-
আমি এখনো ফরেক্স মার্কেট থেকে আয় করা টাকা ব্যেংক এর মাধ্যমে উত্তোলন করিনি।আমি বিভিন্ন মানুষ এর কাছে আমার আয় করা টাকা উত্তোলন করি।যারা ডলার এর বিজনেস করে আমি তাদের কাছে আমার আয় করা টাকা উত্তোলন করি।আমি জানিনা কিভাবে ব্যেংক এর মাধ্যমে আয় করা টাকা উত্তোলন করা যাই।আমার ব্যংক একাউন্ট থাকা সত্তেও আমি ফরেক্স মার্কেট থেকে আয় করা টাকা ব্যেংক এর মাধ্যমে উত্তোলন করতে পারেচিনা।আমি জানিনা আমি কিভাবে এই টাকা উত্তোলন করতে পারবো।
-
আমি এখনো কোন ডলার উঠাতে পারিনাই কারন আমার ট্রেড দিলেই লস হয় এমন কি আমার একাউন্ট জিরো করে ফেলি জানিনা কখন লাভের মুখ দেখব তাই চেস্টা করে যাচ্ছি এবং এখনো শিখতেছি তবেই বলতে পারব যখন এই মার্কেটে সফলতা পাব। তবে আমি আমার ভুলের কারনে আমি লস করছি প্রথম আমি অতিরিক্ত ট্রেড করি এবং মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড না করা।
-
আগে বেশির ভাগ সময়ই ব্যাংকের মাধ্যমে টাকা উঠাতাম। কিন্তু দিন দিন অনলাইন ডলার এর চাহিদা বৃদ্ধি পাওয়ার এখন আর ব্যাংক হতে ডলার উত্তোলন করা হয় না। এখন আমি যাদের দরকার হয় তাদের কাছেই ডলার বিক্রয় করে থাকি। বর্তমানে ফরেক্স ট্রেডারদের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাই ডলারের চাহিদাও অনেক। তবে অনলাইনে ডলার কেনা বেচা করার ক্ষেত্র্রে সাবধান হওয়া উচিত। কারন- বর্তমানে অনেক প্রতারক চক্র ডলার বেচা কেনা করার নাম করে টাকা হাতিয়ে নিয়ে যায়। আর ডলার দেয় না।
-
আপনি প্রফিট করা টাকা আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে উত্তোলন করতে পারেন।প্রথমে আপনার আয়কৃত ডলার আপনার একাউন্ট থেকে ব্যাংক বা মাস্টার কার্ডে পাঠাতে পারেন।কিন্তু ব্যাংকে ডলার পাঠাতে আপনার একুটু সময় লাগবে কিন্তু মাস্টার কার্ডে আপনি দ্রুত টাকা পাবেন।
-
ফরেক্স মার্কেট থেকে প্রফিট করে তা আমরা ব্যাংকের মাধ্যমে উঠাতে পারি ফরেক্স মার্কেট থেকে যদি আমরা ব্যাংক অয়ার ট্রান্সফার দিলে আমরা যে ব্যাংকে দিব তার সুইফট কোড দিতে হবে যাতে ফরেক্স মার্কেট থেকেটাকা আমাদের এএকাউন্টে চলে আসে এই জন্য মনিমাম৭ দিন সময় লাগতে পারে।
-
ফরেক্স এর লাভের টাকা তোলার জন্য অনেক গুলো অপশন আছে। আপনি এর যে কোনটির মাধ্যমে টাকা তুলতে পারেন। আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা তোলেন তবে আপনি প্রতি ডলার হিসাবে কম টাকা পাবেন। আর যদি সরাসরি কাউকে ডলার পাঠান তাহলে আপনি একটু বেশী টাকা পাবেন। আর যদি কাউকে,ডলার বিক্রি করতে না পারেন তবে ব্যাংক এর মাধ্যমে তোলাই ভাল।
-
ব্যক্তিগতভাবে আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। অল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।
-
না আমি সব সময় স্কিল দিয়ে ডলার উত্তোলন করি । কারন আমি খুব সহজে স্কিল ডলার সেল করতে পারি । আবার পরিচিত অনেক ফরেক্স বন্ধু আছে যারা ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করে থাকে । কিন্তু আমি সব সময় স্কিল এর মাধ্যমে ডলার উত্তোলন করি । আমি আমার অন্য বন্ধুদের অ বলি স্কিল এর মাধ্যমে ডলার উত্তোলন করার কথা ।
-
আসলে আমি বেশির ভাগ সময়ই ব্যাংক হতে ডলার উত্তোলন করে থাকি। তবে মাঝে মাঝে অন্য কারো ডলার বিক্রয় করে থাকি। আসলে আমি ব্যাংক হতে ডলার উত্তোলন করতে বেশি পছন্দ করি। কিন্তু কারো যদি ডলার দরকার হয় সেক্ষেত্রে আমি ডলার তাদের কাছে বিক্রয় করে থাকি। ব্যাংকে ডলার উত্তোলন করতে হয়ত কিছুটা বেশি সময়ের প্রয়োজন হয়। তারপরেও আমি ব্যাংকের মাধ্যমে ডলার তুলতে সাচ্ছন্দ বোধ করি।
-
ফরেক্স মার্কেট এর টাকা আমি।ব্যাংকের মাধ্যমে।উত্তোলন করি,তাই আমি ফরেক্স মার্কেট থেকে আমার প্রফিট আমি প্রথমে মানিবুকার্স এর স্ক্রিল এর একাউন্টে পাঠায় তার পরে সেখানে থেকে আমি আমাদের দেশের। ব্যাংকে পাঠাই প্রায় ৬থেকে ৭ দিন সময় লাগার পরে তা একাউন্টে চলে আসে।