-
ফরেক্স মার্কেটে একাদিক পেয়ারে ট্রেড করার ভাল এবং খারাপ দুইদিকই রয়েছে । আমার মতে ফরেক্স মার্কেটে একাদিক পেয়ারে ট্রেড *না করাই ভাল । *মার্কেটে আপন যদি কিছু সীমিত পেয়ারে ট্রেড করেন তাহলে আপনি উক্ত পেয়ারের উপর দ্রুত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন । একাদিক পেয়ারে করলে তা সম্বব নয় ।
-
ভালো এন্ট্রি পেলে আপনি যেকোন পেয়ারে ট্রেড করে প্রফিট করতে পারেন কোনো ব্যাপার না। তবে জোড় করে কখনও এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না। তবে অধিকাংশ সময় চেষ্টা করবেন নির্দিষ্ট কিছু পেয়ারের ট্রেড করার। এতে করে ট্রেড সম্পর্কে যত ভাণো ধারনা তৈরী হবে তা অন্য অচেনা পেয়ারে কখনই সম্ভব হতে পারেনা।
-
একাদিক পেয়ারে ট্রেড করা ভাল।কারণ আপনি যদি একটি পেয়ারে ট্রেড করেন এবং ট্রেড যদি লসে যায় তাহলে সেই পেয়ারে লস যাবে।কিন্তু একাদিক পেয়ারে ট্রেড করলে হয়ত দেখবেন সব পেয়ার এক সাথে লসে যাবে না।এতে রিস্ক কমে আসবে।আর আমরা চেষ্টা করলে প্রত্যেক পেয়ারে ভাল স্ট্রাটেজি প্রয়োগ করতে পারি।
-
আসলে ভাল খারাপ নির্ভর করবে একজন ট্রেডার ট্রেড দিতে কি পরিমাণ দক্ষ তার উপর । আপনি যদি যথার্থ দক্ষ হন এবং ট্রেডের ব্যাপারে পুর্বের যথেষ্ট ভাল অভিজ্ঞতা আছে তবে সে ক্ষেত্রে আপনি একাধিক ট্রেড ওপেন করতে পারেন নিজস্ব জ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে । আবার একজন নতুন ট্রেডারের কখনই উচিত হবে না একসাথে একাধিক ট্রেড ওপেন করা কেননা এতে লসের সম্ভাবনা বেশি ।
-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
:) ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
আমি এই বিষয়ে তেমন জানি না।তবে আপনাদের কাছে জেনে ভালো লাগলো।আসলে আমি এভাবেই কিছু কিছু করে শিখতে চাই।
-
আমি মনেকরি,, একাধিক পেয়ারে ট্রেড করা উচিৎ নয়।। একাধিক পেয়ারে ট্রেড করলে আপনার ট্রেডিং দক্ষতার মধ্যে গরমিল শুরু হতে পারে।। ফরেক্স করার জন্য যে কোনো দুইটি পেয়ার ঈ যথেষ্ট।।
-
কারেন্সি পেয়ারে ট্রেড না করে ৩ থেকে ৪ টি পেয়ার এর এনালাইসিস করে যে পেয়ার ভাল মনে হবে সেই পেয়ারে ট্রেডিং করতে হবে,যাতে ফরেক্স মার্কেট হতে আমরা ইনকাম করতে পারি,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করার জন্য কম পেয়ারে এনালাইসিস করে ট্রেডিং করা অনেক ভাল।
-
মারকেট এনালাইসেস অনুযায়ী ট্রেড উপযোগি যে কোন পেয়ারে ন ট্রেড করারমত জ্ঞান একজন ট্রেডারের থাকা ভাল । তবে একসাথে কয়েকটি পেয়ারে ট্রেড দিলেই লস হতে পারে । তাই একসাথে ২ টি পেয়ারের সাথে ট্রেড করা যেতে পারে ।