-
মার্কেট আমিএখনো নতুন তাই ফরেক্স মার্কেট সর্বপ্রথম আমার লস হয়।আমি এখনো লসে আছি।তারপরে ও আমি হতাস হইনা আর আমি কি কারনে লস করলাম সেগুলো লিখে রাখি আমার সর্বমোট কত লাভ হলো এবং কতো লস হল।সেগুলো আমি মাঝেমাঝে ফলো করি।আমি দেখি আমার লাভের চেয়ে লসের সংখা বেশি।আমি সেগুলো রিকবার করার চেস্টা করি। আপনারা মনোবল না হারিয়ে আবার নতুন করে শুরু করবেন ।
-
লস হলে আমি একটু কষ্ট পেলেও এটা মেনে নিই । কারণ লাভ লস এই দুইটা ব্যবসায়ের মৈলিক অংশ যা আমাদেরকে মেনে নিতেই হবে । আর যেদিন নিজের টাকা মার্কেটে লস হয় সেদিন অনেক কষ্ট লাগে । আর সে জন্যই আমি যেদিন লস করি সেদিনের মত আর ট্রেড করি না । কারণ লসের যে প্রভাব আমার মধ্য থাকে তা অবশ্যই আমার পরবর্তী ট্রেডে অনেক বেশি প্রভাব ফেলবে । তাই আমি মনে করি লস হলে সেদিনের মত আর ট্রেড না করাই ভাল ।
-
প্রথমত লস হলে আমি ততক্ষনাত লস উত্তোলন এর চেষ্টা করিনা.এই লস হবার কারণ না জেনেই অনেকে লস উত্তোলন এ নেমে যায় যার ফলে তারা আবার লস করে.তাই আমি লস কেন হলো তা নিয়ে চিন্তাভাবনা করি.কি করলে এই লস থেকে বেরিয়ে আশা যাবে তা নিয়ে চিন্তাভাবনা করি.এবং লস করা ট্রেড টি থেকে ভিন্নভাবে চেষ্টা করি.
-
ফরেক্স ব্যবসায় লিভ লস দুইটাই হতে পারে। কারন ব্যবসা করার আগে লাভ এবং লসের জুকি দুইটাই নিতে হবে। আর লস হলে সেই লস হবার কারন জান্তে হবে এবং তি চিন্হিত করে সমস্যা দুর করতে হবে।
-
ফরেক্স করে অথচ মার্কেটে লস করেন না এমন ট্রেডার দুনিয়াতে একটাও নেই । লস হবে এটাই স্বাভাবিক ব্যাপার । আগে আমি লস করলে খুব খারাপ লাগতো । এখনো যে লাগেনা তা বলবোনা । লাগে, তবে আগের মতো আর লাগেনা । কেননা লস খুব সাভাবিক একটা বিষয় ।
-
লস হলে অামার প্রথম করণীয় হল ধৈর্য্য ধারণ করে এই লসকে মেকাপ দেওয়ঢার চেষ্টা করা । যত আমরা এই লসকে মেকাপ করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব ।
-
আমি যখন ফরেক্স মার্কেট এ লস করি তখন আমি বেশি কিছু করি না।শুধু চিন্তা করি কিবাবে লস করলাম।আর এই লস থেকে আমি শিক্ষা লাব করি।মানুষ বলতে বুল তাই যে বুল করে না সে মানুষ নয়। আমি চিন্তা করি কেন আমি লস করলাম।লস এর কারণ আমি যতক্ষণ না বের করতে পারি ততক্ষণ আমার মনে শান্তি আসে না।আমি এই লস থেকে বাছার জন্য ডেমো একাউন্ট এ ট্রেড করি।এতে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবো।তাই আমি লস করলে চিন্তাই পরে যাই। ধন্যবাদ
-
প্রথমদিকে লস হলে আমি খুবই হতাশ হতাম । এমনকি আমি এই ফরেক্স মার্কেটে ট্রেড করবনা সেটাও ভেবেছিলাম । কিন্তু এখন আমি ফরেক্স এ ট্রেড করা সম্পর্কে একটু বুঝি, তাই আমি এখন আর হতাশ হই না । বরং আমি এখন ধৈর্য ধারণ করে কোথায়, কি ভূল করেছি তা থেকে শিক্ষা নিয়ে নতুন করে ট্রেড করার চেষ্টা করি ।
-
লস হলে আমি প্রথমে তা চিন্নিত করি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি এই লস কি কারণে হলো.,তার পর কি করলে লস এড়িয়ে চলা যায় তার চেষ্টা করি.যেমন অন্য ভাবে ট্রেড করার চেষ্টা করি.এবং আমি মনে করি সবাই কেই লস হবার কারণ বের করে অন্যভাবে লস উত্তোলন করা উচিত.তা না জেনে করলে পরে আবার আপনাকে লস এ পড়তে হবে.লস হলে আমি প্রথমে তা চিন্নিত করি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি এই লস কি কারণে হলো.,তার পর কি করলে লস এড়িয়ে চলা যায় তার চেষ্টা করি.যেমন অন্য ভাবে ট্রেড করার চেষ্টা করি.এবং আমি মনে করি সবাই কেই লস হবার কারণ বের করে অন্যভাবে লস উত্তোলন করা উচিত.তা না জেনে করলে পরে আবার আপনাকে লস এ পড়তে হবে.
-
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে যখন লস করি তখন আমি চিন্তা করি আমি কি ভাবে ট্রেড করে লস করলাম।ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করার পর সাধারণত আমার মাথা ঠিক থাকে না।তার পরেও আমি চিন্তা করি আমি কেনো লস করলাম।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে আমাদের কে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জান্তে হবে।তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।তাই আগে থেকে যদি আমরা ফরেক্স মার্কেট নিয়ে চিন্তা করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবো।