-
যেকোন নিয়ম মানার ক্ষেত্রেই অবশ্যই তা ডেমোতে অনুশীলন করে নেবেন । ডেমো ট্রেডিং আমাদের বিভিন্ন রকম স্ট্রাটিজি পরীক্ষা করার জন্য খুবই উপকারী এবং কার্যকরী একটি মা্ধ্যম । আপনার পদ্ধতিতে আমি মনে করি লাভবান হওয়ার সম্ভাবনা রযেছে ।তবে একটি অসুবিধাও রয়েছে আর তা হল লস করলে বড় রকমের লস হবে ।
-
একসাথে অনেকগুলো ট্রেড ওপেন করা হয় তবে এ ক্ষেত্রে সে সমস্যটা সবচেয়ে বেশি হয় তা হল নিজের মধ্য অস্থিরতা কাজ করে । আর তখন অনেকে এমন আছে যে জোশে হুশ হারিয়ে ফেলে ! আসলে অনেকগুলো ট্রেডে নিজের টেনশন যেমন বাড়ে তেমনি লসের সম্ভাবনা অধিক থাকে । তাই ধীরে সুস্থে বিশ্লেষণপুর্বক একটা ট্রেড করাই সবচেয়ে ভাল ।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার সময় ডিপোজিটের ১০% রিস্ক নিয়ে ট্রেডিং করতে পারলে একাউন্ট জিরো হবেনা,তার সাথে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে প্রতিবার ট্রেড করার সময়,,ফরেক্স মার্কেটে না বুঝে লোভে পড়ে অনেক ট্রেড অপেনিং করে থাকি কম ব্যালেন্স নিয়ে তাই আমাদের একাউন্ট জিরো হয়ে যায়।
-
আপনি যখনই ট্রেড ওপেন করেন ঠিক তখনই মার্কেট আপনার বিপক্ষে চলে যায়। আপনি যদি যথাযথো ভাবে ট্রেডিং কৌশলগুলো ভাল ভাবে আয়েত্ত করে সে মত ট্রেড করতে পারেন এবং ট্রেড ওপেনের পূর্বে ভাল করে মার্কেট অ্যানালাইসিস ও মানিম্যানেজমেন্ট করে নেন তা হলে আপনি লসের পরিবর্তে লাভ করতে পারবেন। সবচেয়ে বড় কথা যে আপনি ডেমোতে প্রাকটিস করবেন। ফলাফল পেলে রিয়েলে ট্রেড করবেন। এটাই ট্রেডের সার্থকতা। ডেমো করলেই আপনার অভিজ্ঞতার ভান্ডার পরিপূর্ণ হবে একমাত্র দক্ষতায়।
-
অল্প বিদ্যা কখনো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে পারেনা । যে সব মানুষ অল্প বিদ্য দ্বারা কাজ করে তারা কখনো কাজে সফলতা পায়না । ধরুন একজন ডাক্তার অল্প বিদ্যা অর্জন না করতেই যেমন একজন রোগিকে অপারেশন করতে পারবে না , ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ট্রেডার কখনো অর্থ্যাৎ অল্প বিদ্যা অর্জন কারী ফরেক্সে সফল হতে পারবে না । ফরেক্স সফল হতে লাগে অনেক বেশি ধৈর্য এবং পরিশ্রম ।
-
এক সাথে অনেকগুলো ট্রেড নেওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। আপনি হয়তো মনে করেন বেশী ট্রেড করলে বেশী লাভ করা। আমাদের সব সময় একটা কথা মনে রাখা উচিত যে যে ট্রেড করি না কেন ট্রেশ যে কোন দিকে যেতে পারে। তাই কম রিস্ক নিব লস ও কম খাবো।
-
আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্টের দিকে লক্ষ রাখতে তাহলে এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতো না। আপনার ব্যালেন্স এর তুলনায় যদি আপনার লট এর সংখ্যা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে মার্জিন কল খাওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী সঠিক মার্কেট এনালাইসিস করে তারপর লট সংখ্যা নির্ধারণ করে মার্কেটে এন্ট্রি নেন দেখবেন আপনার ব্যালেন্স 0 হবে না এবং প্রফিট অর্জন করতে পারবেন। অযথা একাধিক ট্রেডিং না করে যদি আপনি শুধুমাত্র একটি কারেন্সি পেয়ারঃ ভালোমতো এনালাইসিস করে ভালো ব্যালেন্স নিয়ে এবং ভালো লোট নিয়ে এন্ট্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি প্রফিট অর্জন করতে পারবেন অধিক ট্রেডিং করার থেকে।
-
আমরা একসাথে অধিক লাভের আশায় অনেকগুলো ট্রেড ওপেন করি।কিন্তুু একবারও ভাবিনা যদি ট্রেডগুলো আপনার বিপক্ষে যায় তাহলে আপনার একাউন্টের অবস্থা কি হবে।তাই আমাদের উচিত অতিরক্ত লাভে আশায় অভার ট্রেডিং না করা।তার চাইতে একটি ভালো পজিশন খুজে নিয় বড় লটের ট্রেড করাই আমাদের উচিত।আর ভাই আপনি একটি কার্যপোগী সিন্ধান্ত নিয়েছেন।আপনার সিন্ধান্তের জন্য ধন্যবাদ জানাই , কোন টা লসে কোন টা লাভে কোনটা ক্লজ করব ইত্যাুদি এলোমেলো লাগে। তাই লসের সম্ভবনাই বেশি থাকে ্ । আর একটা ট্রেড ওপেন থাকলে প্রতিকুলে গেলেও ৫০-১০০ পিপস পর পর নতুন এন্ট্রি নেওয়া যায় ।
