-
ফরেক্স মার্কেট এ লাভ লস ট্রেডারের ট্রেড সিস্টেম এর উপর নির্ভর করে, যখন একটা ট্রেড এ প্রফিট হয় তখন ট্রেডার এর উচিত লোভ নিয়ন্ত্রন রেখে ট্রেড টা কেটে দেয়া। অধিকাংশ ট্রেডারই লোভের কারনে ট্রেড কেটে না দেয়ায় তাদের অনেক বড় লস হয়। তাই প্রথমত লোভ নিয়ন্ত্রন নিয়ন্ত্রন করতে হবে।
-
ব্যবসা করতে গেলে লাভ লস দুইটাই আছে। ব্যবসায় সব সময় লাভ হবে বিয়টি এমনা মাঝে মাঝে লস হওয়াট স্ভিবিক। কিন্তু লসটা কিন্তু এমনি এমনি হয়না এর পিচনে অনেক কারণ থাকে, কারণ ফরেক্স লস তখনই করে যখন ট্রেডার ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না রেখে ট্রেড করে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড করে, মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করে।অতি লোভ করে ট্রেড করে। আসলে লসের কারণ কিন্তু আমরা নিজেনাই, আমরাই যদি একু সচেতন হয়ই জয়ত লস এডানো যাবে।
-
লস আসলে বিভিন্ন কারনে হয়ে থাকে। যেমন তাড়াহুড়ো করে ট্রেড ওপেন করা। মার্কেটের গতি সঠিকভাবে খেয়াল না করে ট্রেড ওপেন করা। অধিক লাভবান হওয়ার জন্য একই কারেন্সিতে বার বার ট্রেড করা। ইত্যদি। আপনার লস হয়েগেলে যে ফরেক্স খারাপ হয়েগেল তা কিন্তু নয়। হয়তোবা আপনার ভুল এর জন্য লস হয়েছে অন্যরা সবাই তো লাভ করছে ফরেক্স থেকে।
-
ফরেক্স ট্রেডে লাভ লস থাকবেই। তাই বলে লসের ভয়ে বসে থাকলে হবে না। একজন ট্রেডারের ভুল সিদ্ধান্তের কারনেই মুলত লস হয়ে থাকে। তাই লসের পরে মাথা গরম না করে ঠান্ডা মাথায় লসের কারন খুজে বের করতে হবে। কি কারনে বা কোন ভুলের কারনে আপনার লস হল। সব সময় ধৈর্য্য ধরে ট্রেড করুন। লোভ হতে দুরে থাকুন। আশা করা যায় আপনি আপনার লস কাটিয়ে উঠতে পারবেন।
-
আমি একবার ৫০০ ডলার লস করেছিলাম অনেক কারাপ লাগছিল মনে হইছিল আর ফরেক্স মার্কেট এ টেড করব না । কিছু দিন গাপ দেবার পর আবার শুরু করছি এখন আবার লাভ হছে এত বড় লস হবার মত টেড আর আমি করি না । খুব বুজে টেড করলে বেশির ভাগ টেড লাভ এ বন্দ হই তাই আপনার উচিত বুজে টেড করা আর লাভ করা ।
-
ফরেক্স হতে যদি আপনি লাভ করেন তবে এটা কার য্যেগতা নিশ্চয আপনার ঠিক তেমনী যদি এখানে লস করের সেটাও হবে আপানার অয্যোগতার কারনে । ফরেক্সে ৯৯% ঝুকি এটা জেনেই আপনি এখানে এসেছেন এত ঝুকি হতে কিভাবে আপনি প্রভিট করবেন এটা আপনাকে নির্ধারন করতে হবে। এখানে লাভ লস দুটোই আছে লস করলে ভেঙ্গ পড়া যাবেন আবার শুরু করার মত মানষিকতা থাকতে হবে। আর আমদের এমন ভাবে জিপোজট করতে হবে যে তা লস হলেও আবার জিপোজিট করতে পারি পূর্বের ভূল সংষোধন করে প্রফিট করতে পারি।
-
ভাই ফরেক্স মাকেটে লাভ করা যেমন সহজ তেমন লস করাও সহজ আপনি মাত্র একটা ভুলে আপনি লস করতে পারেন | ফরেক্স মাকেটে যদি আপনি পরিশ্রম করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন আপনাকে অভিগতা আপনাকে আয় দিবে আর আপনার ভুল আপনাকে লাারপস করাবে | আমি মনে করি আপনি ফরেক্স মাকেটে আগে অভিগতা অজন করেন তারপর আপনি ফরেক্স মাকেট করেন |
-
অনেক কষ্ট লাগল।কোন দক্ষতা ছাড়া ট্রেড করা কখনও উচিত নয়। মানুষ মাত্রই ভুল হয়। তবে নিজের ভুল ফরেক্সকে দেওয়া ভাল না। ফরেক্স-এ কোনো লোভ করা উচিত নয়।
-
মানুষের মন সব সময় একরকম থাকে না। যখন সে প্রফিট করেছিল ভেবেছিল ফরেক্স এ লস আর হবে না। কিন্তু লস এবং লাভ ফরেক্স এ কিছুই নিশ্চিত বলা যায় না। আমরা ট্রেড সেটাপ পেলে তাতে প্রফিট হওয়ার বেশি সম্ভবনা থাকে। লস করলে নেতিবাচক কথা বলবে এটা মানুষের একটা অন্যতম অভ্যাস।
-
ভাই ফরেক্সে এমন অনেকেই আছেন যারা লাভ করলে ভাল আর লস খেলে সেটা মেনে নেয়ার এবিলিটি থাকেনা তাদের। এখানে মুলত তাদেরকেই লুজার বলা হয়ে থাকে। কেননা তারা তাদের অতিরিক্ত লোভের কারনে এবং মানি ম্যানেজম্যান্ট ফলো না করার কারনে এরকম চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। সুতরাং এখানে বিজনেস করে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে এবং মানি ম্যানেজম্যান্ট ফলো করে নিজেকে, সামনে যাতে বড় কোন ধরনের লস না হয় সেদিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে।