আমি প্রায় এক বছর যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেড করতেছি।আমি একজন টেক্সটাইল ইন্জিনিয়ার।আমি চাকুরির পাশাপাশি ফরেক্সে ট্রেড করি।আমি প্রথমে ৬ মাস ডেমোতে ট্রেড করে ট্রেডিং কৌশল অবলম্বন করেছিলাম।আমি প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় ফরেক্স মাকেটে কাজ করি।ধন্যবাদ
Printable View
আমি প্রায় এক বছর যাবৎ ফরেক্স মার্কেটে ট্রেড করতেছি।আমি একজন টেক্সটাইল ইন্জিনিয়ার।আমি চাকুরির পাশাপাশি ফরেক্সে ট্রেড করি।আমি প্রথমে ৬ মাস ডেমোতে ট্রেড করে ট্রেডিং কৌশল অবলম্বন করেছিলাম।আমি প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় ফরেক্স মাকেটে কাজ করি।ধন্যবাদ
:):happy:
আমি ২০১২ থেকে ফরেক্সের সাথে জড়িত।আমি এক প্রকার বলতে গেলে ফরেক্স নেশাগ্রস্ত।তাই এখনো ফরেক্স নিয়ে পড়ে আছি।ফরেক্সকে নিয়ে আমার অনেক আশা ।আপনারা আমার জন্য দোআ করবেন, যাতে করে আমি সফল ট্রেডার হতে পারি।একদিন আমি অবশ্যই সফল হবো।
:woo::rules:
আমি ফরেক্স এ আছি মাত্র একমাস ধরে।তবে আমি অনেক দিন ফরেক্স শেখার জন্য চেষ্টা করছি কিন্তু শিখতে পারিনি।আমি ফরেক্স এ একজন ভাল ট্রেডার হতে চাই ফরেক্স থেকে অনেক দক্ষ করে গরে তুলতে চাই। ফরেক্স থেকে আমার জীবন ভাল করে গরতে চাই।
আমি এই ফরেক্স ব্যবসা ৩ থেকে ৪ বছরের মত করতেছি । আমি যতটুকু বুুঝি তাতে অামার ধারণা ফরেক্স সর্ম্পকে আমি এখনো কিছু বুঝতে পারিনি । সুতরাং আপনারাও ধীরে ধীরে সাধনা করতে থাকেন তাহলে একদিন সফলকাম হতে পারবেন । সুতরাং আমরা সর্বদা এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর এই ফরেক্স ট্রেড করব । তাহলেই সফলকাম হতে পারব ।
আমি প্রায় সাড়ে তিন বছর ধরে ফরেক্স করছি। ফরেক্স আমি পেশা হিসাবে নিয়াছি। কারন আমি দেখেছি ফরেক্স থেকে মাস ৩০-৫০০০০টকার ও বেশি আয় করা যায়। এজন্য এটা আমি মন দিয়ে করি। ফরেক্স ট্রেড করে তারাতারি ভালো প্রফিট করা যায়।
আমি সম্পূর্ণরুপেই একজন নতুন ট্রেডার আমি গত কয়েকমাস ধরেই ফরেক্স ট্রেড করছি তা পুরোপুরি নয় । আর এর পাশাপাশি আমি একজন ছাত্র । তবে আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এ্খানে আসার পরে সে ঠিক কোন পথে গেলে সহজেই গন্তব্য পৌঁছাতে পারবে তার সুস্পষ্ট নির্দেশনা থাকা উচিত । কেননা এতে করে সঠিক গাইডলাইনপ্রাপ্তরা অনেক এগিয়ে যাবে এবং মুলত দেশের অর্থনীতির উন্নয়ন হবে ।
আমি ফরেক্স র্মাকেটে নতুন মাত্ৰ চার মাস হল আমি ফরেক্স যোগ দিয়েছি আপাতত একটি ফরম ও একটি রিয়েল একাউন্ট করছি ।আমার লাভ লসরে মধ্যে দিয়ে দিন কাটছে তবে আমি এর মধ্যে ৬৪ ডলার উইড্রো করেছি ।
ফরেক্সে আমি কয়েকমাস যাবত কাজ করছি অর্থাত রিয়াল মার্কেটে আমি কয়েক মাস যাবত ট্রেড করছি তবে রিয়াল মার্কেটে আসার আগে আমি ফরেক্স ট্রেডিংয়ের উপর প্রশিক্ষন নিয়েছে পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা লাভের জন্য নিয়মিত ভাবে ডেমো ট্রেডিংয়ে অনুশীলনও করেছি।
আমি প্রায় ২০১২ সালে ডিসেম্বর মাস থেকে ফরেক্স ট্রেডিং শুরু করি। এখন প্রায় সারে তিন বছর হয়ে গেছে। এখন আমার মটামটি ভালই অভিজ্ঞতা হয়েছে। ফরেক্স হছে অভিজ্ঞতার বিষয়। আপান্র যত বেশী অভিজ্ঞতা হবে তত বেশী আপনার জন্য ভালো হবে।
আমি ফরেক্স এ একদমই নতুন। ফরেক্স এর সাথে আমার পথ চলা এখনও ১ মাসও হয়নি। ফরেক্স এর পাশাপাশি আমি একজন ছাত্রী। ফরেক্স এর সাথে আমার পথ চলা কম সময়রে হলেও আমি ফরেক্স নিয়ে যথেষ্ট আশাবাদী।