আমরা জানি , যা ডিপোজিট করি তা দিয়ে ট্রেডিং করতে পারবনা তাই আমরা ফরেক্স ব্রোকার হতে লিভারেজ বা লোন নিয়ে ট্রেডিং করে থাকি,তাই আমরা ফরেক্স ব্রোকার হতে বিভিন্ন ধরনের লিভারেজ নিয়ে ট্রেডিং করতে পারি তার জন্য ভাল প্রফিট করা যায়
Printable View
আমরা জানি , যা ডিপোজিট করি তা দিয়ে ট্রেডিং করতে পারবনা তাই আমরা ফরেক্স ব্রোকার হতে লিভারেজ বা লোন নিয়ে ট্রেডিং করে থাকি,তাই আমরা ফরেক্স ব্রোকার হতে বিভিন্ন ধরনের লিভারেজ নিয়ে ট্রেডিং করতে পারি তার জন্য ভাল প্রফিট করা যায়
লিভারেজ হচ্ছে ফরেক্স বাজারের মার্জিন কল করার জন্য একটি মাধ্যম।। এটা,আমাদের লাভ লস নির্ধারণ করতে পারে।। লিভারেজ বেশি নিলে আমাদের লাভ ও বেশি হবে আবার লস হলে লস টা ও বেশি হবে।। লিভারেজ কম নিলে লাভ কম হবে আমার লস হলে লস কম হবে।।।
প্রতিটি ব্রকারেই লিভারেজ সুবিধা দেয়া থাকে। লিভারেজকে আপনি ব্যাংক লোনের সাথে তুলনা করতে পারেন। এর অর্থ ব্রকার দ্বারা প্রদ্ত্ত লিভারেজ আপনাকে আপনার ডিবোসিট করা ক্যাপটিালের তুলনায় আরো অধিক পরিমানে ট্রেড ধরার সুযোগ করে দেবে অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি হয় ১০০ আর আপনি যদি ১:১০০ লিভারেজ নিয়ে থাকেন তাহলে আপনি আপনার ক্যাপটিালের তুলনায় ১০০ গুন টাকা বেসি ট্রড করতে পারবেন।
লিভারেজ মানে লোন । লিভারেজ ঠিকমত ব্যবহার না করতে পারলে কোন কোন ক্ষেত্রে আপনি মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারেন । লিভারেজ খুব বেশি নেয়া উচিত নয় এতে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন ।
লিভারেজ মানে লোন । লিভারেজ ঠিকমত ব্যবহার না করতে পারলে কোন কোন ক্ষেত্রে আপনি মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারেন । লিভারেজ খুব বেশি নেয়া উচিত নয় এতে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন । আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে।
মনে করেন আপনি মার্কেট থেকে কোনো একটা জিনিস আপনি কিনবেন কিন্তু আপনার কাছে বেশি টাকা না থাকার জন্য আপনি দোকানে ঢুকতে লজ্জা পাচ্ছেন এমন সময় আপনার বন্ধু আপনাকে বলল যে আমি থাকতে তোর চিন্তা কি টাকা কম পরলে আমি দেব। তেমনি লিভারেজ হচবছে ব্রকার কতৃক প্রদান কতৃক সুবিধা যা বেসি নিলে আপনি অপনার ক্যাপিটালের তুলনায় বড় লট ট্রেড দিতে পারবেনে।
ফরেক্স মার্কেটে লিভারেজ হচ্ছে আপনি কি পরিমান লোন ব্রোকার থেকে নিতে চান সেটা। আপনি যে ব্রোকারে ট্রেড করার জন্য একাউন্ট করবেন সেই ব্রোকার আপনাকে লোন দিয়ে থাকবে আর আপনি আপনার ইচ্ছে মত লিবারেজ নিতে পারবেন। তবে আমার মতে যত কম লিভারেজ ততই ভাল হবে বলে মনে করি।
লিভারেজ অনেকটা বাংলায় লোনের মত , নিজের মুল্ধন এর উপর আপনাকে কত লিভারেজ দেবে আপনার ব্রোকার সেটা । লেভারেজ নিয়ে ফরেক্সে কাজ না করায় ভাল কারন পরে লিভারেজ সুদ সহ ফেরত নেওয়া হয় । নিজের যা মুলধন আছে , তাই নিয়ে যদি কাজ করা যায় তাহলেই সেটাই ভাল । এতে দেনা শোধ করার কোন চাপ থাকে না বলে লস কম হয় । লিভারেজ নিয়ে কাজ করলে মাথায় চিন্তা থাকে , কিভাবে তাড়াতাড়ি লিভারেজ ফেরত দেওয়া যায় ।
আমরা সকলেই জানি লিভারেজ মানে হচ্ছে লোন।আর এই লোন ব্রোকার আমাদেরকে দিয়ে থাকে।আমরা চাইলে যেকোন অনুপাতে লোন নিতে পারি যেমন ১;৫০ বা ১;১০০ বা ১;২০০ ইত্যাদি।আপনি যত বেশি লিভারেজ নিবেন ট্রেড করার ক্ষমতা তত বেশি বাড়বে।যখন ব্যালেন্সে স্বল্পতা থাকে তখন অনেকেই বেশি লিভারেজ নিয়ে থাকেন।তবে বেশি লিভারেজ না নিয়ে কম লিভারেজ নেওয়াই ভালো।আমি ১;৫০ লিভারেজ নিয়ে ট্রেড করে থাকি সবসময়।
লিভারেজ হলো ব্রোকারেজ হাউজ কতৃক প্রদত্ত ঋণ সুবিধা। ব্রোকারেজ হাউজগুলো লিভারেজ বা মার্জিন লোন দিয়ে থাকে তাদের লাভের জন্য। লিভারেজ নিয়ে ট্রেড করলে বড় লটে ট্রেড করা যায় এতে ব্রোকারেজ হাউজের অনেজ বেশি কমিশন থাকে। আপনার ইচ্ছেমতো লিভারেজ নিতে পারবেন যেমন : ১:৫০ , ১:১০০, ১:২০০, ১:১০০০ পর্যন্ত। কিন্ত একটা কথা মনে রাখবেন লিভারেজ নিয়ে ট্রেড করলে আপনার মূলধন সবসময় ঝুকির মধ্যে থাকবে।