সবারিই একটি পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা মাফিখ কাজ করা। আমি আগামী বছরে যাতে ২০০০ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারি সেইভাবে ট্রেড করে যাচ্ছি। ট্রেড শূধু করলেই হবে না ট্রেড করাটা কতটুকু যুক্তিসঙ্গত হলো সেটা্ও বিবেচনা করতে হবে।
Printable View
সবারিই একটি পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা মাফিখ কাজ করা। আমি আগামী বছরে যাতে ২০০০ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারি সেইভাবে ট্রেড করে যাচ্ছি। ট্রেড শূধু করলেই হবে না ট্রেড করাটা কতটুকু যুক্তিসঙ্গত হলো সেটা্ও বিবেচনা করতে হবে।
আমি কি নতুন ফরেক্স এর ট্রেডিং শুরু করেছি। এখনো তেমন কোন ওয়ার্নিং করা হয়নি যার কারণে আমি এখন শিওর ভাবে কোন কথা বলতে পারবো না যে বছর শেষে আপনার কত টাকার পরিমানের ব্যালেন্স থাকবে।
আমি তো ফর্মে একদমই নতুন তাই আমার এখনো কোনো ব্যালেন্স হয় নাই তবে আমি আশা করছি এই বছর এই ফর্মের বোনাস থেকে 1000 ডলার পর্যন্ত একটি বোনাসের আশা করতেছি এবং কঠোর পরিচালন করতেছি এই ফর্মের বোনাসের জন্য তবে একটি জিনিস বলতেই হয় আমি যতটুকু রোজগারের জন্য কাজ করছি তার থেকে বেশি এখানে শিখতে পারতাছি।