-
লসের কারন
ভাই আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ণ বিষয় তুলে ধরেছেন।আমরা যদি এই বিষয় গুলো ফরেক্স মার্কেট এ প্রয়গ করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার পাশাপাশি সফল হতে পারবো।ফরেক্স মার্কেট এ ট্রেড করার পিছনে এই বিষয় জরিত।প্রতিটা ফরেক্স ট্রেডার যদি এই বিসয়গুল মেনে ট্রেড করে তাহলে তারা ফরেক্স মার্কেট থেকে আয় করার পাশাপাশি ট্রেড করে সফল হতে পারবো।ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনি এই বিষয় গুলো তুলে ধরেছেন।
-
ফরেক্স মার্কেটে আগত নতুন ট্রেডারদের মধ্যে অনেকেই অল্প কিছুদিনের মধ্যেই নিজের ব্যালেন্স হারিয়ে বসে। এভাবে লস করার পিছনে বেশ কিছু কারন রয়েছে। ফরেক্স মার্কেটে সে ট্রেডারই সফল যে ট্রেডার মার্কেট সম্পরকে অভিজ্ঞ। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা না থাকলে লাভ করার বদলে দিনের পর দিন লস করে যেতে হবে। মার্কেট সম্পরকে যদি কারো ভাল জ্ঞান না থাকে তবে সে দিনের পর দিন লস করতে থাকবে। লোভ করলে ফরেক্স মার্কেট থেকে লস ছাড়া আর কিছুই আশা করা যাবে না।
-
হ্যা, আপনি লস করার ভালো সাতটি কারন উল্লেখ করেছেন।কারন আপনার উল্লেখিত কারনে লস স্বাভাবিকভাবেই হয়ে থাকে। আমিও লসের সাতটি কারন উল্লেখ করলাম-
১.ফরেক্স বিষয়ে জ্ঞানের অভাব
২.পর্যাপ্ত ডেমো ট্রেডিংয়ের অভাব
৩.অ্যানালাইসিস না করার অভাব
৪.ফরেক্স কে জুয়া মনে করা
৫.ইমোশনকে কন্ট্রোল করতে না পারা
৬.নির্লোভী ট্রেড না করতে পারা
৭.সার্বিকভাবে অদক্ষতা
-
ফরেক্স এ লস করার অনেক কারন রয়েছে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল,,
১ না বুঝে ট্রেড করা
২ ফরেক্স সম্পর্কে জ্ঞানের অভাব
৩ বেশি লোভ করা
৪ মানসিক চাপ মেন্টেন না করা
৫ মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড করা
৬ স্টপ লস টেক প্রফিট ব্যবহার না করা
৭ অল্প ইনভেস্ট করে বেশি লাভবান হবার ইচ্ছা করা
-
অবশ্যই লস হওয়ার অনেকগুলো কারণ রয়েছে । তার মধ্যে ৭ টি কারণ নিম্নে দেওয়া হল :
(১) লোভ করা ।
(২) আবেগবান হওয়া ।
(৩) ফরেক্স মার্কেট এ্যানালাইসিস না করা ।
(৪) ফরেক্স নিউজ না দেখা ।
(৫) ধৈর্য্য ধারণ না করা ।
(৬) ফরেক্স স্কুল সর্ম্পকে সম্যক ধারণা না থাকা ।
(৭) বার বার ট্র্রেড মার্কেটের সামনে বসে থাকা ।
-
1। প্রোপার এস এল টিপি না দিয়ে ট্রেড করা।
2। বেশি পরিমাণ লোভ করা।
3। সেশন না বুঝে ট্রেড করা।
4। ডেমো তে অল্প ট্রেড করে রিয়েল করা।
5। টাইমফ্রেম মেইনটেন না করা।
6। বেমি লট দিয়ে ট্রেড করা।
7। গাইড লাইন না থাকা।
-
আমি জানি ফরেক্স মার্কেটএ লস করার বিভিন্ন কারন থাকে। তার মধ্যে অন্যতম এই ৭ টি।
যেমন ঃ ১ না বুঝে ট্রেড করা |
২ অতিরিক্ত ঝুকি নেওয়া |
৩ মার্কেট এনালাইসিস না করা |
৪ ফরেক্সে অভিগ্ঘতার অভাব |
৫ খুব দ্রুত লাভ করার লোভ |
৬ পূজিকে অতিক্রম করে এমন অতিরিক্ত ভলিউম দিয়ে ট্রেড করা |
৭ একসাথে অনেক কারেন্সি নিয়ে ট্রেড করা |
-
আমার মত অনুযায়ী লস হওয়ার কারন গুলি নিচে দওেয়া হল
১। মার্কেট এনালাইসিস না করা |
২।ডেমো ট্রেড না করেই রিয়েল ট্রেড করা আরম্ভ করা।
৩।না বুঝে ট্রেড করা।
৪।একসাথে অনেক কারেন্সি নিয়ে ট্রেড করা।
৫।ফরেক্সে অভিজ্গতা না থাকা।
৬।লস হলে মনোবল হারিয়ে ফেলা এবং লাভ হলে অতিলুভ এর চেষ্টা
৭।ঝুঁকি বেশি নেওয়া।
-
উপরের দেয়া ভিবিন্ন কারন গুলো ফরেক্স মার্কেটে লস করার অন্যতম প্রধান কারন। আমরা যদি উপরে দেওয়া কারন গুলো বিশ্লেষন করি তাহলে লসের জন্য এগুলোই বেরিয়ে আসবে। তাছাড়া লোভের ফলে
আমরা অনেকেই লস করি বা মার্কেটে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। আমি মনে করি এই কারন গুলো মেনে চললে আমরা দক্ষতার পাশাপাশি প্রফিট করাও সম্ভব।।।
-
লসের কারন
ফরেক্স মার্কেট এ আমরা কেন বার বার লস করি সে বিষয়ে অনেক লেখা লেখি হচ্ছে কিন্তু তার পরেও আমরা জানিনা আমরা কেন ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।আসলে আমরা আমাদের কিছু সাধারণ ভুল এর কারনে ফরেক্স মার্কেট এ লস করি।যেমন আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এনালাইসিস করিনা।ট্রেড করার সময় আমরা বেসি লোব করি।আমরা বেসি বেসি ট্রেড করি।আমরা অনন্যার এনালাইসিস কে অনুস্মরণ করে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি।