-
আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করে আপনাকে সেভাবেই মানি ম্যানেজমেন্ট করতে হবে। সবসময় নির্দিষ্ট একটি লটে ট্রেড করতে হবে, রিস্ক রেশিও মেইনটেইন করে ট্রেড করতে হবে, ওভার ট্রেডিং থেকে বিরত থাকতে হবে, স্টপলস টেকপ্রফিট সেট করে ট্রেড করতে হবে এসবই মানি ম্যানেজমেন্টের অংশ।
-
1 Attachment(s)
বাইরে থেকে আসছি mt4 খুলে দেখি কোন ট্রেড নাই। আরে ট্রেড না থাকলে কি ভালো লাগে। একটা রেনডম পেয়ার খুলে নিলাম একখান বাই। আরে গোল্ড তো অনেক উপরে উঠছে, মারি একটা সেল। তারপর ট্রেড যখন লসে যাওয়া শুরু করলো তখন বিভিন্ন গ্রুপে সবার এনালাইসিস দেখা আর মন্তব্য ভাই এটা করে নাগাদ নামবে, আর ওদিকে দিনকে দিন রানিং লস ২অংক থেকে ৩অংকে উকি দিচ্ছে। এরকম ঘটনা যারা ট্রেডিং জগতে আছি তাদের বেশিরভাগের জীবনে হয়েছে। কারো কম আবার কারো বেশি। আবার কেউবা এখনো এই চক্র থেকে বেরই হতে পারে নি। বিশাল একটা অন্ধকার চক্র। যেখানে আমরা ট্রেড খোলার পর সেটি একটা ভালো এমাউন্ট লসে যাবার পর এনালাইসিস, এক্সপার্ট অপিনিয়ন খুজি। ভালো সেটআপ বা কনফার্মেশন ছাড়া যে কোন পেয়ারে এন্ট্রি নেয়াই বোকামি- এই সরল কথাটা কেন জানি আমরা মাথায় বেশিদিন রাখতে পারি না। ফলাফল মার্কেটে বড়সড় মুভ হলে সবাই হা হুতাশ শুরু করি। ট্রেড অপেন করার আগে সেটার রিস্ক কত % থাকবে সেটা ঠিক না করে ধরেই নেই ট্রেড প্রফিটেই যাবে। আজ না হয় কাল। আসুন না এখন থেকে ট্রেড নেবার আগে রিস্ক ১% হিসাব করে ট্রেড নেই, ট্রেন্ডের পক্ষে থেকে ট্রেড নেই। তাহলে মার্কেট আসমানে যাক অথবা জমিনে কোন রকম চাপ অনুভব করবেন না। ট্রেন্ডের পক্ষে থাকলে কোন ভয় নাই। আর বিপক্ষে যদি কখনো পড়েই যান তাহলে যখনি বুঝতে পারবেন তখনি বের হয়ে যাওয়া উত্তম। ১ঃ২ রিস্ক রিওয়ার্ড এ ১% পার ট্রেড রিস্ক থাকলে মাসে ৩ টা ট্রেডেই ৬% আইসা পড়ে! মানুষজন লোভের ঠেলায় সামলাইতে পারে না আর রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখতে পারেনা! ১০০ ডলার ডিপোজিট করে মাসে ১০০ প্রফিট চায় এটাই সমস্যা!
