আমাদের দেশের অনেক মানুষ এখনো ফরেক্স কে ভয় পায়। কারন অনেকে ভাবে এটা আসলে জুয়া খেলা। কিন্তু এটা তাদের ভুল ধরনা। অনেকে নে জেনে শুনে এই রকম ভুল কথা বলে থাকে। আগে ফরেক্স সমপরকে ভাল ভাবে জানতে হবে। র সবাই কে ফরেক্স এর ভাল দিক্টা তুলে ধরতে হবে।
Printable View
আমাদের দেশের অনেক মানুষ এখনো ফরেক্স কে ভয় পায়। কারন অনেকে ভাবে এটা আসলে জুয়া খেলা। কিন্তু এটা তাদের ভুল ধরনা। অনেকে নে জেনে শুনে এই রকম ভুল কথা বলে থাকে। আগে ফরেক্স সমপরকে ভাল ভাবে জানতে হবে। র সবাই কে ফরেক্স এর ভাল দিক্টা তুলে ধরতে হবে।
ফরেক্স ট্রেডিংয়ে নতুনদের আসার পূর্বে অবশ্যই অনেক বেশি ট্রেডিং দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে হবে কারন এখানে সঠিক সিদ্ধান্ত যেমন আপনাকে অনেক বেশি সফলতার দিকে নিয়ে যেতে পারে ঠিক তেমনি একটি ভূল সিদ্ধান্ত যেকোনো সময় আপনাকে ফতুর করে দিতে পারে। সেই কারনে নতুন ফরেক্স ট্রেডারদের ট্রেডিং জ্ঞানের উপর অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি।
আমাদের শেষে ফরেক্স সমরকে অনেক ভুল ধারনা আছে। বেশির ভাগ মানুষ ফরেক্স কে জুয়া খেলা মনে করে। আমি অনেক ভেবে চিন্তে দেখে শুনেই ফরেক্স শুরু করছি। জুয়া খেলা আর ফরেক্স রাত দিন তফাত। এই ভুল ধাওরনা ছেরে দিয়ে সবাই কে বুঝাতে হবে সঠিক জিন্সটা।
ফরেক্সে ট্রেডারদের সং্খ্যা দিন দিন বাড়ছে।। ফরেক্সের প্রতি মানুষের আগ্রহের ষেশ নেই।। তাই নতুনদের ফরেক্স সেখাতে পারলে দেশের অর্থ নিতির অনেক ভাল হবে।। আমাদের দেশে অনেক বেকার যুবক আছে যারা শিক্ষিত হোয়ার পরেও বেকার বসে আছে তারা ফরেক্স সিখতে পারলে দেশের বেকারত্ব সমস্যা অনেক কমে যাবে।। এবং দেশের অর্থ নিতির পরিবর্তন আসবে।।।
আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল বেকারত্ব সমস্যা।। আমাদের দেশের হাজার হাজার সিক্ষিত বেকার যুবক আছে যারা ফরেক্স ট্রেডিং সিখে নিজের অবস্থার পরিবর্তন করতে পারে।। ফরেক্স ট্রেডিং করে নিজের ও দেশের আর্থিক অবস্থার উন্নয়ন করে বেকারত্ব দুর করে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারে।। এর জন্য আমাদের নতুন্দের উতসাহিত করা উচিৎ।।
ফরেক্স সম্পর্কে নতুন ট্রেডারদের উৎসাহ প্রদান করলে তারা ট্রেড করতে আরও আগ্রহী হবে বলে আশা করি। কারন কোন কাজে যদি উৎসাহ/ উদ্দীপনা না থাকে থাহলে আনন্দ পাওয়া যায় না। নতুন ট্রেডার যারা আছেন তাদের সাধারনত ফরেক্স সম্পর্কে জ্ঞান অল্প থাকে তাই তাদের ফরেক্স সম্পর্কে আরো ভালোভাবে বুঝাতে হবে এবং আগ্রহ সৃষ্টি করতে হবে এতে তারা ট্রেডে সফলতা পাবে মনে করি।
প্রতিটা বিজনেসে লাভ লস থাকে ফরেক্স বিজনেস ও এমন লাভ লস নিয়ে ব্যবসা তাই নতুনদের জন্য বলতেছি যখন ফরেক্স মার্কেট লস হয় তখন মন খারাপ না করে আপনার ভুল গুলো খুজেবের করুন লস রিকবার করার চেস্টা করুন আর ট্রেড নেওয়ার আগে অবশ্যই ধৈর্য সহকারে মার্কেট এনালাইসিস করে ট্রেড করুন।
আসলে একটা সময় এদেশে ফরেক্সের কোনো অস্তিত্বই ছিল না। আস্তে আস্তে এখানে ট্রেডাররা আসতে শুরু করে। এখন টুকটাক ছড়িয়ে যাচ্ছে ফরেক্স। আসলে এটা সম্ভব হচ্ছে আমরা যারা ফরেক্সে ঢুকেছি তারা অন্যদের উৎসাহিত করছি। ফরেক্সের কাজ নিজে আগে ভালো ভাবে শিখে তারপর অন্যদের ও ফরেক্স শিখতে উতসাহিত করি।
আমাদের সব সময় উচিত হবে নতুনদের উৎসাহিত করি তাহলে অবশ্যই আমরা উপকৃত হবে । সুতরাং আমরা সব সময় এই ট্রেড ব্যবসা করে নতুনদেরকে উৎসাহ প্রদান করে থাকব তাহলে আমরা এবং নতুনরা উপকৃত হবে বলে আশা করা যায় । অতএব আমরা এই ট্রেড ব্যবসা করার জন্য সবাইকে উৎসাহিত করে থাকব ।
ফরেক্স সম্পরকে আমাদের মানুষের কিছু ভুল ধারনা আছে। ফরেক্স কে অনেক জুয়া খেলা মনে করে। ফরেক্স আসলে ঠিক তা নয়। এখানে শিক্ষার বিশয় আছে। কিন্তু আমরা সঠিক জিনিস না জেনে নতুন দের করার জন্য আগ্রহী করে তুলতে পারি না।