আমি দোয়া করি আপনি ফরেক্স দিয়ে আপনার জিবন সুন্দর করে তুলুন।তবুও একটা কথা না বললে নয় ফরেক্স যেমন সহজ মনে হয় আসলে কিন্তু সহজ নয়। আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে ফরেক্স বিষয়ে জানতে হবে ট্রেড করার আগে ট্রেড কোন দিকে যাবে তা জানতে হবে।
Printable View
আমি দোয়া করি আপনি ফরেক্স দিয়ে আপনার জিবন সুন্দর করে তুলুন।তবুও একটা কথা না বললে নয় ফরেক্স যেমন সহজ মনে হয় আসলে কিন্তু সহজ নয়। আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে ফরেক্স বিষয়ে জানতে হবে ট্রেড করার আগে ট্রেড কোন দিকে যাবে তা জানতে হবে।
ভাই আপনার সাথে আমি একমত হতে পারলাম না একটি বিষয়ে। আর বিষয়টি হল ফরেক্স ট্রেডিং মুটেও কোন সহজ কাজ নয়। আপনি নিজেও জেনে থাকবেন এখানে প্রায় ৮০% ট্রেডার লস করে থাকেন । তাহলে ফরেক্স যদি এতটা সহজ হত লসের পরিমান এত বারত না। তবে হ্যা ট্রেডিং এর আগে ফরেক্সে দক্ষতা লাভ করতে হবে তাহলেই প্রফিট করা সম্ভব।।।।
ফরেক্স বিজনেস বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস। ফরেক্স বিজনেস সম্পুরনভাবে স্বাধীন ও সকলের জন্য উন্মুক্ত হওয়ার কারনে অসংখ্য মানুষ প্রতিদিন এই মার্কেটে ট্রেডিং করছেন। এই মার্কেটে ব্যক্তিগত ভাবে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে নিজেই ট্রেডিং করতে পারার সুযোগ থাকার কারনে অনেকেই এই মার্কেটে ট্রেডিং করে নিজের আত্মকর্মসংস্থান নিজের তৈরি করছেন। এতে বেকারত্তের হার কমছে।
ফরেক্স করে আপনি আর্থিকভাবে সাবলম্বি হতে পারেন।ফরেক্স এমন একটি ব্যাবসায় ব্যাবস্থা যেটা আপনি যেকোনো পেশার পাশাপাশি করতে পারেন।ফরেক্স মার্কেট সবার জন্য।এখনকার সময় student রাও ফরেক্স করে অনেকটা সাবলম্বি।তাই ফরেক্স করুন সাবলম্বি হউন।
ফরেক্স বিজনেস হচ্ছে একটি স্মার্ট বিজনেস যেকোনো পেশার মানুষ চাইলে ফরেক্স মার্কেট ট্রেড করতে পারে ফরেক্স মার্কেট ট্রেড করার মাধ্যমে আপনে চাইলে নিজের জীবনকে অনেক সুন্দর করে গডে তুলতে পারেন।ফরেক্স মার্কেট অনেক অবিজ্ঞ ট্রেডার আছে যারা কিনা ফরেক্স মার্কেট ভাল টাকা আয় করে এখন স্বাবলম্বী তাই আমি ও চাই ফরেক্স মার্কেট ভাল অবিজ্ঞতা নিয়ে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করতে।
ফরেক্স ব্যবসা করার মাধ্যমে সব বেকার লোকজন সাবলম্বি হতে পারে। ফরেক্স এমন একটি ব্যবসা যে ব্যবসা সবাই করতে পারে এবং এই ব্যবসা করে অনেক টাকা ইন কাম করতে পারে। ফরেক্স ব্যবসা করে নিজে সাবলম্বি হওয়ার পাসাপশি অন্যকেও উৎসাহ দিন। আমরা সবাই যদি ফরেক্স ব্যবসা সঠিকভাবে করতে পারি তাহলে আর কারো অর্থ সংকট থাকবে না। তাই আসুন সবাই ফরেক্স ব্যবসা করি।
ফরেক্স একটা ভালো ব্যবসা।এখানে বুঝেশুনে ট্রেড করতে পারলে প্রফিট করে আয় করা সম্ভব।নিজের স্বাধীনতা সময়ে ট্রেড করা যায় বলে চাকরীর বা অন্যান্য কাজের পাশাপাশি ফরেক্সে ট্রেড করা যায়।এমনকি স্টুডেন্টরা ফরেক্সে ট্রেড করতে পারে। আর ফরেক্সে ট্রেড করে আনলিমিটেড আয়ের সুযোগ থাকায় ফরেক্সে ট্রেড করে স্বাবলম্বী হওয়া যায়।
ফরেক্স করে স্বাবলম্বি হওয়াটা খুব বেশি সহজ কোজ নয় । এখান থেকে আপনাকে সাফল্য অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেটের উপর অনেক কিছু জানতে হবে । তারপর আপনাকে ধৈর্য ধারণ করে ট্রেড করতে হবে । কখনোই লোভী হওয়া যাবে না ।মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে ।
ফরেক্স খুব সহজ একটা ব্যবসা।যেকোন পেশার পাশাপাশি ফরেক্স ব্যবসা করা যায়।প্রত্যেকটা মানুষ চাই তার জীবনটা কে সুন্দর ভাবে সাজাতে।আমদের উচিৎ এটিকে সুন্দরভাবে শিখে ভালবাবে জেনে শুনে ফরেক্স থেকে নিজের ভালো একটি আয়ের পথ খুজে নেওয়া।আর তা হলে আপনি ও ভাল কিছু করতে পারবেন বলে মনে করি।
ফরেক্স এমন একটা বৈশ্বিক প্লাটফ্রম যেখানে বিশ্বের প্রায় সব দেশেরই রয়েছে ট্রেডার । আর এই জনপ্রিয়তার কারণ হল মানুষ এখান থেকে টাাক ইনকাম করতে পারে এবং এই ব্যবসা অন্য সব ব্যবসা হতে সম্পুর্ণ ব্যাতিক্রম । আর মানুষের মাঝে ব্যাতিক্রমি জিনিসের মুল্য বেশি । আর এটা স্বাবলম্বি হওয়ার অন্যতম সহজ একটা পথ তবে তা হতে হবে লিমিটেশনের মধ্য থেকে ।