-
ভাইয়া অপেক্ষা করেন সময়মত পেযে যাবেন। কারন সবুরে মেওয়া ফলে। আর এই ব্যবসাতে টিকে থাকার একটা নীতি হলো এখানে আপনাকে প্রচুর ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। তাই একটু ধৈর্য ধরুন মাসের শুরুতে বোনাস না পেলে মাসের ১৫ তারিখের মধ্যেই পেয়ে যাবে। হয়তোবা কোন কারনে এটা দিতে বিলম্ব হচ্ছে কর্তৃপক্ষের।
-
ফোরামে পোষ্ট করে আমরা বোনাস পাই। তবে এখন বোনাস দেওয়ার পদ্ধতি টা একটু পরির্বতন হয়েছে।ফোরামের অন্যসদস্যদের লাইকের ওপর ভিত্তি করে আপনার বোনাস আসবে।তাই হয়তো একটু সময় লাগছে।তাছাড়া প্রতিমাসের১-৭/১৫তারিখের মধ্যে বোনাস আসে। তাই চিন্তা করার কোনও কারণ নাই। একটু দেরী হবে হয়তো তবে বোনাস আসবে।এটা নিয়ে চিন্তা করেননা
-
ভাই বোনাস নিয়ে একদম চিন্তা করবেন না। সময় হলে সেটা পেয়ে যাবেন, আর তাতেও যদি কোন প্রকার সমস্যা মনে হয় আপনার তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে হয়তোবা আপনি সহজেই এর সমাধান পাবেন। যাই হোক আমি এই মাসের বোনাস যথাসময়ে পেয়েছি।
-
আসলে আমার মনে হয় আপনি যে আইপি নাম্বার দিয়ে ইন্সটা ফরেক্স এ পাকিস্তান ফোরাম করেছেন এবং বাংলা ফরেক্স ফোরাম সেই আইপি নাম্বারেই করেছিলেন যার কারনে আপনার বেলেন্স আসে নি। তবে ইন্সটা ফরেক্স এর বাংলা ফোরামের বোনাস আমার একাউন্টে আই মাসে এসেছে।
-
বাংলা ফোরামে আমি কাজ করছি প্রায় দুই মাস হল । প্রথম মাসে কোন সমস্য ছাড়াই বোনাস পেয়েছি । অার এই বোনাস অনেক বেশি কাজে দিচ্ছে আমার ট্রেডিং শিখার ক্ষেত্রে । তবে আমার জানা মতে বাংলা ফোরামে বোনাস না পাওয়ার কথা নয় । কারণ ফরেক্স মার্কেটে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ফরেক্স ফোরাম অনেক অবদান রাখছে । এখান থেকে বের হচ্ছে বিশ্ব সেরা ফরেক্স ট্রেডাররা । তাই আমি মনে করি যে ফোরামের কোন সমস্য হলে সম্মানিত মডারেটরের সাথে কথা বলতে পারেন ।
-
এখানে ফরেক্স ট্রেডিং এবং অন্যান্য ব্যবসায়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে মূলত এটি এমন একটি ব্যবসায় যেখানে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার লাভ এবং ক্ষতির পরিমাণ প্রতিটি প্রতিদানের ক্ষেত্রে কী হওয়া উচিত এটি এমন এক যেখানে আপনি কোনও চাপ বা প্রয়োজনীয়তা ছাড়াই নিজের সুবিধামত বাণিজ্য করতে পারবেন আপনার ট্রেডিং সম্পর্কে জ্ঞানবান হওয়া বাদে
-
ফোরাম থেকে বোনাস না পাওয়ার কোন কথা নয় । আমার মনে হয় আপনি একই এ্যকাউন্ট দিয়ে দুইটি ফোরামের বোনাস নেওয়ার চেষ্টা করছেন॥ আর তাই যদি করে থাকেন তাহলে আপনার বোনাস পাওয়ার কোন সম্ভাবনা নেই বরং আপনার এ্যকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি । বোনাস দিয়ে ট্রেডিং করে যদি আমরা প্রফিট করতে পারি তাহলে সেই প্রফিট উঠাতে পারি,ফোরামের যে কোন সমস্যাদি মোডারেট এর সাথে কন্টাক্ট করতে পারেন।
-
বাংলা ফোরাম থেকে বোনাস না পাওয়ার কোন কথা নয় । আমার মনে হয় আপনি একই এ্যকাউন্ট দিয়ে একাধিক ফোরামের বোনাস নেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি forex-bangla ফরমে কাজ করে থাকেন তাহলে আপনার পোষ্টের জন্য প্রতিমাসে 7 থেকে 15 তারিখের ভিতরে বোনাস দিয়ে দিয়েন থাকেন ফরেক্স ফ্রম। সেক্ষেত্রে আপনার যদি অনেক সময় লেট হয় তাহলে 21 তারিখের মধ্যে দিয়ে দেয়। এবং অনেক সময় একসাথে দুই মাসের বোনাস দিয়ে থাকে ইদানিং এই সমস্যা গুলা হচ্ছে কিন্তু আগে এ ধরনের কোন সমস্যা হতো না কারণ আগের প্রতি মাসের 7-15 তারিখের ভিতরে বোনাস দিয়ে দিত।
-
বর্তমান ইনস্টা ফরেক্স ব্রোকার হাউজ বোনাস যেমন অধিকতর সময় অতিক্রম করে দিচ্ছে ঠিক তেমনি বোনাসের পরিমাণ তুলনামূলক অনেক কম এছাড়াও লাইক এর বোনাস এর ক্ষেত্রে বর্তমানে এটি সম্পুর্ন উঠিয়ে দিয়েছে যার কারণে অনেক ট্রেডার বোনাস এর অভাবে রিড করতে পারছে না আবার অনেকেই সম্পূর্ণরূপে ফরেক্স ট্রেডিং বন্ধ করে দিয়েছে এমন একটি সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি এই সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য দ্রুত একটি পদক্ষেপ গ্রহণ করা খুব জরুরি
-
আমার মনে হয় বোনাস না পাওয়ার কোন কারন নেই । আপনি এক একাউন্ট একাধিক ফোরামে ব্যবহার করবেন না । তাহলে আপনার একা্উন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আপনি দরকার হলে নতুন একাউন্ট করে ফোরামে সংযুক্ত করতে পারেন ।এই বোনাস অনেক বেশি কাজে দিচ্ছে আমার ট্রেডিং শিখার ক্ষেত্রে । তবে আমার জানা মতে বাংলা ফোরামে বোনাস না পাওয়ার কথা নয় । কারণ ফরেক্স মার্কেটে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ফরেক্স ফোরাম অনেক অবদান রাখছে । এখান থেকে বের হচ্ছে বিশ্ব সেরা ফরেক্স ট্রেডাররা ।