ফরেক্স মার্কটে আমি একজন নতুন ট্রেডার তাই আমি এই বিষয়ে কোন অভিজ্ঞতা লাভ করিনি । তবে আমি মনে করি নতুন ট্রেডারদেরকে প্রফিটের দিকে না ঝুঁকে প্রথমেই নিজের দক্ষতাকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করার প্রচেষ্টা চালাতে হবে । দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পেলে এমনিতেই প্রফিট ও ট্রেডিং কৈশল বৃদ্ধি পাবে বলে আমি মনে করি । ফরেক্সে যে যত অভিজ্ঞ সে প্রফিট লাভ করাতে তত বেশি দক্ষ ।