না। তাই ফরেক্স মার্কেট করতে হলে আগে জ্ঞান লাভ করতে হবে। আমি তাই করছি।
-
ফরেক্স ব্যবসায় আমি এখনও সফল মনে করি না কিন্তু আমি আমার বিনিযোগে এর পরিমান থেকে বেশিই টাকা থুলতে পারছি জানি একজন সফল ট্রেডার হতে হলে অনেক সময় এবং ধৈর্য এর প্রযোজন ।
-
ফরেক্সে আমি আজকে প্রথম বারের মত ১৭ ডলার উইথড্র করলাম।। অনেক দিন প্রায় ৪ মাস ডেমো করার পর এটাই ছিল আমার প্রথম ইনভেস্ট এবং প্রথম উইথড্র।।। আমি প্রথম বারের মত ফরেক্স ফোরাম থেকে ৯০ ডলার নিয়ে ট্রেড শুরু করি এই মাসে।। এবং প্রথম ১২ দিন পর আমি ১৭ ডলার উইথড্র দিলাম,।। যদিও এটা কম তারপর ও আমি খুশি। ।।
-
তারাই ফরেক্স মার্কেটে সফল যারা ফরেক্স সর্ম্পকে পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারে । যে ট্রেডারগণ যত বেশী দক্ষতাবান সে তত বেশী সফলকাম । সুতরাং অমরা সর্বদা দক্ষতাবান হওয়ার চেষ্টা করব তাহলেই সফলবান হতে পারব ।
-
আমার মনে হয় না শিখে বা বুঝে হয়ত সাময়িকভাবে সফল হওয়া যায় । কিন্তু ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট করতে হলে অনেক কিছু শেখার আছে । আমার মতে সফল তারাই যারা ৮০% ক্ষেত্রে ট্রেডে লাভ করতে পারে ।
-
পাছে লোকে কিছু বলে এসব না ভেবে আমরা আমাদের কাজটা ঠিকমত করে যাওয়াটাই সবচেয়ে ভাল বলে মনে করি। কে সফল আর কে বিফল তাতো আমরা নিজেরাই জানি। তাই মিথ্যে সফলতার কাহিনী নিয়ে সমালোচনা না করে কি করে আমরা সফল হব সেই চিন্তা করাই সবচেয়ে ভাল।
-
আমি মনেকরি,, ফরেক্সে সফল হওয়া অনেক সময় ও পরিশ্রমের ব্যাপার।। ফরেক্সে সফল হতে হলে ফরেক্সের পেছনে প্রচুর সময় দিতে হবে।। ফরেক্স দক্ষতা ছাড়া ফরেক্সে ট্রেড করলে সফলতা পাওয়া অনেক কঠিন ব্যাপার।।।।
-
সফলতা এমন একটা বিষয় যেটা পাওয়ার জন্য সবাই উদগ্রিব থাকে । কিন্ত এর জন্য যে সাধনা করা প্রয়োজন সেটা করতে আমরা নারাজ । আমরা সবসময় বিশ্বের সেরা ট্রেডার হওয়ার স্বপ্ন দেখি । তবে বিশ্বের বড় ট্রেডারদের সফলতার পেছনের দীর্ঘ ব্যর্থতার গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি না । আমরা তখনই সফল হতে পারব যখন স্বপ্নের সাথে সাথে আমরা তার জন্য কাজ করে যাব । একজন সফল ট্রেডার একজন ভালো সাধকও বটে ।
-
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আমাদের কে অনেক ধৈর্য প্রয়োজন কারন ধৈর্য ধরে ট্রেড করতে হবে।আমাদের কে ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। ফরেক্স সম্পর্কে পরিশ্রম করতে হবে যা অনলাইনের বিভিন্ন ভিডিও দেখতে হবে।
-
আমি ফরেক্স ট্রেডিংয়ে অনেকটা নতুন তবে আমার জানা শোনা এমন অনেক বন্ধু রয়েছে যারা ফরেক্সে কয়েক বছর যাবত কাজ করছে আর আমি নিজের চোখে ফরেক্স থেকে তাদের সফলতা পেতে দেখেছি। আসলে ফরেক্স ট্রেডিং হর এমনই একটি জগত যেখান থেকে সফলতার পূর্ব শর্ত হল ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা।