আমার মনে হয় আসলে একাধিক একাউন্টের কোন দরকার নেই কারণ একাধিক একাউন্টে কাজ না করে তার চেযে বরং একটা একাউন্টে ভালভাবে কাজ করলে অনেক বেশি ফললাভ করা যায় আর একজন নতুন ট্রেডারের কখনো উচিৎ হবেনা একাধিক একাউন্টে কাজ করা কারণ সব একাউন্ট একত্রে সামাল দিতে কষ্ট হয়ে যাবে তাছাড়া লস হলে অনেক বেশি লসের বোঝা বহন করতে হবে তাই একটা ভাল ব্রোকারে একটা একাউন্ট নিয়ে তা থেকে অনেক লাভ করা যায় যদি আপনার একাগ্রতা আর ধৈর্য্য থাকে কারণ ফরেক্সে ধৈর্য্যশীল ব্যাক্তি দেরিতে হলেও অনেক বেশি লাভবান হয়