ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে অনেক কিছু মানাতে হবে। লোভ করা যাবে না। ইমোশনাল হয়ে ট্রেড করা চলেব না। নিজের মনগড়া ট্রেড করা চলবে না। ফরেক্স এর প্রত্যক রুলস মেনে চলতে হবে। ওভার ট্রেড করা যাবে না। লট সাইজ বাড়ানো যাবে না।
Printable View
ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে অনেক কিছু মানাতে হবে। লোভ করা যাবে না। ইমোশনাল হয়ে ট্রেড করা চলেব না। নিজের মনগড়া ট্রেড করা চলবে না। ফরেক্স এর প্রত্যক রুলস মেনে চলতে হবে। ওভার ট্রেড করা যাবে না। লট সাইজ বাড়ানো যাবে না।
আমার মনে হয় ফরেক্স ব্যবসায় একজন দক্ষ ফরেক্স ট্রেডারকে অনেক কিছুই মেইন্টেইন করতে হয়। কারন ফরেক্স ব্যবসা অন্য দশটি ব্যবসার মত না। ফরেক্স ব্যবসায় ধ্যের্য,পরিশ্রম,অতিরিক্ত লোভ, এই সব কিছুই মেন্টেইন করতে পারলে একজন ট্রেডার বাল কিছু করতে পারবে।
আপনি যদি ফরেক্স এর সাধারন নিয়মগুলি মেনে ট্রেড করতে পারেন তাহলে আপনি বেশি লাভ করতে না পারলেও আপনি লস করবেন না। এই যেমন ধরুন- লোভ করা চলবে না। অধিক লাভের আশায় বড় বড় লটে ট্রেড করা যাবে না। সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করা যাবে না। মার্কেট না বুঝে ট্রেড করা যাবে না। তাহলে আশা করা যায় আপনি ফরেক্স না বুঝলেও আপনার লস কম হবে। এবং আপনি লাভ করতে পারবেন।
অবশ্যই ফরেক্স বিজনেসে সেন্টিমেন্টাল মেনটেন করলেই লাভবান হওয়া যায় । আমরা সব সময় ফরেকস্ মার্কেটে ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় ফরেক্স মার্কেটে সেন্টিমেন্টাল হয়ে ট্রেড করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
সফল ট্রেডার হওয়ার জন্য অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে । নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় । তবে যদি লোভ না করেন আর ধৈর্য ধরে ট্রেড করতে থাকেন তবে অবশ্যেই লাভবান হতে পারবেন বলে আমি মনে করি । এজন্য চেষ্টা করে যেতে হবে ।
প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷যা অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ তা হলো ব্যাপক স্টাাডি করা৷স্টাডির জন্য অবশ্য্ই ভালো কোনো ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷লাগবে ধৈর্য্য,একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷
মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড না করলে লস করতে করতে এক সময় আপনার একাউন্ট জিড়ো হয়ে যাবে । প্ল্যান অনুযায়ী ধৈর্য্য ধরে অগ্রসার হতে হবে । ফরেক্স মার্কেটে লাভবান হওয়ার জন্য আমাদেরকে যে বিষয়গুলো মেনে চলতে হয় তার মধ্য অন্যতম হল মানিম্যানেজমেন্ট । অামরা বেশী করে মার্কেটে কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব ।
ফরেক্স খুব ভাল ব্যবসা । কারন ফরেক্স ব্যবসা থেকে খুব সহজে প্রফিট করা যায় । এই জন্য ফরেক্স ব্যবসা এতো পরিচিত এই পৃথিবীতে পরিচিত । আমার মতে ফরেক্স ব্যবসা থেকে প্রফিট করতে হলে মেন্টেন করেই করতে হয় । কারন ফরেক্স ব্যবসা এতো সহজ ব্যবসা না । তবে ফরেক্স খুব ভাল ব্যবসা আমার জন্য ।
ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে আপনাকে অনেক কিছু নিয়ম মেনে ট্রেড করতে হবে তা হলে আপনি যদি ভাল একটা ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন আর আপনি সেই ট্রেডিং সিস্টেম এর নিয়ম গুল খব কঠোর ভাবে পালন করলে ফরেক্স মার্কেট থেকে লাভ করা যাই । একজন ভাল ট্রেডার বলছে আমি আমার ট্রেড এর নিয়ম গুল খুব কঠোর ভাবে পালন করি তারকারন এ যে ফরেক্স মার্কেট লাভ করি
আমি কিছু দিন আগে একটা পেয়ার স্টপ লস হিট খাই। কিন্তু সাথে সাথে সেই পেয়ার এ আবার ট্রেড দিয়ে বসি। পুনরায় আবার লস খাই। সেদিন আমি বুঝতে পারলাম একটা কারেন্সি তে সব সময় ট্রেড নেওয়া উচিত নয়। কারন মারকেরট অনেক সময় রেঞ্জিং করে থাকে।