-
ফরেক্স মার্কেট এ যারা আছে তারা কমবেশি সবাই মার্জিন কল সম্পর্কে জানে কিন্তু মার্জিন ট্রেডিং সত্যি নতুন কোন কিছু। আপনাকে প্রতি ট্রেড ওপেন করার জন্য কিছু মার্জিন প্রয়োজন হয় এর মানে এই নয় যে আপনি মার্জিন ট্রেড করছেন। তবে এর বেশি কিছু জানলে অবশ্যই শেয়ার করব।এই মার্জিন লোন কে কত পরিমাণ পাবেন তা তার ট্রেডিং একাউন্টের ভিতরে দেওয়া দেওয়া থাকে। এর বেশী আমি যানিনা। আরও ভাল কেউ যানলে শেয়ার করবেন।
-
মারজিন হলো আপনি যে ভলিউমে ট্রেড ওপেন করবেন তার জন্ন আপনাকে যে পরিমান ইনভেস্ট করতে হবে তাকে মারজিন বঅলে আর যে পরিমান এ্যামাউন্ট বাড়তি থাকে তাকে ফ্রী মারজিন হিসাবে দেখানো হয় ।আমরা যখনই কোন ব্রোকার এর মাধ্যমে ডিপোজিট করি তাতে যে পরিমাণ ডিপোজিট করি সেই জমাকৃত ডলারের বীপরিতে লোন দেয় যা দিয়ে আমরা কারেন্সি গুলোতে ট্রেড করে থাকি। এই মার্জিন লোন কে কত পরিমাণ পাবেন তা তার ট্রেডিং একাউন্টের ভিতরে দেওয়া দেওয়া থাকে। ধন্যবাদ।
-
সাধারণত মার্জিন এবং ফ্রি মার্কেটিং সম্পর্কে আমরা জেনেছি কিন্তু মার্জিন ট্রেডিং সম্পর্কে আমার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সাধারণত মার্জিন হলো ব্রোকার কর্ত্ক অদৃশ্য ঋণ যার মাধ্যমে আমরা লটবনির্ধারণ করে ট্রেড করতে পারি। এই মার্জিন নির্ভর করে আপনার একাউন্ট কি ধরনের সেটার উপর। সাধারণত লিভারেজ এর উপরে মার্জিন ফ্রি মার্জিন নির্ভর করে।
-
মার্জিন ট্রেডিং বলতে কি বোঝায় তা আমার জানার বাহিরে । আসলে আমি মার্জিন কল সম্পর্কে জানতাম কিন্তু এই ট্রেডিং এর কথা আগে কখনই শুনি নাই। থাকতেও পারে আমি যে সব বিষয় জানব এমন কোন কথা নেই। তবে যাই হোক যদি আপনার মন গড়া কিছু হয়ে থাকে তবে সত্যি দুঃখ জনক বিষয়। কারণ এখানে যদি আপনার মন গড়া কোন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে সেটা কোন উপকার তো হবেই না । বরং নতুন ট্রেডারদের মাঝে বিভ্রান্তকর একটি বিষয়ের সৃষ্টি হবে।
-
মার্জিন ট্রেডিং জিনিসটাই আজকে প্রথম শুনলাম। ফরেক্স মার্কেট এ যারা আছে তারা কমবেশি সবাই মার্জিন কল সম্পর্কে জানে কিন্তু মার্জিন ট্রেডিং সত্যি নতুন কোন কিছু। আপনাকে প্রতি ট্রেড ওপেন করার জন্য কিছু মার্জিন প্রয়োজন হয় এর মানে এই নয় যে আপনি মার্জিন ট্রেড করছেন। তবে এর বেশি কিছু জানলে অবশ্যই শেয়ার করব।