-
লোণ নিয়ে ট্রেড করা টা ঠিক হবেনা। যদি আপনার সব টাকা ই লস করেন তখন আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আমি মনে করি ফোরামে লিখতে থাকুন। ধিরে ধিরে চেষটা করুন তবু ভাল। ফোরাম আপনাকে অনেক কিছু শিখতে সাহাজ্য করবে ফরেক্স সন্মন্ধে। ফরেক্স মার্কেটের মুভমেন্ট সব সময় এক রকম থাকে না সুতরং কোন ভাবে যদি মাকের্ট আপনার প্রতিকূলে চলে যায় তা হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন।
-
ভাই Furkan, আচ্ছালামো আলাইকুম ওয়া রহমতুল্লাহে ওয়া বারকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনি অনেক পরামর্শ পেয়েছেন। ফলো করলে লাভবান হবেন। আমিও লোনকে অপছন্দ করি। আল্লাহ আপনার মংগল করুন। আমিন।
-
ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা তাই এখানে ইনভেস্ট করার আগে আপনাকে ভাবতে হবে আপনি ফরেক্সে কতটা দক্ষ।। তারপরো আমি বলব লোন করে ফরেক্সে ট্রেড করা মুটেও ভাল হবে না।।কারন এখানে লস করাটা খুবই সাভাবিক।। তাই আমি বলব আগে আপনি ফরেক্স শিখুন তারপর ট্রেড করার চিন্তা করুণ।।।
-
লোণ নিয়ে ট্রেড করা টা ঠিক হবেনা। যদি আপনার সব টাকা ই লস করেন তখন আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আমি মনে করি ফোরামে লিখতে থাকুন। ধিরে ধিরে চেষটা করুন তবু ভাল। ফোরাম আপনাকে অনেক কিছু শিখতে সাহাজ্য করবে ফরেক্স সন্মন্ধে। আশা করি আমরা ফোরাম থেকে আমাদের পুজিঁ সংগ্রহ করতে পারব । সূতরাং আমাদের ধার করে নিজের চিন্তার বোঝা বাড়ানোর কোন প্রয়োজন নেই।
-
আমার মনে হয় একদমই ঠিক হবে না । আপনি একটি কাজ করতে পারেন, প্রথমে একটি ল্যাপটপের ব্যবস্থা করুন ( যদি আপনার পিসি না থেকে থাকে ) । তারপর এই ফোরামে পোষ্ট করতে থাকুন । যখন মোটামুটি একটি ব্যালেন্স হবে তখন সেই ব্যালেন্স দিয়ে ট্রেডিং শুরু করুন । নিজের ডিপোজিট যত কম হয় ততই ভাল । আমরা না জেনে না বুঝে লোন নিয়ে বিনিয়োগ করাটা ঠিক হবে না। ফরেক্স আমাদের জন্য খুবই নতুন। আশা করি আমরা ফোরাম থেকে আমাদের পুজিঁ সংগ্রহ করতে পারব । সূতরাং আমাদের ধার করে নিজের চিন্তার বোঝা বাড়ানোর কোন প্রয়োজন নেই।
-
ভাই Furkan, আচ্ছালামো আলাইকুম ওয়া রহমতুল্লাহে ওয়া বারকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনি অনেক পরামর্শ পেয়েছেন। ফলো করলে লাভবান হবেন। আমিও লোনকে অপছন্দ করি। আল্লাহ আপনার মংগল করুন। আমিন।ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা তাই এখানে ইনভেস্ট করার আগে আপনাকে ভাবতে হবে আপনি ফরেক্সে কতটা দক্ষ।। তারপরো আমি বলব লোন করে ফরেক্সে ট্রেড করা মুটেও ভাল হবে না।।কারন এখানে লস করাটা খুবই সাভাবিক।। তাই আমি বলব আগে আপনি ফরেক্স শিখুন তারপর ট্রেড করার চিন্তা করুণ।।।
-
অামি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি আমি মনে করি লোন নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ঠিক হবে না কারন ফরেক্স দেখতে সহজ কিন্তু এটা অনেক কঠিন এই মার্কেটে একটু ভুল করা মানে বিশাল লসের নিছে পড়তে হবে। তাই আমাদের কে লোন নিয়ে ট্রেড করা থেকে দুরে থাকতে হবে।
-
আমার মতে লোন নিয়ে ফরেক্স করা কোন মতেই ভালো কাজ হবে না । কারণ ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা সবাই জানি যে এটা এমন একটা মার্কেট যে কোন সময়ে অনেক বেশি লস হয়ে যেতে পারে । আর লোন নিয়ে ট্রেড করলে আমরা এটা নিশ্চিত করে বলতে পারব না যে লোনের টাকাগুলো আমরা ফেরত দিতে পারব । আর এতে অনেকে হতাশ হয়ে যায় । তাই আস্তে আস্তে নিজের টাকা দিয়েই ট্রেড করা অনেক বেশি লাভজনক হবে ।
-
লুন নাকি লোন। আমার মনে হয় আপনি লোন বুঝাতে চেয়েছেন। যাই হোক, ব্যাংক থেকে লোন নিয়ে ফরেক্স করতে গিয়ে আম ছালা দুটোই হারিয়ে বসেন এ্টা এই ফোরামের কেউ চাইবে না। পোস্ট করতে আমারও কষ্ট লাগে। অনেকেই ১০ দিনে ১০০ ডলার করে। আর আমি ১ মাসে করেছি মাত্র ৩৪ ডলার । এই মাসে ১৬ দিনে পোস্ট করেছি মাত্র ১৪ ডলার । ভাই , একটু কষ্ট করেন , আগে ফরেক্স শেখেন তার পর লোন করে কোমর বেধে ফরেক্স এ নামুন।
-
ফরেক্স ব্যবসা কোন সময়েই লোন নিয়ে করা ঠিক নয় । কারণ এই ব্যবসা করতে হবে তাদেরই যারা শুধু এই ফরেক্স সর্ম্পকে সম্যক ধারণা রয়েছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অবশ্যই দক্ষতা অর্জন করব তাহলেই সফলকাম হতে পারব ।