সবারই শুরুটা যেন ভালো হয় তাহলেই দ্রুত আয় করে সফলকাম হওয়া সম্ভব । আমাদের ফরেক্স মার্কেটে অবশ্যই ধৈর্য্যের সহিত এই ব্যবসা করতে হবে । যদি আমরা এই ব্যবসা করে দক্ষতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব ।
Printable View
সবারই শুরুটা যেন ভালো হয় তাহলেই দ্রুত আয় করে সফলকাম হওয়া সম্ভব । আমাদের ফরেক্স মার্কেটে অবশ্যই ধৈর্য্যের সহিত এই ব্যবসা করতে হবে । যদি আমরা এই ব্যবসা করে দক্ষতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই সফলকাম হওয়া সম্ভব ।
আপনার ফোরামে শুরু করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন।আশা করি ফোরামে নিয়ম মেনে পোস্টিং করবেন ফলে আমরাও আপনার সাহায্য পেয়ে উপকৃত হতে পারি। ভালো ভালো পোস্টিং করবেন এবং আপনার পোস্টে আমরা অনেক কিছুই জানতে পারবো এবং অনেক কিছুই শিখতে পারবো ইনশাল্লাহ।
ফরেক্সে ট্রেড করার আগে অবশ্যই ভাল ভাবে বুঝে সুনে বাজার আনালাইসিস করে ট্রেড করলে আপনি ভাল লাভ করতে পারবেন।। আমি মনে করি ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।।। তাই ভেবে চিন্তে ট্রেড না করলে লস করার সম্ভাবনা থেকেই যাবে।।।।
আসলে যে কোন ব্যবসার প্রথম শুরুটা যদি ভাল হয় তবে সব ভাল হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে। তাই শুরুটা করা উচিত।
সব ভাল তার শেষ ভাল যার। তাই শুরুটা ভাল মানে আমাদেরকে শেষ অবধি টিকে থাকতে হবে। সফলতা দিয়ে আমাদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করে গড়ে তুলতে হবে। তাই যত দুঃখ পরানে সয় , তার সবই সয়ে যাব নিরবে। ফরেক্স শুধু তোমারি কারনে। জয় ফরেক্স। জয় ট্রেডিং মার্কেট।
ফরেক্স ফোরাম আমাদের মত স্টুডেন্ট দের জন্য আশিরবাদ সরুপ।। আমরা অনেকিই আছি যাদের ইনভেস্ট করার মত ডলার নেই।। আমাদের সেই অভাব দুর করার জন্য ফরেক্স ফোরাম আমাদের জন্য ফোরাম বোনাস এর সুবিধা দিয়েছে
।।।।
আমার শুরুতে ভাল হয়েছিল তবে গতকাল লস হয়েছে তাই একাউন্টে টাকা কম ছিল তবে সাপ্তাহ শেষে এক ডলার লাভে আছি। আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স থেকে ভাল আয় করতে পারব।
আমিও ফরেক্সে সাথে সম্পৃক্ত হয়েছে বেশ কিছুদিন হল । কিন্ত আমি সম্পূর্ণ অজ্ঞ ছিলাম ফরেক্স সম্পর্কে যার কারণে আমি অত ভেবে চিন্তে ফরেক্সে আসিনি । তবে এখন বুঝতে পারছি যে ফরেক্স হচ্ছে অন্যরকম একটা জগত । তাই এখানে আসার সিদ্ধান্ত কোনভাবেই খারাপ ছিলনা । তবে অভিজ্ঞদের সহোযোগিতা আরো সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে ।
ফরেক্স একটা লাভজনক ব্যাবসা । সবাই আসা করে যেন সে অন্য সবার থেকে কম লস খায় । তার মানে হলো লাভের পরিমান যেনো বেশি হয় । প্রতিটি ব্যাবসাতে লাভ লস থাকবেই ।
ইনভেস্ট এর শুরুতে ভাল লাভ করতে পারলে খুশির পরিমান সব থেকে বেশি হয় । এবং ট্রেড এর প্রতি ইন্টারেস্ট আরো বেশি হয় । তবে আমি আমার প্রথম ইনভেস্ট কিন্তু প্রথম ১৫ মিনিটেই লস করে ০.০০ করে ফেলেছিলাম । তার পর অবশ্য আবার ইনভেস্ট করে প্রফিট করে ছিলাম।
ফরেক্স মার্কেট থেকে ভালভাবে ইনকামের জন্য আমরা অনেক এনালাইসিস করে ট্রেডিং করে থাকি, যদি কোন ফরেক্স ট্রেডার ট্রেডিং করার শুরুতে ভাল করে থাকে,পরে তার জন্য অনেক ভাল।