হ্যা,আমি ডেমো একাউন্ট থেকে প্রফিট করেছি। তবে দৈনিক প্রফিট করতে পারেনা।মাঝে মাঝে প্রফিট করেছি।
Printable View
হ্যা,আমি ডেমো একাউন্ট থেকে প্রফিট করেছি। তবে দৈনিক প্রফিট করতে পারেনা।মাঝে মাঝে প্রফিট করেছি।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং শিখার অন্যতম মাধ্যম হল ডেমো ট্রেডিং করে ফরেক্স শিখা,তাই ফরেক্স নিয়ে লেখা পড়ার পাশাপাশি ডেমো একাউন্ট করে তার পাশে মার্কেট এনালাইসিস করে ডেমো একাউন্ট এ ট্রেড করে ৫০০% প্রফিট করতে সক্ষম হতে পেরেছি।
শতবার। ডেমোতে প্রফিট করতে না পারলে রিয়েলে এসে লাভ কি। কাচা পাগল হলে রিয়েলে ট্রেড করা মানে জেনে শুনে লস দেওয়া। এখানে ট্রেড করে প্রফিট তুলতে হলে পুরানো পাগল হতে হবে। আর এই পাগল হতে হবে ডেমো পাগল। ডেমো এক সময় আপনাকে ঠেলে রিয়েলে পাঠিয়ে দেবে।
ভাই ডেমো ফরেক্স মার্কেট শিখার জন্য। আর ডেমো একাউন্ট খোললেই আপনাকে সর্বনিন্ম ৫০০০ ডলার ব্যালেন্স দিবে। আর ৫০০০ ডলার দিয়ে ট্রেড করলে প্রফিট করা খুবই সোজা একটা কাজ। আমি একবার এক ট্রেডেই ৪০০ ডলার পর্যন্ত লাভ করেছিলাম।
ফরেক্স মার্কেটে ডেমো একাউন্টে কাজ করতে হয় বা আমরা কাজ করি আয় করার জন্য না আর ডেমো একাউন্টে কাজ করতে হয় সুধু অভিজ্ঞতা অর্জন করার জন্য আয় করার জন্য না তাই আমি ডেমো থেকে লাভ করি না ডেমো থেকে লাভ করি অভিজ্ঞতা অর্জন করা ।
ফরেক্স মার্কেটে ডেমো একাউন্ট করা হয় ডেমো প্র্যাকটিস করার জন্য ফরেক্স মার্কেট সম্পরকে ভাল ধারনা নেয়ার জন্য ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করার জন্য ডেমো একাউন্টে ট্রেদ করা হয় এখান থেকে প্রফিট করার জন্য না আর ডেমো একাউন্ট থেকে কোন দিন কেউ প্রফিট করতে পারে না ।
ডেমো একাউন্ট থেকে প্রফিত করেছি মানে ,আরে ভাই কতবার করেছি সেটা বলেন ,ডেমো একাউন্ট থেকে আমি অনেক বার প্রফিত করেছি ,কত বার করছি তার কোন হিসাব নাই যদি থাকত তাহলে আমি উল্লেক করে দিতাম,কিন্ত একটাই সমস্যা ডেমোতে ট্রেড করলে প্রফিত করা যাই কিন্ত withdrow করা যাইনা সেটা হচ্ছে প্রব্লেম,এছারা ডেমো তে ট্রেড করে অনেক মজা পাওয়া যাই।
ডেমোতে প্রফিট না করলে রিয়েলে প্রফিট করি কি করে ? এটা কি কোন প্রশ্ণ হলো ? প্রত্যেক ট্রেডারই ডেমোতে নিশ্চিত প্রফিট না করা পর্যন্ত রিয়েলে ট্রেড করে না । যারা এই ভুল করে তারাই ফরেক্স মার্কেটে লস করে এবং ফরেক্স মার্কেটের বদনাম করে।
জি আসলে ডেমো একাউন্ট থেকে প্রফিট করা আমার কাছে অনেকটা পানির মত লাগে, ইটা এতই সহজ লাগে আমার কাছে, যেকোনো মানুষ চাইলেই ডেমো একাউন্ট থেকে সহজে প্রফিট করতে পারে, আসলে বেপারটা হলো এখানে আমাদের কনফিডেন্স অনেক ভালো থাকে, আমরা ভুল ট্রেড নেয়ার সম্ভাবনা অনেক কম থাকার কারণে আমরা প্রায় ট্রেড থেকেই সফলতার সাথে ট্রেড বন্ড করতে পারি.
হ্যা আমি ফরেক্সের রিয়াল মার্কেটে ট্রেড করার পূর্বে বেশ অনেক দিন ধরে ফরেক্সের ডেমোতে ট্রেড করেছি আর ডেমোতে ট্রেড করতে গিয়ে আমি ফরেক্সের অনেক বাস্তব অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হয়েছে যা আমি এখন রিয়াল ট্রেডিংয়ে ব্যাবহার করে বেশ ভালই প্রফিট লাভ করতে পারছি। আর ডেমোতে ট্রেড করে আমি অনেক ভাল প্রফিট লাভ করেছিলাম।