-
ফোরামে পোষ্ট করা অনেকগুলো বিষয় খুব ভালভাবে অনেকেই উপস্থাপন করতে না পারায় কোন প্রশ্নের সঠিক উত্তরটি পুরোপুরি সঠিক না হয়ে কিছুটা বিকৃতি হওয়ায় নতুনদের জন্য কিছু সমস্যা হয়। বাংলা ফোরামে আমাদের সুবিদাগুলো সঠিকভাবে বঝে উঠার সহযোগীতা সবার কাছেই চাই। ফরেক্স মার্কেটে একটি করেন্সী দিয়ে অপর একটি কারেন্সী বাই অথবা সেল করার জন্য অনেক ধরনের স্ট্র্যাটেজি রয়েছে। হয়ত একই স্থানে কউ বাই দিয়ে লাভ করবেন আবার ঠিক ঐ বাই করা স্থান থেকেই একই পেয়ারে সেল দিয়েও লাভ করতে পারেন। এই বিষয়গুলো ট্রেডিং স্ট্যাটেজীতে আলোচনা করলেই ভাল হয়।
-
আমি আমার ট্রেডিং সিস্টেম মত এই পেয়ার এ যে ট্রেড পাই সেই ট্রেড করি আমি ফরেক্স মার্কেট এ মার্কেট রিড করার চেচটা করি মার্কেট যদি সেল মুড এ থাকে তা হলে সেল করি আর মার্কেট যদি বাই মুড এ থাকে তা হলে আমি বাই ট্রেড করি তাই আপনি যেই পেয়ার এ ট্রেড করেন না কেন আপনাকে আগে বুঝতে হবে মার্কেট কোন দিকে আছে বা কি ট্রেড চলছে আপনি সেই দিকে ট্রেড করলে আপনি ফরেক্স মার্কেট বেশি লাভ করবেন লস করবেন কম
-
ইনস্টা ফরেক্সের ট্রেড ক্যালকুলেটর ব্যবহার করে । ৫০ ডলার দিয়ে ট্রেড করলে আমাদের কে মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করতে হবে তাহলে মার্কেট আমাদের বিপরীতে গেলে কম লস হবে সেই লস সহজে কভার দেওয়া যাবে । ছোটএ্যাকাউন্ট বড় রিস্ক নিয়ে ফেলছেন যা ধ্বংসের কারন । ৫০ পিপস মার্কেট বিপরীতে গেলেই আপনার এ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যাবে ।