আমার মনে হয় ইনস্টাফরেক্স পুরোপুরি ইসিএন ও নয় আবার পুরোপুরি মার্কেট মেকারও নয় । তাদের মার্কেট এক্সিকিউশন পদ্ধতি সম্পূর্ণ আলাদা যা অন্যান ব্রোকার এর সাথে মিলবে না । সার্ভিস বিভিন্ন রকম হতে পারে। হয়তো কিছু মেম্বারের ক্ষেত্রে এরা ইসিএন ব্রোকার আবার কিছু মেম্বারের ক্ষেত্রে এরা মানি মেকার ব্রোকার। তবে এই কথাটা সত্যি যে ইন্সটা ফরেক্স এশিয়ার সেরা ব্রোকার। আমি ফরেক্স মার্কেটের এত কিছু বুঝি না। তবে ইন্সটা ফরেক্স ব্রোকার একটি খুব ভাল ব্রোকার এটা আমি ভাল করে জানি।