-
বাংলাদেশিদের ফরেক্স মার্কেট বাবসা একটি নতুন বেবসা । তাই এটাই মানুষ একন এটাই এত আগ্রহী হয় নাই । তবে আমি জাহা দেক্তেচি তাতে মনে আমার আর ১/২ বসরের মধ্যে ফরেক্স মার্কেট বাংলাদেশ এ একটি ভাল অবস্থান তৈরি করে নিবে বলে আমি আশা করচি। তবে এই মুহুরতে কিনতু ফরেক্স এ বাংলাদেশির সংখ্যা কম নয় । ইতি মধ্যে মানুষ ফরেক্স কে পেশা হিসেবে নিতে আরম্ভ করেচা । আমার চখে এই রুকুম অনেক আছে। ধন্যবাদ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের ব্যবসা। পৃথিবীর উন্নত দেশ গুলোতে এটা অনেক বেশী সমাদৃত। যদিও আমাদের দেশে এটা এতটা সমাদৃত নয়। বাংলাদেশে ফরেক্স এর সর্বমোট সদস্য সংখ্যা কত তা যদিও সঠিকভাবে বলা যাবে না তবে এটা ঠিক যে এদেশে এর জনপ্রিয়তা এবং সদস্যসংখ্যা দিনদিন বৃদ্দিপাচ্ছে।।।
-
আমি বলব, কেউ কি বলতে পরবেন যে এদেশে কাকের সংখ্যা কত? আমি জানি এটা বলা সম্ভব নয়। যদি কাকের উপর জরিপ করা হয় তাহলেও এর সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। কারন প্রতিদিনই অনেক নতুন কাক জন্ম নিচ্ছে আবার অনেক কাক মারা যাচ্ছে। ঠিক তেমনি বাংলাদেশে ফরেক্স মেম্বার সংখ্যা ও বলা মু্সকিল। এখানে প্রতিদিন নতুন নতুন ট্রেডার তৈরি হচ্ছে আবার অনেক ট্রেডার মুখ থুবড়ে পড়ছে। তাই সঠিক বা অনুমানিক সংখ্যা বলা মুসকিল। তবে বাংলাদেশে ফরেক্স এর পরিধি অনেক ছোট হলেও দিন দিন এর পরিধি বাড়ছে। আমার জানা মতে এখন বাংলাদেশের সকল প্রান্তেই ফরেক্স ট্রেডার রয়েছে। আমার মনে হয় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে একজন ও ফরেক্স ট্রেডার নেই।
-
বাংলাদেশেও ফরেক্সের প্রেক্ষাপট বা পরিধি দিনেদিনে বাড়ছে।আগে যে পরিমানে লোক ফরেক্সে ট্রেড করতো বর্তমানে তার চাইতে অনেক বেশি মানুষ ফরেক্সে ট্রেড করছে।বর্তমানে এতো ফরেক্সে ট্রেড করতে পারছে বিভিন্ন ব্রোকারের ভালো সুবিধার জন্য। বর্তমানে বাংলাদেশে আনুমানিক পেশাজীবির ০.৫ % মানুষ ফরেক্সে ট্রেড করে।
-
মাই আসলে একদম ঠিক তা বলতে পারবনা । তবে এতটুকু ব্লতে পারি এ দেশে ফরেক্স মার্কেট এর আকার এখনও অত বাড়েনি । মানুষ ফরেক্স মার্কেট সম্পর্কে অত জানেনা।
-
বাংলাদেশে ফরেক্স মেম্বার সংখা কত জন সেই সম্পর্কে আমার কোন ধারনা নেই তবে ফোরামে রেজিস্টার্ড সংখ্যা দেখায় পাচ হাজার সে হিসাবে বলতে পারি ফরেক্স মার্কেটে ট্রেডার সংখ্যা পাচ হাজার। তবে এটা বরতে পারি ফরেক্স মার্কেটে ট্রেডার সংখ্যা দিন দিন বেরে চলেছে।
-
ফরেক্স এ বাংলাদেশ এ মেম্বার সংখ্যা কতা তা বলা দুষ্কর।কারন প্রতিদিন ফরেক্স এ মেম্বার এড হচ্ছে। আর এর কোন দাতাবেস নাই।
-
ফরেক্স বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন একটা ব্যবসায় ।এখানে প্রতিদিন নতুন নতুন ট্রেডার তৈরি হচ্ছে আবার অনেক ট্রেডার মুখ থুবড়ে পড়ছে।তবে বাংলাদেশে ফরেক্স এর পরিধি অনেক ছোট হলেও দিন দিন এর পরিধি বাড়ছে।আমার মনে হয় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে একজন ও ফরেক্স ট্রেডার নেই।কত সংখ্যাক বাংলাদেশি মানুষ ফরেক্স এর সাথে জড়িত তা নিদ্দিষ্ট করে বলাটা কঠিন একটা ব্যাপার ।
-
বাংলাদেশের ফরেক্স মেম্বারের সংখ্যাতো হিসেব করে বলা যাবে না । কিন্তু আনুমানিক বলা যায় যে , প্রায় অধিকাংশ নেট ব্যবহারকারীরা এ ব্যবসা সর্ম্পকে জানা অাছে । কিন্তু অনেকেই অাছে যারা এই ব্যবসা করতে এসে হোচট খেয়েছেন তাদেরকে অামি বলব আপনারা অাগে এই ব্যবসা ঠিকমত বোঝার চেষ্টা করেন তাহলেই সফলকাম হতে পারবেন । বাংলাদেশের ফরেক্স মেম্বারের সংখ্যাতো হিসেব করে বলা যাবে না । কিন্তু আনুমানিক বলা যায় যে , প্রায় অধিকাংশ নেট ব্যবহারকারীরা এ ব্যবসা সর্ম্পকে জানা অাছে । কিন্তু অনেকেই অাছে যারা এই ব্যবসা করতে এসে হোচট খেয়েছেন তাদেরকে অামি বলব আপনারা অাগে এই ব্যবসা ঠিকমত বোঝার চেষ্টা করেন তাহলেই সফলকাম হতে পারবেন ।
-
ভাই কাকের সংখ্যা নির্ধারন করা দুরহ হলেও ফরেক্স সদস্যা সংখ্যা নির্ধারন করা কোন ব্যপার না। বাংলাদেশ থেকে কত জন ফরেক্স করে তা ইন্টারনেট স্প্যাশালিস্ট রা অতি সহজেই বের করতে পারবে।