-
মার্কেট ভিউ সকলের নিকট গ্রহণ যোগ্য.এবং সময় ভিত্তিক মার্কেট এর পজিশন কেমন ছিল তাও এইখানে সুন্ধরভাবে দেয়া থাকে.এই কারেন্সী পেয়ার এর এই সুবিধাগুলোর কারণেই সকল ত্রাদের দের এই চার্ট পছন্দের কারণ। লাইন চার্ট,বার চার্ট এবং কেন্ডেলস্টিক চার্ট তার কেন্ডেলস্টিক চার্ট আমার কাছে অনেক ভাল লাগে কারন এই চার্ট দিয়ে মার্কেটে নির্দিস্ট টাইমে আপ এবং ডাউন দেখা যায় অন্য চার্ট গুলোতে সহজে বুঝা যায় না।
-
আমি সবচেয়ে ক্যান্ডেল সটীক চার্টে ট্রেড করতে ভালবাসি ।কারন এটি ফরেক্সে সবচেয়ে জনপ্রিয় ।অনেকে শুধু মাত্র ক্যান্ডেল সটীক চার্ট দেখে ট্রেড করে এবং ভাল আয় করতে পারে ।এটি প্রায় ৮০ ভাগ সময় সঠিক সিগ্ন্যাল দেয় ।
-
ফরেক্স এ চার্ট দেখেই টেকনিক্যাল এনালাইসিস করা যায়। মার্কেট চার্ট কয়েক ধরনের আছে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জাপানিজ ক্যান্ডলস্টিক। আমি মূলত জাপানিজ ক্যান্ডলস্টিক ব্যবহার করে ট্রেড করি। আর এই জাপানি ল্যান্ডলস্টীক এর দ্বারা মার্কেট এ বাই এবং সেলার এর অসবন্থা বুঝা যায়।
-
ফরেক্স মার্কেটে উল্লেখিত তিন ধরনের চার্টের মধ্যে কোন চার্টটি সবথেকে বেশি তথ্যবহুল সে সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। কারণ আমি এখন পর্যন্ত সব সময় ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করে ট্রেডিং করে থাকি। তাই অন্য দুটি চার্ট সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারব না। তবে সবগুলো চার্ট ব্যবহার করে ট্রেডিং করেছেন এমন কেন ট্রেডার থাকলে তাকে অনুরোধ করছি এই সম্পর্কে তাঁর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। যাতে করে আমরা ও সুফল ভোগ করতে পারি।
-
ফরেক্সে তিন ধরনের চার্ট থাকে , যথাঃ- লাইন চার্ট,বার চার্ট ও ক্যান্ডেলস্টিক চার্ট । এই তিনটি চার্টের মধ্যে কোন চার্টটি বেশি তথ্যবহুল এবং কোন চার্টটি ফলো করে ট্রেড করলে বেশি প্রফিট করা সম্ভব?
-
উল্লেখ্যযোগ্য এদের মধ্যে হচ্ছে লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেল স্ট্রিক চার্ট। আর এই চার্ট গুলোর মাধ্যমে আমরা সাধারণত বেশি তথ্যবহুল জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছি। এবং এগুলোর মাধ্যমে আমরা সাধারণত অধিক বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছি। আপনার অন্য কোন এ্যানালাইসিস দরকার নেই শুধু মাত্র এই ক্যান্ডেলস্টিক নিয়ে এ্যানালাইসিস করুন। দেখবেন তাতেই আপনি সফল হতে পারবেন। শুধু মাত্র এই একটি এ্যানালাইসিসের মাধ্যমেই।
-
