-
ভাই আপনার কথা ঠিক আছে। তাই বলে এটা না যে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আপনি অনেক টাকার মালিক হবেন।হ্যাঁ ফরেক্স মার্কেট এ ট্রেড করে আপনি অনেক আয় করতে পারবেন।তাই বলে আপনি ফরেক্স মার্কেট কে জুয়া খেলার স্থান বলে মনে করবেন না।এতে আপনি ফরেক্স মার্কেট এ লস করবেন।আমি আপনার কথা শুনে জত টুকু বুজলাম যে আপনি ফরেক্স মার্কেট নিয়ে অনেক স্বপ্ন দেখছেন।কিন্ত আপনাকে সাবধান হতে হবে।
-
ফরেক্স ট্রেডিয় অনেকটা নিজের মনে আত্ববিশ্বাস প্রয়োজন।যারা ভালোভাবে ফরেক্স শিখে ট্রেডে প্রফিট করতে পারে তাদের আত্ববিশ্বাস অনেক বেড়ে যায়।তারা ক্রমেই উন্নত ট্রেডার হতে থাকে। তাতের অভিজ্ঞ তার ভান্ডার ক্রমেই বাড়তে থাকে। তাই ফরেক্সে ট্রেড করার জন্য আগে ভালোভাবে ট্রেড শিখে ভালোভাবে ট্রেড পরিচালনা করার প্রয়োজন।
-
ফরেক্স মার্কেট হচ্ছে একটি গবেশনামূল্ক মার্কেট। আপনি যতটা গবেষনা করবেন আপনার জন্য সফল হওয়া ততটা সহজ হবে। আপনি ফরেক্সকে আরো ভাল ভাবে জানতে পারবেন। ফরেক্স একটি লাভজঙ্ক ব্যবসায়। এখানে ঝুঁকিও আছে ওনেক। তাই জেনে বুঝে করতে পারলে অপার সম্ভাবনার একটি ব্যবসায়। প্রতিটি ট্রেড করার আগে আমাদের ভেবে নিতে হবে। পর্যাপ্ত অ্যানালাইসিসের মাধ্যমে আমাদেরকে ফরেক্স করতে হবে। সব সময় নিউজের আপডেট রাখতে হবে।
-
আমি মনে করি ফরেক্সে জত বেশি ট্রেড করতে লাভ করবেন তত বেশি আপনি দক্ষ হয়ে উঠবেন। আপমি যখন লাভ করতে থাকবেন তখন আপনি নিজেকে একজন ভাল ট্রেডার ভাবতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস অনেক বেরে যাবে। আপনি হবেন একজন সুখী মানুষ। আমি নিজে যখন লাভ করি তখ নিজের কাছে অনেক ভাল লাগে।
-
এখানে ট্রেড করে আমরা জত লাভ করব তত আমাদের আরতবিসাস বেড়ে যাবে। আমি যখন প্রথম লাভ করি তখন আমি খুব খুশি হয়ছিলাম কারন এতা ছিল আমার প্রথম ইনকাম ফরেক্স থেকে। আমি মনে করি যখন নতুন ট্রেডার রা লাভ করে তখন তাদের মনোবল অনেক বেড়ে যায় এবং তাদের ফরেক্স শিখতে আরও আগ্রহ বেড়ে যায়।
-
হ্যা ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি আমি যত বেশি ভাল প্রফিট লাভ করতে পারব ততই আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে নিজেদের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার উপর পাশাপাশি এতে করে নিজেদের মনে অনেক বেশি আনন্দ-উল্লাসেরও তৈরি হয় যা অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না বা বলা যায় না। আর এই আত্মবিশ্বাস এবং আনন্দ আরো বেশি বাড়িয়ে নিতে প্রত্যেকেরই ফরেক্স ট্রেডিংয়ে নিজেস্ব ট্রেডিং কেৌশলকে ফলো করা উচিত।
-
মার্কেট এ আমরা যদি প্রফিট করি তাহলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। দক্ষতার সাথে ট্রেডিং করলে ট্রেড এ ভুল সিদ্ধান্ত অনেক কম হয়। আর আন্দাজে ট্রেড করলে লস হবে। মার্কেট এনালাইসিস শেখা জরুরি। একজন ট্রেডআর ট্রেড করবে তখন যখন সে ট্রেডটি বুঝতে পারবে ।
-
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ট্রেড করার মাধ্যমে আমরা যতই লাভবান হতে থাকি ততই আমাদের ভালো লাগে । আর আমাদের সেই ভাললাগা আমাদের অাত্নবিশ্বাস বাড়িয়ে দেয় এবং এতে করে আমরা লাভবান হতে পারি । একজন ট্রেডার যখন লাভ করে তথা প্রফিট করে তখন তার মধ্য অন্যরকম একটা ভাললাগা কাজ করে যা তার আত্নবিশ্বাস আরো বাড়িযে দেয় এবং ফরেক্সের প্রতি ভালবাসাও !
-
আমরা যখন মার্কেটে লাভ করি তখন আমাদের অসম্ভব ভাললাগে আর লস করলে খুবই খারাপ লাগে।তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আমাদের এই সাফল্য ধরে রাখতে হলে মার্কেট সম্পর্কে আমাদের প্রচুর পড়াশুনা করা দরকার।পাশাপাশি ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হিসাবে প্রতিস্ঠিত করতে পারব।
-
যেকোন কাজে আমরা যখন সফল হই তখন সেই কাজটার প্রতি আমাদের আগ্রহ আরও বাড়ে এটাই স্বাভাবিক । ফরেক্স মার্কেটেও এর ব্যাতিক্রম ঘটে না । আমরা যখন মার্কেটে লাভ করি তখন আমাদের অসম্ভব ভাললাগে আর লস করলে খুবই খারাপ লাগে । তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে আমাদের এই সাফল্য ধরে রাখতে হলে মার্কেট সম্পর্কে আমাদের প্রচুর পড়াশুনা করা দরকার ।