-
আমার একটা জিনিস বুজে আসে না কেন আমরা দশ বারো ডলারের পিছনে পড়ে থাকব। আমাকে দেখতে হবে আমার কত গুলো ট্রেড প্রফিটে গেল আর কত গুলো লসে গেল? এর রেশিও কত বেস্ট ট্রেড এবং খারাপ ট্রেড এর গ্যাপ কত। কেন জানি আমার মনে হয় আমরা কেউ ট্রেড শিখতে নয় দুই পাচ ডলার লাভ করতে চাই এই মার্কেট থেকে।
-
ফরেক্স মার্কেটে দৈনিক প্রচুর অর্থের লেনদেন সম্পন্ন হয়। এর মধ্যে থেকে যারা ভালো এবং দক্ষ ট্রেডার তারা দৈনিক প্রচুর ইনকাম করতে পারছে । সুতরাং ফরেক্স থেকে দৈনিক ১০-২০$ ইনকাম করতে হলে আগে ভালোভাবে ফরেক্স শিখে ফরেক্স ট্রেডিংয়ে দক্ষ হতে হবে। তাহলেই দৈনিক ১০-২০$ আয় করা সম্ভব হবে বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতি দিন কত আয় করা যায় এর উত্তর আপনি নিজেই । ফরেক্স মার্কেট থেকে আয় করার কোন নির্দিষ্ট সীমা নাই । এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম এবং পড়াশুনা করতে হবে । মার্কেট এ্যানালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট আপনি যত তাড়াতাড়ি আয়ত্ব করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এর সুফল পাবেন ।
-
ফরেক্স মার্কেট থেকে ১০থেকে ২০ ডলার আয় করা সম্ভব এই ফরেক্স মার্কেট এ ডিপোজিট মিনিমাম ১০০০ডলার করতে হবে,ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে ফরেক্স মার্কেট এর অর্থনৈতিক নিউজ দেখে ট্রেডিং করলে ১০ থেকে ২০ ডলার আয় হতে পারে,কিন্তু স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।
-
প্রতিদিন আপনি যদি।১০ - ২০ ডলার ইনকাম করতে চান তবে আপনাকে ফরেক্স মার্কেটে অনেক শ্রম দিতে হবে। প্রথমত আপিনার একাউন্টে ব্যলেন্স থাকতে হবে ৫০০ ডলার আর আপনাকে খুব সতর্কতার সাথে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। কারন আপনি যদি একবার লস করেন তবে আপনি লসে পরে জাবেন।
-
ফরেক্স মার্কেটে দ্রুত লাভ করার চেয়ে আমাদের উচিত কিভাবে দ্রুত নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। ফরেক্স মার্কেটে দৈনিক ১০-২০ ডলার আয় করা অনেকের জন্য অনেক কঠিন।আবার অনেকের কাছে দৈনিক ৫০ ডলার আয় করা অতি সহজ একটি কাজ। আয়ের পরিমান সম্পুরনভাবেই নির্ভর করে একজন ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর। নিজেকে যত দ্রুত দক্ষ করে তুলতে পারবেন ট্রেডিং এর উপর তত দ্রুত আয় করতে থাকবেন।
-
যত বেশি প্রফিট দেখবেন তার তত বেশি ইনভেস্ট।এ সব থেকে আমরা বুঝি যে একটি সুস্থ স্ট্রাটেজি এবং সাবলিল ইনভেস্টের মাধ্যমে আমরা ভাল প্রফিট করতে সক্ষম হই।আমি মনে করি নিউজের সাথে আমরা আমাদের নিজেদের ট্রেডিং স্ট্রাটেজিটাকে এড করে আমরা চাইলে আমাদের প্রফিটের মাত্রাটাকে বাড়াতে পারি।
-
ফরেক্স মার্কেট থেকে দৈনিক ১০-২০ ডলার আয় করা এমন কিছু কঠিন কাজ না । তবে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।আর যদি খুব সাধারন একটা টেকনিক্যাল এনালাইসিস করি এবং ভালোভাবে মানি ম্যানেজমেন্ট টা করে থাকি তাহলে খুব সহজেই আমরা ফরেক্স থেকে আয় করতে পারি ।
-
ফরেক্স মার্কেট থেকে দিনে ১০ ২০ ডলার আয় করা যায়।। তবে এক্ষেত্রে ইনভেস্ট ৫০০ হওয়া ভালো।। কারন ৫০০ ইনভেস্ট দিয়ে ২% করে ট্রেড ওপেন করতে পারবেন মানি ম্যনেজমেন্ট রুলস অনুযায়ী।। তবে আপনাকে দক্ষ হতে হবে।। আর ফারেক্স মার্কেট বুজতে হবে্।। তবেই আপনি পারবেন।।
-
হ্যা প্রতিদিন ১০-২০ ডলার আয় করা সম্ভব । তবে তার জন্য কি পরিমান মুলধন লাগবে তা বলেন নি। আমার মনে হয় ১০ ডলার আয় করতে হলে মুলধন প্রায় ২০০-৩০০ডলার হওয়া উচিৎ । আপনি প্রতিদিন মূলধনের ৫% টার্গেট রাখতে পারেন । আপনার প্রফিট হলে আর ট্রেড না করা উত্তম ।