[attach=config]11789[/attach]
-
মানি ম্যানেজম্যান্ট কিভাবে করবো
একজন সফল ট্রেডার হতে গেলে মানি ম্যানেজমেন্ট মেনে চলা খুবই জরুরী। আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে ফরেক্স থেকে খুব দ্রুতই আপনি ছিটকে যাবেন। তাই ফরেক্স থেকে প্রফিট করতে হইলে ও ফরেক্সে পেশা হিসেবে গ্রহণ করতে হলে আপনাকে যথোপযোগী মানি ম্যানেজমেন্ট মেনে চলা ও সেট করা সম্পর্কে ধারণা থাকতে হবে।
-
ফরেক্স মার্কেটের জন্য মানি ম্যনেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি। কেননা এই মার্কেটে আপনি যদি সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট করতে না পারেন তাহলে আপনি বেশি দিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে ট্রেড করার ক্ষেত্রে আপনার ব্যালেন্স অনুযায়ী রিস্ক নিতে হবে, প্রোপার টেক প্রফিট স্টপ লস সেট করতে হবে। অতিরিক্ত লাভের আশায় বা দ্রুত বড়লোক হওয়ার চিন্তায় মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা কখনোই ভালো কিছু বয়ে আনবে না।
-
বাংলা টাকায় বলি, দরুন ডলারের দাম ৮০ টাকা, এর দাম কমে ৬০ টাকায় আসলো। আপনি আপনার পুজি এতো পরিমানে রাখতে হবে দরুন ডলারের দামে কমে ৪০ টাকায় আসলেও আপনার পুজি খালি হবে না উল্টো ৪০ টাকা থেকে ডলার কিনে ৬০ টাকায় বিক্রি করে লাভ করার মাধ্যম কে স্ট্রং মানিমেনেজমান্ট বলা হয়।
-
মানি ম্যানেজমেন্ট প্রথমে আপনি আপনার মানি অনুযায়ী ট্রেড করতে থাকুন মানি যেমন 10 ডলার অনুযায়ী আপনি এক লটের পরিমাণ ট্রেড করুন ' মোটকথা আপনার ডলার যে পরিমাণ হবে সে অনুপাতে আপনাকে ট্রেড করতে হবে' মনে রাখতে হবে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ বিজনেস তাই এখানে খুবই সাবধানে সাথে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ব্যবসা পরিচালনা করতে হবে '
-
ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন একটা বিষয় হল মানিম্যানেজমেন্ট । আমরা অনেক টাকা ফরেক্সে বিনিয়োগ করি এবং সেখান থেকে লাভ প্রত্যশা করি । তবে বিনিয়োগকৃত টাকাকে যথার্থ খাটিয়েই আমাদেরকে প্রফিট অর্জন করতে হয় । ফরেক্স মার্কেটে যে বিনিয়োগ করবেন তার যথার্থ ব্যবস্থাপনাই হল মানিম্যানেজমেন্ট । আপনার প্রত্যশিত লাভ নির্ভর করবে কতটা বিচক্ষণতার সাথে আপনি মানিম্যানেজমেন্ট করেছেন তার উপর।
-
আপনার একাউন্ট ব্যালান্স অনুযায়ী ট্রেড নির্ধারণ.ট্রেড এর লট নির্ধারণ,লিভারেজ নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো মানি ম্যানেজমেন্ট এর অন্তরভুক্ত.এইসব বিষয়গুলো আপনি সঠিকভাবে করতে পারলে আপনার মূলধন এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যাবে। অর্থ্যাৎ অর্থের যে যত ভালো ব্যবস্থাপনা করতে পারবে সে তত বেশি দ্রুত লাভবান হতে পারবে । কারণ এখানে অর্থেরই খেলা । অর্থ দিয়েই আমরা ভালো কিছু করতে পারি ।
-