নির্ভর করবে আপনার ট্রেডিং এর পদ্ধতি অনুসারে । আপনি যদি সাপোর্ট রেসিস্ট্যান্স কে প্রধান্য দিয়ে ট্রেড করেন তাহলে আপনাকে অবশ্যই ক্যান্ডেল অথাব বার চার্ট ব্যাবহার করতে হবে । কেননা লাইন চার্ট শুধু ক্লোজিং প্রাইস দেখায় । আবার যদি আপনি মার্কেট এর ট্রেন্ড এর উপর নির্ভর করে ট্রেড করেন তাহলে অবশ্যই লাইন চার্ট ব্যাবহার করবেন এতে মার্কেট এর ট্রেন্ড বুঝতে সুবিধা হয় । তবে সবচেয়ে বেশি পরিমানে তথ্য দেয় বার চার্ট । বার চার্ট এবং ক্যান্ডেল প্রায় একই রকম তথ্য দেয় কিন্তু এদের মধ্যে একটু সুবিধা আছে । যেমন বার চার্টে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস সহজেই বোঝা যায় যা ক্যান্ডেল এ বোঝা নতুনদের জন্য কষ্ট সাধ্য ।ক্যান্ডেল স্টিক চার্ট বেশি এনালাইসিস করার চেষ্টা করতেছি।আমি জানি ক্যান্ডেল স্টিক চার্ট যদি আমি ভাল ভাবে এনালাইসিস করে নিজের ভিতরে নিতে পারি তাহলে আমি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ভাল আয় করতে পারবো।কারন ক্যাল্ডেল স্টিক ৮০% সময় সিগনাল সঠিক প্রদান করে।তাই আমাদের সকলের উচিত বেশি বেশি ক্যান্ডেল স্টিক নিয়ে এনালাইসিস করা।
-
ফরেক্স মার্কেটে তিন ধরনের চার্ট আছে । লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডল স্টিক চার্ট । এই তিনটি চার্টের মধ্যে ক্যান্ডল স্টিক চার্ট প্যাটর্ন বেশি তথ্যবহুল এবং জনপ্রিয়। অনেক ট্রেডার আছেন যারা শুধু ক্যান্ডর স্টিক চার্ট দেখে ট্রেড করে ভার প্রফিট করে থাকে।ক্যান্ডেল স্টিক চার্ট বেশি এনালাইসিস করার চেষ্টা করতেছি।আমি জানি ক্যান্ডেল স্টিক চার্ট যদি আমি ভাল ভাবে এনালাইসিস করে নিজের ভিতরে নিতে পারি তাহলে আমি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ভাল আয় করতে পারবো।কারন ক্যাল্ডেল স্টিক ৮০% সময় সিগনাল সঠিক প্রদান করে।তাই আমাদের সকলের উচিত বেশি বেশি ক্যান্ডেল স্টিক নিয়ে এনালাইসিস করা।ফরেক্স ট্রেড করে থাকে তারা সাধারনত এই ক্যান্ডেলস্টিক চার্টই বেশি ব্যবহার করে থাকে। আপনার অন্য কোন এ্যানালাইসিস দরকার নেই শুধু মাত্র এই ক্যান্ডেলস্টিক নিয়ে এ্যানালাইসিস করুন। দেখবেন তাতেই আপনি সফল হতে পারবেন। শুধু মাত্র এই একটি এ্যানালাইসিসের মাধ্যমেই আপনি অনেক বেশি আয় করতে পারবেন।
-
তিন ধরনের চার্ট এর মধ্যে ক্যান্ডেলস্টিক চার্ট বেশি তথ্যবহুল।এইটি মার্কেট ভিউ সকলের নিকট গ্রহণ যোগ্য।এবং সময় ভিত্তিক মার্কেট এর পজিশন কেমন ছিল তাও এইখানে সুন্ধরভাবে দেয়া থাকে।এই কারেন্সী পেয়ার এর এই সুবিধাগুলোর কারণেই সকল ত্রাদের দের এই চার্ট পছন্দের কারণ। তাছাড়াও অনেক বহির টুল প্রয়োগ এর ক্ষেত্রে এই চার্ট সুবিধাজনক।
-
একটি চার্টের তথ্যগততা ব্যবসায়ীর পছন্দ এবং বিশ্লেষণ শৈলীর উপর নির্ভর করে। ক্যান্ডেলস্টিক চার্ট তাদের বিস্তারিত মূল্য তথ্য এবং প্যাটার্ন স্বীকৃতির জন্য জনপ্রিয়। লাইন চার্ট দীর্ঘমেয়াদী প্রবণতা একটি সরলীকৃত দৃশ্য প্রদান করে. বার চার্ট আরও ডেটা অফার করে তবে দৃশ্যত জটিল হতে পারে। রেনকো এবং পয়েন্ট এবং ফিগার চার্ট দামের গতিবিধির উপর ফোকাস করে। ব্যবসায়ীরা প্রায়শই ব্যাপক বিশ্লেষণের জন্য চার্ট প্রকারের সংমিশ্রণ ব্যবহার করে।