-
আমি যে ব্রোকারে ট্রেড করি শেখানে গোল্ড পেয়ার এ স্প্রেড প্রায় ৬০পিপ্স। তো বুঝতেই পারছেন ট্রেড দিলে ঙ্গদ ৬০পিপ্স লসে ট্রেড ওপেন হবে। আর ফরেক্স মারকেট থেকে আমি টেক প্রফিট পেলে হ্যপি। তবে আকাউন্ট এ যদি বেশি ডলার থেকে তাহলে গোল্ডে আপনি ট্রেড করতে পারেন।
-
আমি মনে করি গোল্ড এবং ক্রড ওয়েল ট্রেড করার জন্য য়থেষ্ট ব্যালান্স দরকার এবং তা কমসে কম ১ কে। তাই আমি বলব যারা এই দুটিতে ট্রেড করতে চান আগে ভাল করে ডেমোত হাত পাকান কেননা যেহেতু এই দুটির মার্জিন বেশি লাগে এবং পিপ সাইজ ও বড় তাই যারা নতুন তাদেরকে আমি নিরুৎসাহিত করব। কেননা এই দুই পেয়ারে কম সে কম ১০০০ ডলার লস করেছি আমি।
-
গোল্ড এমন একটি পেয়ার যেটাতে অনেক বেশি স্প্রেড কাটে। আমি নতুন দের কে গোল্ডে ট্রেড করা থেকে বিরত থাকতেই সাজেস্ট করবো। গোল্ডে ট্রেড করা নতুন দের জন্য ঝুকিপূর্ন। কারন এর মুভমেন্ট বোঝা যায় না। নতুন রা ঠিক বুঝে উঠতে পারেনা। তাই নতুন দের জপ্ন্য গোল্ডে ট্রেড করা উচিত না।
-
আমার মতে, বিগিনারদের জন্য গোল্ড ট্রেড না করাই শ্রেয়।গোল্ডে সাধারনত স্প্রেড বেশি থাকে।আর যখন মুভ করে তখন অনেক বেশি গ্যাপ হয়ে যায়।ছোট একাওন্ট হলে ঐ টা জিরো হতে বেশী সময় লাগেনা।
-
আমার মনে হয় নতুনদের গোল্ড দিয়ে ট্রেড না করাই ভাল । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে অন্যান্য পেয়ারের তুলনায় গোল্ড খুব বেশি পরিমাণে মুভ করে । যার কারণে গোল্ডের এই অাচরণ খুব অভিজ্ঞ ব্যাক্তি ছাড়া নুতন ট্রেডারদের পক্ষে বুঝা মুশিকিল হয়ে পড়ে । সে ক্ষেত্রে অবশ্যই ট্রেডিং দক্ষতা সৃষ্টি না হওয়া পর্যন্ত নতুনদের গোল্ড ট্রেড হতে বিরত থাকা উচিত ।
-
আমরা সাধারনত বেনাস ডলার দিয়ে ট্রেড করে থাকি এর ফলে আমাদের ব্যালেন্স সর্বোচ্চ ১০০/২০০ ডলার হয়ে থাকে আর এই ধরনের ব্যলেন্স নিয়ে গোল্ড ট্রেড করা সম্ভব নয় । গোল্ড দিয়ে ট্রেড করতে হলে অনেক বেশি ব্যলেন্স এর প্রয়জন হয় গোল্ড দিয়ে ট্রেড করতে হলে এর পিপস এর মান আনেক বেশি ফলে লাভরে হার অনেক বেশি ও লসের হার অনেক বেশি তাই গোল্ড দিয়ে ট্রেড করা আমাদের জন্য অনেক ব্যায় বহুল ।
-
গোল্ড ফরেক্স মারকেট এ সবচেয়ে বেশি মুভ করে। আর ইন্সট ফরেক্স এ প্রায় ৬০ পিপ্স স্প্রেড। সে কারনে আমি এটা ট্রেড করি না। অন্যন্য ব্রোকারে আমার মনে হয় আরো কম। এত স্প্রেড তার মানে ট্রেড দিলেই লস রানিং হয় ৬০ পিপ লসে। তাই ট্রেড করি না।
-
ফরেক্সে শুধুমাত্র বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা দিয়ে ট্রেড করা হয়।। এখানে গোল্ড বা সোনা দিয়ে ট্রেড করার কোনো সিস্টেম নাই।। ফরেক্স বিভিন্ন ধরনের একাউন্ট খূলা যায় তার মধ্যে গুল্ড মেম্বারশিপ একটা। এটা ফরেক্সের একটা স্টেটাস। গুল্ড দিয়ে ট্রেডিং করা আর গুল্ড মেম্বারশিপ কি এক জিনিষ হলো।।।
-
আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারদের জন্য গোল্ড ব্যাবহার করে ট্রেড করাটা কখনই উচিত হবে না নতুন ট্রেডারদের জন্য চাহিদাপূর্ন কারেন্সি পেয়ারই উপযুক্ত বরে আমি মনে করি কারন তাতে করে অনেক ভাল আয় করা বা প্রফিট লাভ করা সম্ভাব হয়। অন্যদিকে গোল্ড ব্যাবহার করে ট্রেড করলে বড় ধরনের লসের সম্ভাবনা থাকে নতুনদের।
-
আমি কখনো গোল্ড দিয়া ট্রেড করি নাই। তবে এটা জানি যে অনেক বেশি মূলধন বা অ্যাকাউন্ট ব্যালেন্স থাকার দরকার হয়।গোল্ড দিয়ে ট্রেড করা নতুনদের উচিৎ না কারন গোল্ডে প্রচুর স্প্রেড কাটে আবার গোল্ডের মার্কেটের পরিবর্তন অনেক বেশি হয়।