আপনার একাউন্ট ব্যালান্স অনুযায়ী ট্রেড নির্ধারণ।ট্রেড এর লত নির্ধারণ।লিভারেজ নির্ধারণ ইত্তাধি বিষয়গুলো মানি ম্যানেজমেন্ট এর অন্তরগত।এইসব বিষয়গুলো আপনি সঠিকভাবে করতে পারলে আপনার মূলধন এর সুষ্ঠু বেবহার নিশ্চিত করা যাবে।তানাহলে আপনার একাউন্ট ব্যালান্স কিভাবে কোন খাতে বেবহার হয়ে গেছে আপনি নিজেও বলতে পারেবননা।
-
ফরেক্স মার্কেট এ আপনি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করলে ফরেক্স মার্কেট এ বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনাকে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আর লাভ করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে । মানি ম্যানেজমেন্ট হল আপনি একটা ট্রেড এ আপনি আপনার অ্যাকাউন্ট কতটা ব্যবহার করবেন।অর্থ্যাৎ অর্থের যে যত ভালো ব্যবস্থাপনা করতে পারবে সে তত বেশি দ্রুত লাভবান হতে পারবে । কারণ এখানে অর্থেরই খেলা । অর্থ দিয়েই আমরা ভালো কিছু করতে পারি । তাই সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন ।
-
ফরেক্সের পুরো বিষয়টা অর্থের উপর নির্ভরশীল তাই এখানে মানি মেনেজমেন্ট এর বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনি ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই মানি মেনেজমেন্টকে প্রধান্য দিতে হবে।
-
আমি মনে করি প্রতিটা টেডে ২% রিক্স নিয়ে টেড করা উচিৎ।তাতে ভাল একটা মানি ম্যানেজমেন্ট হয়।
-
ফরেক্স মার্কেটের জন্য মানি ম্যনেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি। কেননা এই মার্কেটে আপনি যদি সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট করতে না পারেন তাহলে আপনি বেশি দিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। অন্যকোথায় জমা রাখবেন তাহলে আরো বেটার হবে।সঠিক মানি ম্যানেজমেন্টই আপনাকে সফলতা দিতে পারবে তাই সঠিক এনালাইসিস করে ভাল একটা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করুন।
-
ফরেক্স এ ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে যত মানি ম্যানেজমেন্ট এ অভিজ্ঞ সে তত লাভবান হবে। আপনার ব্যালেন্স এর উপর নির্ভর করেই মানি ম্যানেজমেন্ট করতে হবে। আপনি যদি ভালোভাবে বা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে আপনি যতই ব্যালেন্স নিয়ে ফরেক্সে ট্রেড করতে আসেন না কেন আপনার ব্যালেন্স একসময় ধীরে ধীরে জিরো হয়ে যাবে। আপনার ব্যালেন্স এর উপর লক্ষ রেখেই লিভারেজ নির্ধারণ করতে হবে।মানি ম্যানেজমেন্ট এর মূল শর্ত হচ্ছে আপনার মোট ব্যালেন্সের তিনভাগের দুইভাগ ফ্রি মার্জিন নির্ধারণ করতে হবে এবং বাকি একভাগ ইনভেস্ট করতে হবে। অতিরিক্ত লাভের আশায় বা দ্রুত বড়লোক হওয়ার চিন্তায় মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা কখনোই ভালো কিছু বয়ে আনবে না।
-
মানি ম্যানেজমেন্ট কিভাবে করবো?
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের একাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী । একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনাকে দূর করে দিবে। ট্রেড দেয়ার আগে একাউন্ট রেশিও হিসেব করে ট্রেড দেয়া উচিৎ । কিভাবে এ প্রক্রিয়াগুলো সুন্দর ভাবে করা যায়। তবে ফরেক্সে যে যত বেশি কাজ করবে সে তত বেশি অভিজ্ঞতা অর্জন করবে।
