-
স্টপ লস এবং টেক প্রফিট হলো একটি অটোমেটিক ট্রেড ক্লোজ প্রক্রিয়া যেখানে আমরা লস স্বীকার করে থাকি বা প্রফিট নিয়ে থাকি। বর্তমান প্রাইজ অপেক্ষায় ভিন্ন কোনো প্রাইজে লস স্বীকার করে নেওয়ার প্রক্রিয়ায় হলো স্টপ লস। ঠিক একই ভাবে আমরা যে স্থানে মার্কেট ক্লোজ করতে চাই সেই স্থানে অটোমেটিকভাবে ক্লোজ করার প্রক্রিয়ায় হলো টেক প্রফিট। টেক প্রফিট এর মাধ্যমে আমরা মার্কেটে উপস্থিত না থাকা থাকলেও উক্ত স্থানে যখন প্রাইজ হিট করবে তখন অটোমেটিক ভাবে ট্রেড ক্লোজ হয়ে যাবে। যার মাধ্যমে আমাদের কাঙ্খিত প্রফিট বা লস সেট করতে পারি।
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করি কিন্তু অনেকে।জানিনা কিভাবে আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করি,তাই আমি।আপনাদের বলি স্টপ লস ব্যাবহার করা মানি ম্যানেজমেন্ট সিস্টেমের একটি অংশ, তাই আমি বলি ট্রেড করার পরে কি পরিমান লস দিব তার জন্য স্টপ লস,আর কি প্রফিট করব তার জন্য টেক প্রফিট।
-
আমরা যারা ফরেক্স নতুন তাদের একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে,আর তা হল প্রতিটি স্টপ লস এবং টেক প্রফিট ইওজ করা।এ গুলা স্ট্রাটেজি ভেদে বেভিন্ন অনুপাতে ব্যবহার করা যায়। তবে আপনার সমাধান বলতে আমি যতদুর জানি , আপনি টেক প্রফিট দেয়ার পরেও যদি নির্দিষ্ট যায়গায় যাওয়ার আগেই মার্কেট নিচে নামতা থাকে তাহলে আপনি যদি ট্রেড এ এক্টিব না থাকেন তবেও কাজ করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য কয়েকটা রুরস কুব ভাল করে জানা লাগে তার মধ্যে স্টপ লস এবং টেক প্রপিট খুবই গুরুত্বপুর্ন। আমরা কোথায় স্টপ রস বসাবো এবং কোথায় টেকপ্রপিট বসাবো। কারন আমাদের উল্টা পার্টা বসালে রাবের চেয়ে লস বেসি হবে সেটাই ফরেক্স মার্কেটের নিয়ম।আমরা জানি যে টেক প্রফিত এবং স্টপ লস এই দুটি অপশন আমরা যখন ট্রেড ওপেন করি ঠিক তখন ই সেট করে নিতে হয়। তবে আপনার সমাধান বলতে আমি যতদুর জানি , আপনি টেক প্রফিট দেয়ার পরেও যদি নির্দিষ্ট যায়গায় যাওয়ার আগেই মার্কেট নিচে নামতা থাকে তাহলে আপনি যদি ট্রেড এ এক্তিভ থাকেন তাহলে তখনি আপনি আপনার ট্রেড টি ক্লোজ করে প্রফিট নিতে পারবেন।ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করি কিন্তু অনেকে।জানিনা কিভাবে আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করি,তাই আমি।আপনাদের বলি স্টপ লস ব্যাবহার করা মানি ম্যানেজমেন্ট সিস্টেমের একটি অংশ, তাই আমি বলি ট্রেড করার পরে কি পরিমান লস দিব তার জন্য স্টপ লস,আর কি প্রফিট করব তার জন্য টেক প্রফিট।