-
ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক ব্যাবসা এই ব্যাবসা করতে হলে আমাদের অনলাইন সম্পর্কে জানা থাকতে হবে। যেকোন নিয়ম অনুসরন করার আগে সেটা ডেমোতে প্রেকটিস করতে হবে তাহলে রিয়াল মার্কেটে ভুল হবে না সেটা ডেমো করার মাধ্যমে সংশোধন করা যাবে। রিয়াল মার্কেটে আসার আগে আমাদের কে এক বছর ডেমো প্রেকটিস করতে হবে। আপনার যে পরিমান ইনবেস্ট করবেন সে পরিমান ডলার নিয়ে ট্রেড করতে হবে।তাই কখনই শিক্ষানবিশ অবস্থায় একাধিক পেয়ারে ট্রেড করবেন না এবং একাউন্টের ব্যালেন্স গুলো খুব দ্রুত শূন্য করার জন্য লাফালাফি করবেন না৷
-
ট্রেড ওপেন থাকলে প্রতিকুলে গেলেও ৫০-১০০ পিপস পর পর নতুন এন্ট্রি নেওয়া যায় । ফরেক্স মার্কেটে না বুঝে লোভে পড়ে অনেক ট্রেড অপেনিং করে থাকি কম ব্যালেন্স নিয়ে তাই আমাদের একাউন্ট । কম ব্যালেন্স নিয়ে তাই আমাদের একাউন্ট জিরো হয়ে যায় । ওভার ট্রেডিং এ কারনে ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডার লস করে ।
মতামত পড়ে বুঝলাম আমাদের যেকোন নিয়ম অনুসরন করার আগে সেটা ডেমোতে প্রেকটিস করতে হবে তাহলে রিয়াল মার্কেটে ভুল হবে না সেটা ডেমো করার মাধ্যমে সংশোধন করা যাবে। রিয়াল মার্কেটে আসার আগে আমাদের কে এক বছর ডেমো প্রেকটিস করতে হবে। আপনার যে পরিমান ইনবেস্ট করবেন সে পরিমান ডলার নিয়ে ট্রেড করতে হবে।একটি ট্রেড যে কয়দিন ওপেন করছি লাভ হয়েছে ৫০ ডলার এর মতো. কিন্তু একটি ট্রেড এ এত লাভ ভেবে একসাতে ৫ টি ট্রেড ওপেন করি অনেক লাভ আর আশায়। কিন্তু ১ ঘন্টার মধ্যে আমার একাউন্ট ০ ডলার হয়ে যাই. তাই ভাই এমন ভুল কখনো করবেন না. একটি ট্রেড করবেন লাভবান হবেন.
-
অনেকগুলো ট্রেড নেওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। আপনি হয়তো মনে করেন বেশী ট্রেড করলে বেশী লাভ করা। আমাদের সব সময় একটা কথা মনে রাখা উচিত যে যে ট্রেড করি না কেন ট্রেশ যে কোন দিকে যেতে পারে। তাই কম রিস্ক নিব লস ও কম খাবো।
নতুন শিক্ষানবিস ট্রেডারদের জন্য একাধিক পেয়ারে ট্রেড করা কখনোই ভালো নয়৷যেহেতু আমি নতুন শিক্ষানবিস অবস্থায় আছি তাই একটি পেয়ারেই খুব ধীরে ধীরে অল্প লটে ট্রেড করা সর্বোত্তম হবে৷এক্ষেত্রে লসের ঝুঁকি কম থাকে আর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করার জন্যও যথেষ্ট সুযোগ থাকে৷তারপর কিছু অভিজ্ঞতা হয়ে গেলে তখন দুইটি বা তিনটি পেয়ারে ট্রেড করা যেতে পারে৷আসলে দুই বা ততোধিক পেয়ারে ট্রেড করা নির্ভর করে সম্পূর্ণই আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর৷আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা যতই বৃদ্ধি পাবে আমরা ততই নিখুঁতভাবে অ্যানালাইসিস করতে পারব৷আর তখনই আমরা যেকোন পেয়ারে ট্রেড করার যোগ্যতা অর্জন করতে পারব৷তাই কখনই শিক্ষানবিশ অবস্থায় একাধিক পেয়ারে ট্রেড করবেন না এবং একাউন্টের ব্যালেন্স গুলো খুব দ্রুত শূন্য করার জন্য লাফালাফি করবেন না৷
-
ফরেক্স মার্কেটে ওভার ট্রেডিং অত্যান্ত খারাপ অভ্যাস।ওভার ট্রেডিং এ কারনে ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডার লস করে।আমরা একসাথে অধিক লাভের আশায় অনেকগুলো ট্রেড ওপেন করি।কিন্তুু একবারও ভাবিনা যদি ট্রেডগুলো আপনার বিপক্ষে যায় তাহলে আপনার একাউন্টের অবস্থা কি হবে।তাই আমাদের উচিত অতিরক্ত লাভে আশায় অভার ট্রেডিং না করা।তার চাইতে একটি ভালো পজিশন খুজে নিয় বড় লটের ট্রেড করাই আমাদের উচিত।আর ভাই আপনি একটি কার্যপোগী সিন্ধান্ত নিয়েছেন।আপনার সিন্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।