-
মানি ম্যানেজমেন্টটা ফরেক্সে আসলেই খুব দরকারি একটা জিনিস। এই জিনিসটা ঠিকমত না বুঝলে ফরেক্সে বেশিদিন টিকে থাকা প্রায় অসম্ভব। আপনি যত ভালো ট্রেডার হোন না কেন যত ভালো এনালাইসিস করতে জানেন নামানি ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে আপনি প্রতিটি ট্রেডের জন্য কি পরিমান পিপস বরাদ্দ রাখতে চান।
-
আমরা যে স্ট্রেটিজি ব্যবহার করি না কেন আমাদের সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করা উচিত। কারন ফরেক্স এ যত ভালো স্ট্রেটিজি ব্যবহার করা হোক না কেন মানি ম্যানেজমেন্ট না থাকলে মার্কেট এ টিকে থাকা যাবে না। টোটাল ব্যালেন্স এর সর্বোচ্চ ৫% এর বেশি রিস্ক আমি নেই না। এতে একাউন্ট অনেক নিরাপদ থাকে।
-
আমাদের ফরেক্স মার্কেট ব্যলেন্স বেশী থাকলে মানি মেনেজমেন্ট করতে খুব ভালো হয়। কেননা যদি ৫০০ ডলার থাকলে একাউন্ট অল্প রিস্ক নিলেও যে পরিমান লাভ আসবে তাতে সন্তুষ্ট থাকা যাবে। কিন্তু কম ব্যলেন্স থাকলে মানি মেনেজমেন্ট মেনে যে লাভ আসবে তাতে আমাদের নেট বিল ও আসবে না।
-
মানিম্যানেজমেন্ট বলতে আমি যেটা বুঝি তা হল ফরেক্সে বিনিয়োগকৃত অর্থের যথার্থ ব্যবহার করা । অর্থ্যাৎ অর্থের যে যত ভালো ব্যবস্থাপনা করতে পারবে সে তত বেশি দ্রুত লাভবান হতে পারবে । কারণ এখানে অর্থেরই খেলা । অর্থ দিয়েই আমরা ভালো কিছু করতে পারি । আপনি বেশি বেশি ফরেক্স মার্কেটে সম্পর্কে ভাল করে পরাশুনা করার পর আপনি নিনেই বুঝবেন কিভাবে আপনি মানি মেনেজমেণ্ট করবেন। তাওবে আমি মনে করি।
-
মানি ম্যানেজমেন্ট করার কিছু নিয়ম রয়েছে । যেমন :
(১) লিভারেজ নিয়ম অনুযায়ী নিতে হবে ।
(২) লোভকে সামলাতে হবে ।
(৩) লট কম নিতে হবে ।
(৪) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(৫) কিছু ডলার স্কিলে অথবা অন্য কিছুতে জমা রাখতে হবে ।
-
মাসে টোটাল ইক্যুইটির ১০% প্রপিট টার্গেট করলে আপনার ট্রেডিংয়ের চেহারাই বদলে যেতে পারে। মাসে ১০% প্রপিট মানে বাৎসরিক ১২০% রিটার্ন। যদি তাতেও আপনার না হয়, তাহলে রিস্কি এন্ট্রি/ ওভার লট/ওভার ট্রেড করার আগে ভেবে দেখুন জগতের এমন কোন ব্যবসা আছে যেখানে বছরে টাকা দিগুণ হয় একটা একাউন্ট এই থিউরিতে কয়েকটা বছর ট্রেড করে দেখুন তারপর দেখুন ম্যাজিক। হ্যাপি ট্রেডিং
-
প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত।
-
আমি মনে করি আপনার একাউন্ট ব্যালান্স অনুযায়ী ট্রেড নির্ধারণ.ট্রেড এর লট নির্ধারণ,লিভারেজ নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো মানি ম্যানেজমেন্ট এর অন্তরভুক্ত.এইসব বিষয়গুলো আপনি সঠিকভাবে করতে পারলে আপনার মূলধন এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যাবে.তানাহলে আপনার একাউন্ট ব্যালান্স কিভাবে কোন খাতে ব্যবহার হয়ে গেছে আপনি নিজেও বলতে পারেবননা.
