ব্রোকার হাউজ উভয়েই লাভবান হয়ে থাকি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি যদি খেয়াল করে থাকেন তা হলে দেখবেন আপনি আমি যখন ট্রেড করি সেই সময় ট্রেডের শুরুতেই কিছু লসে ট্রেড ওপেন হয় আর এটি হল ব্রোকার কমিশন যার কারনে লসে ট্রেড ওপেন হয়। আর এই ব্রোকার কমিশনকে আবার সিস্টেম কমিশন বলেও অভিহিত করা হয়ে থাকে।