ফরেক্স মার্কেট থেকে যদি কোন ট্রেডার তার ডিপোজিট এর১০ % প্রতিমাসে প্রফিট করে থাকে তাহলে বছর শেষে ১২০%প্রফিট করতে পারে,তাই আমি এ বছর অনেক ভাল ভাবে ট্রেড করে অনেক দক্ষতার সাথে এবং সফলতার সাথে মার্কেট থেকে অনেক প্রফিট করি।
Printable View
ফরেক্স মার্কেট থেকে যদি কোন ট্রেডার তার ডিপোজিট এর১০ % প্রতিমাসে প্রফিট করে থাকে তাহলে বছর শেষে ১২০%প্রফিট করতে পারে,তাই আমি এ বছর অনেক ভাল ভাবে ট্রেড করে অনেক দক্ষতার সাথে এবং সফলতার সাথে মার্কেট থেকে অনেক প্রফিট করি।
আমি ফরেক্স করছি প্রায় তিন বছর ধরে। তবে যেটা বুঝতে পারি এখানে অভিজ্ঞতার বিকল্প নেই। এখানে যদি কেউ ৩-৫ বছর লেগে থাকে তাহলে সে অব্যশিই ভালো ট্রেডার হতে পারে। ফরেক্স এ অনুশিলন দারা যে কেউ সফল হতে পারে। আমরা সবাই চাই সফলতা। আর এজন্য দরকার ফরেক্স এ বেশি অভিজ্ঞতা।
ফরেক্স থেকে এক বছরে কি পরিমান ইনকাম করা যাবে তা নির্ভর করবে একাউন্ট হোল্ডারে প্রথম ডিপোজিট করার উপর। একজন ফরেক্স ট্রেডার যদি ১০০ ডলার ডিপোজিট করে তাহলে প্রতি বছর আশা করি ১২০ ডলার ইনলাম করা খুব কঠিন কাজ হবে না।
ফরেক্স মার্কেট আপনি কাজ করতে আসচেন কত বচর ধরে । ১বসর হক আর ২বসর হক আপনি যদি এনালাইসিস না করেন তাহলে ফরেক্স আছে কি লাভ হবে। আপনি যদি ২/১ বসর ডেমো ট্রেড করে ভাল ভাবে অভিজ্ঞতা অর্জন করে । তারপর আপনি লাভ লস সম্পর্কে জানতে পারেন তারপর এবং আপ[নি তারপর রিয়াল ট্রেড করে ইনকাম করতে পারবেন বলে আমি মনে করি । আর না হয় আপনার সব দিকে লস হবে । ধন্যবাদ সবাই কে ।
কোন কাজ অভিজ্ঞতা ছাড়া করতে গেলে যে কোন ধরনের সমস্যা পরতে হয় টিক তেমনী ফরেক্স এর মধ্যে যদি অভিজ্ঞতা না হয়ে কাজ শুরু করা যায় তাহলে ভাল ফল হয় না,তাই ফরেক্স এর মধ্যে যদি এক বছর কাজ করার অভিজ্ঞতা হয় তাহলে মোটামুটি ভাল ফল পাওয়া যায়।
এক বছর ট্রেডার হল অবশ্যই একজন ভালো মানের ট্রেডার হিসেবে গণ্য হওয়া সম্ভব । যে ট্রেডারগর একটি বছর ট্রেড করবে সে অবশ্যই ট্রেড সর্ম্পকে ভালো বুঝতে পারবে । সুতরাং আমরা আগে এটাই চিন্তা করি যে কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারি ।
আমার ধারনা ২ বছরের আগে ফরেক্স এ মোটামটি ভাবে প্রফিত করা সম্ভব নয় ।
কারা কত বছর ধরে ট্রেড করছে সেটি বড় কথা নয় । আর পার্সেন্ট এর হিসাব করলে আপনার প্রথমেই মনে রাখতে হবে আপনার ব্যালেন্সের ২০ থেকে ৩০ ভাগ মুনাফার বেশি আশা করবেন না মাসে । আর প্রতিটি ট্রেডে ২ ভাগ এর বেশি লস দিবেন না । এই মানি ম্যানেজমেন্ট মেনে চললে দীর্ঘদিন মার্কেটে টিকে থাকা সম্ভব হবে বলে আমি মনে করি । এটি একটি সাধারন হিসাব ।
আমি বলবো ৬ মাস থেকে ১ বছর পর আপনি রিয়েল ট্রেড করার জন্য উপযুক্ত হবেন । তবে ১ বছর আপনার প্রচুর পড়াশুনা এবং চার্ট নিয়ে লেগে থাকতে হবে । আমার ব্যাক্তিগত ধারনা, আবারও বলছি আমার ধারনা ২ বছরের আগে প্রতি মাসে ধারাবাহিক ভাবে প্রফিট করার যোগ্যতা অর্জন কঠিন,
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সফল হওয়া নির্ভর করে ট্রেডারের অভিজ্ঞতার উপর। ফরেক্স বিজনেসে যে ট্রেদার যত বেশি অভিজ্ঞ সেই ট্রেদার তত বেশি সফল। ার ফরেক্স মার্কেটে কেউ সময় ধরে অভিজ্ঞ বা সফল হতে পারে না। অর্থাৎ ফরেক্স মার্কেটে কেউ এক বছর বা দুই বছর ট্রেড করলেই অভিজ্ঞ বা সফল হয়ে যায় না। এর জন্য করতে হয়ে কঠোর পরিশ্রম। সময় ভুলে নিজে সফল না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করে যেতে হবে। তবে,এক বছর নিয়মিত ট্রেডিং করলে আপনার নিজস্ব একটি ট্রেডিং প্ল্যান তৈরি হবে।