-
ফরেক্স ট্রেডিং করে একাউন্ট জিরো করে নাই *এমন ট্রেডার খুজে পাওয়া যায় না।আমি ও বেশ কয়েকবার জিরো করছি। তাই যারা নতুন ট্রেডিং শুরু করবেন তাদের প্রতি আহবান,যদি দৈঘ্যমেয়াদী ফরেক্স *এ থাকতে চান তাহলে নিজস্ব একটা প্যান ও মানি-ম্যানেজম্যান্ট মাস্ট।একটা কথা মনে রাখবেন মার্কেট ট্রেন্ড ফলো করে মানি-ম্যানেজম্যান্ট ঠিক করে ট্রেড ওপেন করলে খুব বেশি লোকশান হবার সম্ভাবনা নাই।
-
মানি ম্যানেজমেন্টই পারে একটি একাউন্টকে টিকিয়ে রাখতে।আর মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের একাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী একটি বিষয়।একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনাকে দূর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রেড দেয়ার আগে একাউন্ট রেশিও হিসেব করে ট্রেড দেয়াই হলো মানি ম্যানেজমেন্ট এটাই আমি বিশ্বাস করি।তাই আমাদের সকলের উচিত ট্রেড করার আগে অবশ্যই সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা।
-
1 Attachment(s)
[ATTACH=CONFIG]15121[/ATTACH]
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে একটি বিস্তারিত মানি ম্যানেজমেন্ট যে কোন ফরেক্স ট্রেডার এর ট্রেডিং প্ল্যান এর ভিতরে থাকা উচিত।একটি পরিপূর্ণ মানি ম্যানেজমেন্ট এর ভিতরে যেসব দিকনির্দেশনা থাকা উচিতঃলস মেনে নেয়া যাবে না এমন অর্থ নিয়ে ট্রেড করা যাবে না।মানি ম্যানেজমেন্ট এর একদম প্রাথমিক নিয়ম হল ট্রেড এর ক্যাপিটাল দৈনন্দিন খরচের টাকা, লোন নেয়া টাকা, ভাড়া অথবা অন্যান্য প্রতিদিনের খরচের ইত্যাদি হতে পারবে না। ট্রেডিং এর জন্য শুধু সেই টাকা নিতে হবে যা দিয়ে কোন ঝুকি নেয়া যায়। যদি দৈনন্দিন খরচের টাকা ট্রেডিং এ ইনভেস্ট করা হয় তাহলে লস হলে ট্রেডার এর উপরে একটা অতিরিক্ত মানসিক চাপ পড়ে।এরকম মানসিক চাপের ভিতরে থেকে ট্রেডার ভালো ট্রেডের ব্যাপারে এনালাইসিস করতে পারে না।প্রতি ট্রেডে কত পরিমান রিস্ক নেয়া হবে সেটা মানি ম্যানেজমেন্ট এর আরেকটি মুল বিষয়। প্রত্যেক ট্রেডারের হিসাব করা উচিত ট্রেড নেয়ার আগে যে ওই ট্রেডে তার কত লস হতে পারে এবং লাভ হলে সেটাও কত হতে পারে। উদাহরণস্বরূপ কিছু ট্রেডার ১:২ ঝুকি মুনাফা রেশিও ব্যাবহার করে যদি ট্রেড করে তাহলে সে ১ ইউনিট রিস্ক নিচ্ছে ২ ইউনিট প্রফিটের জন্য। তাছাড়া অন্য ট্রেডাররা যদি ৩ ইউনিট প্রফিট এর জন্য ১ ইউনিট ঝুকি নেয় তাহলে ঝুকি মুনাফার রেশিও হবে ১:৩।যেই ট্রেডে মুনাফার পরিমাণ বেশি হবে সেই ট্রেড গুলো খুজে বের করলে ভাল ভাল ট্রেডের সুযোগ পাওয়া যায়। এরপরে ট্রেডার তার ক্যাপিটাল এর কত টুকু ঝুকি নিবে তার উপরে মনযোগ দিবে। এ ছাড়া মারজিন লেভেল ও লিভারেজ এর উপরেও এই রেশিও নির্ভর করে। যদি কোন ভালো সুযোগ আসে তাহলে এই ক্ষেত্রে একটু বেশি রিস্ক নেয়া যায় বেশি প্রফিটের জন্য।
-
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের একাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী একটি বিষয়।একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনাকে দূর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কে ট্রেড করার পূর্বশর্ত বলা যেতে পারে। পেয়ার নির্বাচন, ট্রেড নির্ধারণ, ব্যালেন্স অনুযায়ী লট নির্ধারণ, লিভারেজ, মার্জিন এই সবগুলোর সুষ্ঠুভাবে নির্বাচন এবং নির্ধারণ করে নিয়ে ট্রেড করলে আপনার ব্যালেন্স সেভ থাকবে একাউন্ট সেভ থাকবে।
