ফরেক্স মার্কেটে সফলভাবে কাজ করার জন্য ইমোশনকে টোটালি 0% নিয়ে আসতে হবে। অর্থাৎ ফরেক্সে ইমোশন দিয়ে কাজ হয় না বা সফল হওয়া যায় না এখানে ব্রেন খাটিয়ে কাজ করতে হয় এবং সফলতা দক্ষতার ওপর নির্ভর করে অর্জন করতে হয়। ইমোশন দিয়ে ট্রেড করলে লসের সম্ভাবনাই বেশি। তাই আমাদেরকে ইমোশনকে টোটালি এভোয়েট করতে হবে। সঠিক এন্ট্রিপয়েন্ট নির্ধারণ করে নিয়ে সঠিক লটে ট্রেড করতে হবে এবং ট্রেড ধরার পরে ইমোশনকে টোটালি কবর দিয়ে দিতে হবে।