forex এ এমন খিছু বিষয় আছে যা জানে একজন ট্রেড়ারের জন্য খুবই গুরুত্বপুরন।।। ফরেক্সে কাজ করার জন্য রোবট চালু করে এখন এই রোবট দিয়েই ফরেক্সে ট্রেড করা হয় এবং এর চাহিদা ইনু্যায়ি এগুলো বিক্রি করা হয়।।।।ঃ
Printable View
forex এ এমন খিছু বিষয় আছে যা জানে একজন ট্রেড়ারের জন্য খুবই গুরুত্বপুরন।।। ফরেক্সে কাজ করার জন্য রোবট চালু করে এখন এই রোবট দিয়েই ফরেক্সে ট্রেড করা হয় এবং এর চাহিদা ইনু্যায়ি এগুলো বিক্রি করা হয়।।।।ঃ
নতুন ফরেক্স ট্রেডারদের এখানে ট্রেড করার সময় অবশ্যই অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত কারন তাতে করে বড় ধরনের লসের সম্ভাবনা অনেকাংশে কুমে যায়। তবে অনেক সময় আমরা সকল কিছু ভুলে গিয়ে অনেক বেশি প্রফিটের লোভে পা বাড়িয়ে সর্বশান্ত হয়ে মার্কেট থেকে ছিটকে পরি।তাই সকলকে অনেক বেশি সাবধানতার সাথে এখানে ট্রেড করা উচিত।
ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অবশ্যই সাবধানে ট্রেড করতে হবে কারন এই মার্কেটে আসলে তাদের মাথা খারাপ হয়ে যাবে তাই তাদের কে প্রথম থেকে সাবধান হতে হবে।
ফরেক্স ট্রেডিং এর যেমন অনেক বড় ধরনের কিছু সুবিধাও রয়েছে তেমনি অনেক অসুবিধাও রয়েছে । আপনি যদি আপনার সুবিধা গুলো কাজে লাগাতে পারেন এবং অসুবিধা গুলো থেকে নিজেকে মুক্ত করতে পারেন তবে আপনি অবশ্যই ভাল করবেন বলে আমি বিশ্বাস করি । এ জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ।
আমার কাছে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য । আসলে ফরেক্স মার্কেটের অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম প্রতারনা থেকে নিজেকে রক্ষা করা । এসব প্রতারনার মধ্যে রয়েছে সিগন্যাল, রোবট, ইন্ডিকেটর বিক্রি এবং বিভিন্ন রকমের ব্যবসা ।
সাবধান করে দিয়ে আমাদের উপকার করার জন্য অনেক অনেক পরিমানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আসলে বাংলাদেশ ফরেক্স ফোরামের মাধ্যমে আমরা এভাবে অনেক উপকৃত হচ্ছি । কেননা এই ফোরাম না থাকলে এ ধরনের ভয়াবহ তথ্যগুলো জেনে আমরা সাবধান হতে পারতাম না । তাই অবশ্যই নিজে সাবধান থাকতে হবে প্রতারক থেকে এবং অন্যকেও সচেতন করতে হবে ।
ফরেক্স কে ঘীরে এখন কিছু ব্যবসা শুরু হয় গেছে। রোবট ব্যবসা, ইন্ডিকেটর ব্যবসা, আর সিগন্যাল ব্যবসা খুব বেশী চলে। ভাইরে, রোবট এর তো কিছু করার ক্ষমতা নায়। সেতো মানুষের দ্বারা। তো আপনি মানুষ হয়ে রোবট কে কেনো ফলো করবেন। এখন আসি সিগন্যাল, ভাই আর এক জনের উপর কত দিন চলবেন। নিজেই বিনামূল্যে সিগন্যাল প্রভাইড করার ক্ষমতা অর্জন করুন।
গুগোলে সারচ দিয়ে অনেক বই পাওয়া যাবে সেখান থেকে শিখুন সেখনে কোন প্রতারকের যায়গা নেই । অন্যর প্রতারনার দরকার নাই আগে ইঞ্জে শিখুন পরে কোন হিতাকাংখীর পরমরশ নিন যিনি একজন সফল ট্রেডার । তার পর সেটা নিজের শিখার সাথে পরখ করুন তবেই আসল সটিক নিরদেশনা পাবেন । প্রতারিত হবেন না ।
আমি আমার নিজের অভিজ্ঞতার থেকে নতুন দের কিছু বলতে চাই । ভুলে কখনো স্কালপিং করবেন না । এতে প্রথম দিকে দু এক দিন প্রফিট হলেও পরে এমন ধর পড়তে হয় যে সব প্রফিট একদিনেই শেষ । এটা পুরাতন্দের কাজ তারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন ।
ফরেক্স একটি অপার সম্বাবনাময় বিনিয়োগ মাধ্যম । ফরেক্স আমাদের অর্থ সামাজিক অবস্থার বিপুল পরিবর্তন ও উন্নয়ন সাধন করতে পারে । ফরেক্স এমন এক স্থান যেখানে আমরা যথাযথ প্রশিক্ষণ পেলে ও নিজের প্রবল ইচ্ছা শক্তি থাকলে ব্যাপক সাফল্য অর্জন করা সম্ভব । কিন্তু ফরেক্স এ নিজেকে দক্ষ করে তুলতে অনেক সময় ও অধ্যাবসায়ের প্রয়োজন যা আমাদের অনেকের কাছে ই নাই । তাই আমরা সহজ ও দ্রুত রাস্তা খুঁজি সফল হওয়ার জন্য আর এই সুযোগ তাই অনেক প্রতারক নিয়ে থাকে ।