আমার কাছে ফরেক্স মার্কেট টাই বাড়তি সুবিধা মনে হয়।আপনি চিন্তা করে দেখুনতো উন্নত বিশ্ব যেখানে ব্যবসা করছে আমি আপনিও সেখানে সমান সুযোগ পাচ্ছি এটা কি আপনার কাছে বাড়তি সুবিধা মনে হয়না।এই মার্কেটের আর একটা বাড়তি সুবিধা হল এটা মুক্ত এবং স্বাধীন পেশা।আপনি ঘরে বসেই যখন ইচ্ছা হবে ফরেক্স করতে পারেন কোন বাধাধরা নিয়ম নাই।এই মার্কেট এ আপনি অতটা ইংলিশ না জানলেও তেমন প্রবলেম হয়না।ফরেক্স মার্কেট এ আমার কাছে আরেকটা ভালো সুবিধা হল আপনি ইমভেস্ট না করেও এখানে ব্যবসা করে আয় করতে পারবেন।এজন্য নিয়মিত আপনাকে ফোরাম পোস্ট করতে হবে এবং ওই ফোরাম হতে প্রাপ্ত বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারবেন।ফরেক্স মার্কেট এ সুবিধার শেষ নেই এখানে আপনি সব ধরনের সুবিধা পাবেন।