-
১০% রিস্ক নিয়ে ট্রেড করলেও তো প্রফিট তুলনামূলক বেশি হবে। সেই আবনা অনুযায়ী ২ সেন্ট থেকে সরে এসে, ৫০ সেন্ট প্রতি পিপ ভ্যালু ধরে একটি ট্রেড দিয়ে বসলাম। ২ মিনিট সময়ও সম্ভবত লাগেনি অ্যাকাউন্ট শূন্য হতে নিউজটি রিলিজ হওয়ার পর। যখনই আমি আমার স্ট্রাটেজি থেকে সরে এসে বেশি বুঝতে গেলাম, তখনই আমার অ্যাকাউন্ট শূন্য হয়ে গেলো,
-
ৈএটা তার কাজের উপর নির্ভর করে তবে এটা কাজ করার বিভিন্ন ধাপ আছে সেটার উপর ও নির্ভর করে যেমন অনেকে দেখলাম ১০ রকম ছোলাই টেস্ট করে দেখছে। আবার কেউ কেউ ২-৩ রকম পিয়াজু ৪-৫টা করে নিয়ে বসে আছে। এখানে উল্লেখ্য হল
-
আমি এ কথার সাথে একমত হতে পারলাম না যে, ফরেক্স এ শুরুতে সবাই অনেক বেশি প্রফিট করে। এটা একটা ভুল ধারনা। ফরেক্স এ প্রথমে সবাই কম বেশি লস করে। এটাই হল সত্য কথা। ফরেক্স এ প্রথম প্রথম লস করার কারন হল, একজন নতুন ট্রেডার ট্রেড কি জিনিস সেটাই বুঝতে পারে না। শুধু বুঝে বাই / সেল করতে হবে। তাহলেই লাভ হবে। এই বাই/সেল করতে গিয়ে হয়ত কিছু ট্রেডার প্রথম দিকে কিছু প্রফিট করে কিন্তু সেটা স্থায়ী হয় না। পরে সে তার সবই লস করে ফেলে।
-
আমার জানা নেই ফরেক্স এ শুরুতে লাভ করে ।তবে আমি যতটুকু শুনেছি সবাই বলে আমি লস করেছি ,আমার একাউন্ট জিরো হয়েছে ,আমি ২০০ ডলার থেকে ১০০ডলার লস করেছি ইত্যাদি।হয়ত খুব কম সংখ্যাক মানুষে লাভ করতে পারবে নতুন অবস্তায়,যদি সেই ট্রেডার বেশি বেশি ডেম তে প্রাকটিচ করে থাকে নাহলে সম্ভব না।
-
ফরেক্স এর শুরুতে সবাই অনেক প্রফিট করে করন কিছু নতুন ট্রেডারা ডেমো তে অনেক ডিপোজিটে ট্রেড করতে পারে অখান থাকে তাদের প্রফিট আয় করার একটি ধরনা আসে কিন্তু রিয়েল ট্রেড তারা কম ডিপোজিটে করে এতে তাদের মাঝে নানা ব্রেন কাজ করে ্তাই তারা প্রথম এ ভালই প্রফিট করে।
-
ফরেক্সে প্রথমে সবাই লাভ করে কারন নতুন যখন কেউ ট্রেড শুরু করে তখন সে ট্রেন্ড দেখে এন্ট্রি নেই,কালো হলে সেল আর সাদা হলে বাই কিন্তু বাজার যখন বিপরীত দিকে যাওয়া শুরু করে তখন তারা সেটা বুঝতে পারেনা আর লস করে বসে।
-
এই ত্রেডটা কেমন যেন টপিক থেকে সরে গেছে।
আমিও যখন প্রথমে ট্রেড করতাম ভালই লাভ হত। এখন তার তুলনায় অনেক কম হয়। আসলে প্রথম দিকে আমার উদ্দেশ্য ছিল ট্রেডে সফল হওয়া আর কিছুদিন পর তা হয়ে গেল দ্রুত টাকা কামানো। এনালাইসিস সঠিকভাবে করে সাপ্যার রেসিসটেন্স অনুযায়ী ট্রেড করলে লাভ এখন ভালই হয়। যখনি আমি বেশি প্রফিট করার নেশায় থাকি তখনি লস ট্রেড বেশি হয়।
-
আসলে আপনি যাই বলুন না কেন প্রফিট করাটা অবশ্যই দক্ষতা এবং অভিজ্ঞতার বিষয় আর সেই অভিজ্ঞতা এবং দক্ষতা অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ের উপর হতে হবে।অনেকে আছে যারা ফরেক্স ট্রেডিংয়ে অনভিজ্ঞ কিন্তু কিভাবে ট্রেড করতে হয় সেটি জানে এবং ট্রেড করে বেশ ভালই প্রফিট করেছে কিন্তু আমি মনে করি এটি সামান্য সময়ের জন্য স্থায়ী থাকবে অদক্ষতার মাশুল তাকে বড় ধরনের লসের মধ্য দিয়ে অবশ্যই দিতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার একটি মূল বিষয় হল নির্দিষ্ট কিছু একটি অনুসরণ করা, সেটা ভালো হোক আর খারাপ হোক। আপনি যদি একটি স্ট্রাটেজিকে দীর্ঘসময় ধরে পরীক্ষা নাই করেন, তবে কিভাবে বুঝবেন সেটা ভালো না খারাপ? ২-৩ দিনের রেজাল্ট দেখে কিছুই বোঝা যায় না। আমরা যখন নতুন থাকি, তখন বাধ্য হয়েই সেটা করি, কিন্তু পুরনো হয়ে গেলে আমরা অনেক কিছু শিখে ফেলি, আর সবকিছু মাথায় এমনভাবে গোলমাল পাকায় যে আর আমরা লক্ষ্যে স্থির থাকতে পারি না।আর তকনই আমরা লস করি।
-
ফরেক্স এর শুরুতে সবাই প্রফিট করে কারন কারও কাছে প্রথমে ইনভেস্ট করার মত বাড়তি টাকা থাকে না তাই সবাই প্রথমে প্রফিট করে টাকা আয় করে এবং তা থেকে পরে ইনভেস্ট করে তাছাড়া এটি পিসি বাদে এ এন্ডুয়েট ফোনে র মাধ্যমে করা যায় যা সবার পখে সম্ভব হয়ে ওঠে এবং যে কোন বয়সের মানুষ এই কাজ করতে পারে