-
ফরেক্স ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়্। আপনি ফরেক্স মার্কেটে এসে যদি মানি ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন তাহলে ইনকামের আশা করতে পারেন।আর মানি ম্যানেজমেট ঠিক করতে না পারলে আপনি মার্কেট থাকার যোগ্যতা হারাবেন।আপনার ব্যালেন্স এর উপর লক্ষ রেখেই লিভারেজ নির্ধারণ করতে হবে।মানি ম্যানেজমেন্ট এর মূল শর্ত হচ্ছে আপনার মোট ব্যালেন্সের তিনভাগের দুইভাগ ফ্রি মার্জিন নির্ধারণ করতে হবে এবং বাকি একভাগ ইনভেস্ট করতে হবে। সর্বশেষে আমি মনে করি যে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যে যত বেশি অভিজ্ঞ সে ততো ভালো কিছু পাবে।
-
মানি ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে আপনি প্রতিটি ট্রেডের জন্য কি পরিমান পিপস বরাদ্দ রাখতে চান। মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কম ঝুঁকি নিয়ে ট্রেড করা। কিংবা কম ঝুঁকি নিয়ে ট্রেড করার নাম ই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটা হতে পারে লিভারেজ 1:20 লিভারেজ1:10 । আপনি যদি মনে করেন লিভারেজ 1:20 লিভারেজ 1:10 দিয়ে আপনার অ্যাকাউন্ট নিরাপদ তাহলে আপনার জন্য লিভারেজ 1:20 লিভারেজ 1:10 ই ঠিক আছে। আবার যদি মনে করেন আপনি প্রতিদিন ১ টা ট্রেড করবেন , ১টা ট্রেড কড়লে আপনার অ্যাকাউন্ট নিরাপদ তাহলে এটাও মানি ম্যানেজমেন্ট। অথবা আপনি যদি মনে করেন ঠিক ভাবে শিখার আগ পর্যন্ত আপনি সপ্তাহে ১টা ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট নিরাপদ এটা ও আপনার জন্য মানি ম্যানেজমেন্ট। এসকল বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মেনে করতে পারি তাহলে আমাদের মূলধন এর সুষ্ঠু ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে পারবো । তা নাহলে আমাদের একাউন্টের ব্যালেন্স কিভাবে,কোন খাতে ব্যবহার হয়ে গেলো সে সম্পর্কে আমরা নিজেরা ও বলতে পারবো না। তাই আমাদের উচিত প্রতিটি ট্রেডের পূর্বে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করা ।
-
মানি ম্যানেজমেন্টই পারে একটি একাউন্টকে টিকিয়ে রাখতে।আর মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের একাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী একটি বিষয়।একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনাকে দূর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রেড দেয়ার আগে একাউন্ট রেশিও হিসেব করে ট্রেড দেয়াই হলো মানি ম্যানেজমেন্ট এটাই আমি বিশ্বাস করি।তাই আমাদের সকলের উচিত ট্রেড করার আগে অবশ্যই সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা।একাউন্ট ব্যালান্স অনুযায়ী ট্রেড নির্ধারণ.ট্রেড এর লত নির্ধারণ,লিভারেজ নির্ধারণ ইত্তাধি বিষয়গুলো মানি ম্যানেজমেন্ট এর অন্তরগত। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনাকে দূর করে দিবে। লিভারেজ এর নিয়ম মেনে লোভ সামলিয়ে কম লত এ ট্রেড করলে একাউন্ট ঝুঁকিতে পরবে না। ভাল ট্রেডিং নির্ভর করে মানি ম্যানেজমেন্ট এর উপর।