-
সবোচ্চ কত পারসেন্ট ঝুকি নিয়ে ফরেক্সে ট্রেড করি সেটা সঠিক ভাবে বলা বেশ মুশকিল ব্যাপার তবে এটা ঠিক যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একটু আকটু ঝুকিতো অবশ্যই বহন করতে হয় আর আপনারা সকলেই নিশ্চই জানেন যে ব্যাবসায়ে ঝুকিতে অবশ্যই থাকবে তবে ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমি সব সময়ই আমার ঝুকিকে সর্বনিম্ন করার জন্য আমার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার সবোর্চ্চ ব্যাবহার নিশ্চিত করার চেষ্টা করেছি।
-
আমি ফরেক্স মাকেটের নবীন একজন ফরেক্স ট্রেডার । নতুন হওয়ার কারনে সব সময় রিক্স কম নিতে চাই । তবে রিক্স কম নিতে চাইলে কি হবে খুব একটা দক্ষতা নেই বলে যাই ট্রেড করিনা কেন আমার কাছে তাই রিক্স মনে হয় ।
-
ব্যবসায় লাভ লস থাকবে তাই ঝুকিত নিতেই হবে । আমি মনেকরি রিক্স না নিলে ব্যবসায় লাভবান হয়া যাই না । যদি লস হয় তাহলে মনে করি সামনে লাভ আশবে ।
-
আমি ফরেক্স এ নতুন।আমার মনে করি ফরেক্স এমন ব্যবসা যা আপনাকে ঝুকি নিয়েই ট্রেডিং করতে হবে । এই
ঝুকি নিয়েই আপনাকে ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করতে হবে
। এই ঝুকি কমাতে আপনাকে অনেক ভালো এনালাইসিস করতে শিখতে
হবে ।
-
এখানে আপনাকে ঝুকি নিয়েই ট্রেডিং করতে হবে কিন্তু আপনি চাইলেই ঝুকি কমাতে পারেন মানে ভাল আনাল্যসিস করে। আপনার যেহেতু ১০০ ডলার ব্যালেন্স আছে তাই আমি মনে করি ম্যাক্সিমাম ১০ সেন্টের ট্রেড ওপেন করা উচিত। লাভ লস এখানে হবেই।
-
কোন ট্রেড ওপেন করতে হলে কত পারচেন্ট লস করতে ছান তা নির্ভর একেক জন একেক ভাবে নিয়ে থাকে। একজন ফরেক্স ট্রেডাররের একাউন্টে যদি ব্যালেন্স বেশি থাকে তাহলে অই ট্রেডার বেশি রিক্স নিয়ে ট্রেড অপেম করতে পারবে।
-
আমি ফরেক্সে খুব বেশি দক্ষ নয়।এজন্য প্রতিটি ট্রেডে খুব বেশি রিস্ক নেই না। খুব কম রিস্কে ট্রেড করার চেষ্টা করি।আমি প্রতিটি ট্রেডডে অ্যাকাউন্টের ৫০ ভাগের ১ ভাগ রিস্ক নিয়য়ে থাকি।অর্থাত ১০০ ডলার ব্যালেন্সে ২$ এর রিস্কে ট্রেড করতে চাই। আর বাদবাকি ফ্রি মার্জিন রেখে দেই পরবর্তী ট্রেড কররার জন্য।সর্বোপরি সর্বনিম্ন রিস্কে এবং সর্বোনিম্নন লটে ট্রেডের চেষ্টা করি।
-
মনে করেন আমার যদি ১০০ ডলার এ্যাকাউন্টে থাকে তাহলে আমার সর্বোচ্চ আমার ১০ সেন্ট পর্যন্ত ট্রেড করা উচিত কিন্তু আমি যদি সেখানে ১ ডলার দিয়ে ট্র্রেড করতে যাই তাহলে অবশ্যই আমি ক্ষতির মধ্যে পড়ব । সুতরাং আমার সর্বদা এই চিন্তা করতে হবে কোন প্রকার ঝুুকি নেয়া যাবে না ।
-
আমি সর্বোচ্চ ১০% ঝুকি নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি কারন এর বেশি ঝুকি নিতে গেলে আমার একাউন্টের বারটা বেঝে যেতে পারে বলে আমি মনে করি তাই নো ঝুকি। আর আমি কম কম ট্রেড করে ফরেক্স মার্কেটে লাভ করার জন্য প্রতিনিয়ত ট্রেড করার চেস্ট করে থাকি।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি আমি মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করার চেস্টা করি। আমাদের ডেমো ট্রেড করার সময় সব নিয়ম মনে ট্রেড করা শিখতে পারলে আমাদের লস কম হবে এবং লাভ হবে।আমাদের উচিত ফরেক্স সম্পর্কে বেশি করে জানার চেস্টা করা।