-
আমাদের দেশে মানুষকে ভাল বললে খারাপ বোঝে। তাই আমি নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারি তখন লেজ নেড়ে নেড়ে ফরেক্স শেখার জন্য অনেকে পিছে পিছে ঘুরবে। ফরেক্স শিখতে এসে অনেকে অনেক অপমান করেছে। এখানে না বুঝে কেউ ইনভেস্ট করলে এক দিনেই তা শেষ হয়ে যেতে পারে । তাই অনেক বুঝে শুনে যাদের দ্বারা সম্ভব তাদের কে জানানো উচিৎ বলে আমি মনে করি ।
-
তাই আমি নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারি তখন লেজ নেড়ে নেড়ে ফরেক্স শেখার জন্য অনেকে পিছে পিছে ঘুরবে। ফরেক্স শিখতে এসে অনেকে অনেক অপমান করেছে। এখানে না বুঝে কেউ ইনভেস্ট করলে এক দিনেই তা শেষ হয়ে যেতে পারে ।
-
খানে না বুঝে কেউ ইনভেস্ট করলে এক দিনেই তা শেষ হয়ে যেতে পারে । তাই অনেক বুঝে শুনে যাদের দ্বারা সম্ভব তাদের কে জানানো উচিৎ বলে আমি মনে করি আমাদের দেশে মানুষকে ভাল বললে খারাপ বোঝে। তাই আমি নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারি তখন লেজ নেড়ে নেড়ে ফরেক্স শেখার জন্য অনেকে পিছে পিছে ঘুরবে। ফরেক্স শিখতে এসে অনেকে অনেক অপমান করেছে।
-
ফরেক্স এর গুণাবলী জানি না তবে একজন ট্রেডার হবার জন্য কিছু নির্দিষ্ট গুনাবলী দরকার আছে বলেই মনে করি। তাই আমরা আমাদের ট্রেডার হবার গুণগুলো নিজেদের মধ্যে জাগ্রত করব এবং যতদ্রুত সম্ভব এর দোষ গুলো থেকে নিজেদের বের করে আনব।
-
আমাদের দেশে ফরেক্স সম্পরকে অনেকেই জানে না ।আমাদের উচিত হবে আমরা যারা এই মার্কেটে ট্রেড করি তাদের অবশ্যই নিজেদের পরিচিত বন্ধু বান্ধব ও বেকার যুবকদেরকে ফরেক্স সম্পর্কে জানিয়ে দেওয়া।ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মত করে ট্রেড করে আয় করতে পারি।ফরেক্স মার্কেট এ আমরা দিন রাত ২৪ ঘণ্টা ট্রেড করে আয় করতে পারি।
-
ফরেক্স ব্যবসায় আমাদের দেশে খুভ দরকারী কারন আমাদের দেশে বেশি ভাগ মানুষ বেকার। আর এই জন্য আমি আমার সব বন্ধু পরিচিত লোক আশে পাশের অনেক লোক কে ফরেক্স এ কাজ করতে বলেছি। অনেক কে কাজ শিখিয়েছি। আর আমি এটা সব সময় করে যাব।
-
আমার পরিবার , বন্ধু , আত্নীয়স্বজন , সহপাঠী , প্রতিবেশী সবাইকে ফরেক্স ব্যবসা করে কিভাবে উন্নতি করা যায় সে সর্ম্পকে আমি ভালো করে তাদেরকে বুঝিয়েছি । তারা আমার কথা এবং বুঝের বৃত্তিতে তারা সবাই ফরেক্স ব্যবসা করার জন্য একমত পোষন করেছেন । তারাও চায় নিজেরা স্বাবলম্বী হবে
-
অামি অামার কিছু বন্ধুদের ফরেক্স সম্পর্কে অভগত করেছি। বিষয়টা তাদের ও ভালো লাগলো। তারা অাগ্রহ প্রকাশ করেছে। কারন এখানে ট্রেড করে সাবলম্ভী হওয়ার সুযোগ রয়েছে। তবে অামি তাদের সতর্ক করেছি কিছুতেই এখানে অতি লোভ করা যাবেনা। বেশি লোভ যারা করবে তারা সব হারাবে। ভালো দিক এবং খারাপ দিক উভয়টাই অামি তাদের দেখিয়েছি। তবে অামি এটা বুঝতে পেরেছি দিন দিন ফরেক্স এর চাহিদা বৃদ্ধি পাবে। এবং সবার নিকট একসময় এটা অারো জনপ্রিয় হবে।
-
আমার বন্ধুমহল,পরিচিতজন,আত্নীয়-স্বজন ও আশেপাশের মানুষজন অধিকাংশই চাকুরীজিবী,ব্যাস্ত মানুষ,দম নেওয়ারও সময় নাই৷কয়েকজনকে আমি ফরেক্স ব্যাবসা সম্পর্কে জানিয়েছি তবে তাদের ব্যাবসা করার মতো এতো দীর্ঘ সময়ও নাই আবার তারা তাদের পুজিঁ হারাতে মোটেও রাজী নন৷উনারা এই বিশাল মার্কেটের ব্যাবসা ও এই ব্যাবসার সকল সুবিধাসমুহ জানার পরেও লসের ভয় পান,যা স্বাভাবিক বিষয়৷তবে কয়েকজন আগ্রহী থাকলেও উনারা হয়তো ফরেক্সের ব্যাপক প্রচার প্রসারের অপেক্ষায় আছেন,ভবিষ্যতে অনেকেই এখানে আসবেন৷
-
না , কারন ফরেক্স এমন একটি ক্ষেত্র যেখানে আপনি নিজের চিন্তায় সবসময় মগ্ন থাকবেন এবং অন্যকে লাভ করানোর চিন্তা আপনার মাথায় একবারের জন্যও আসবে না । আমাদের দেশে যারা নিজেই সফল হতে পারে না তারাই শিক্ষক হয় । উদাহরণ হিসেবে আমরা কোচিং সেন্টার কল্পনা করতে পারি । আবার যারা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । কিন্তু ফরেক্স কিছুটা ভিন্ন । তবে এখানে আপনি যদি সফল হতে পারেন , তাহলে অন্যকে শিক্ষা দেওয়ার আপনার সময় থাকবে না । আপনি সারাদিন মার্কেট নিয়েই ব্যাস্ত থাকবেন ।