-
উল্টোপথে বাংলাদেশ এই কথাটা আপনি ভালো নাকি মন্দ অর্থে বলেছের সেটা আমি জানি না । তবে আপনি যদি ভালো কিছু বুঝিয়ে থাকেন তাহলে আপনাকে সাধুবাদ আর যদি মন্দ অর্থে বুঝিয়ে তাহলে বলবো আপনি দেশের অর্থনীুত সম্পর্কে তেমন একটা অবগত না । ২০০১ এর পর থেকে যখন সারা বিশ্ব অর্থনৈতিক মন্দায় পড়ে তখনো কিন্তু আমরা অর্থনৈতিক মন্দায় পড়িনি ।
-
গুরুত্ব পুর্ন তথ্য আমাদের মাঝে দিয়েছেন। এখানে একটি জিনিস যেনে রাখা প্রয়োজন যে বাংলাদেশের মত একটি উন্নয়নশীল দেশ যে কিনা ১৬ কোটি জনগণের ও বেশী নিয়ে টিকে আছে। আর আমাদের দেশএরপর জন্ম কিন্তু বেশী দিনের না। দেশ যতো দিন অতিক্রম করবে আস্ত আস্তে উন্নতি করবে। আজ থেকে দশ বছর বা পনের বছর আগের কথা চিন্তার করুণ আর দেখুন তার চাইতে অর্থনীতি ভাল কিনা খারাপ। আমরা আশা করি বাংলদেশ সময়ের সাথে সাথে আরও উন্নতি করবে। বাড়বে মুদ্রার মান।
-
ফরেক্সে মুদ্রা ব্যাবসায় বাংলাদেশ অনেক পেছনে।। তাই আমরা আমাদের দেশের কারেন্সি নিয়ে ফরেক্সে ট্রেড করার সুযোগ পাচ্ছি না।। ফরেক্সে বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে ট্রেড করা হয়।।। তাই আমরা যে দেশের কারেন্সি নিয়ে ট্রেড করবো সে দেশের অর্থ নিতিক অবস্থা সম্পরকে আমাদের অবশ্যই সযাগ থাকতে হবে।।।