-
ফরেক্স একটি ব্যবসা। আর এমনই একটি ব্যবসা যা কিনা আপনাকে সর্বোচ্চ সুযোগ ও সুবিধা দিয়েছে।আপনি এটা ফুল টাইমও করতে পারেন আবার পার্ট টাইমও করতে পারেন। দিন রাত ২৪ ঘণ্টার যে কোন সময়ে আপনি এটা করতে পারেন।আর ফরেক্স এতটাই সুবিধা দিয়েছে আপনাকে যা কিনা এই ব্যবসা করতে আপনার বাড়ির বাইরে যেতে হয় না। কারো কোন কথার বা কাজের উপর নির্ভর হতে হয় না।তাই আপনি আপনার সময় মত পার্ট টাইম বা ফুল টাইম ফরেক্স করতে পারেন বলে আমি মনে করি।
-
ফরেক্স পার্ট টাইম ফুল টাইম ডিফেন করে করে ট্রেডারে ইচ্ছার উপর । এখানে ফরেক্স কর্তৃক কোন নির্ধারিত নিয়ম নেই । চাইলে আপনি পার্ট টাইম চাইলে ফুর টাইম করতে পারেন । কোন সমস্যা নেই । তবে আমি মনে করি ফুল টাইম করাই ভাল । কারন একক মনে যে কাজ করা হয় সে কাজের সফলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।
-
ফরেক্স কে আপনি ফুল টাইম বা পার্ট টাইম যে কোন ভাবেই নিতে পারেন,কারন ফরেক্স করার মূল উদ্বেশ্য হল এখান থেকে অর্থ উপার্যন করা,আপনি যদি অন্য কোন পেশার সাথে সংস্লিষ্ট থাকেন তাহলে বলব আপনি পার্ট টাইমার হিসাবে ফরেক্স করেন,কেননা প্রর্থমে যদি ফুল টাইম কাজ শুরু করেন তবে মানুষিক ভাবে দুর্বল হয়ে যেতে পারেন,তাছাড়া ফরেক্স থেকে ভাল আয় করার জন্য বেস দক্ষতার প্রয়োজন হয়,যেটা ছাড়া ফুল টাইম কাজ করেও ভাল ফল পাওয়া যায় না,তাই বলব অন্য পেশাটকে চালু রাখার পাশাপাশি ফেরক্সে পার্ট টাইমার হিসাবে কাজ করে নিজেকে দক্ষ করে তোলেন,যখন আপনি বুযতে পারবেন যে ফরেক্স সম্পর্কে ভাল দক্ষতা হয়েছে, এবং এখান থেকে যে আয় আসবে তাতে আপনি চলতে পারবেন,টিক তখনই আপনি ফরেক্সে ফুলটাইম দিতে পারেন।
-
ফরেক্স কর্তৃক নির্ধারিত কোন সময় নির্ধারন করা নেই । তাই আপনার স্বাধীন মত আপনি করতে পারেন । চাইলে ফুল টাইম করতে পারেন চাইলে পার্ট টাইমও করতে পারেন । তবে আমার মনে হয় ফুল টাইম করাই ভাল । কারন ফুলটাইম করলে আপনার মন মত যখন তখন করতে পারেন।
-
প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যার যেরকম সময় সে সেরকম কাজ করে কে ফুলটাইম অথবা পারটাইম অল্প সময়। যার যেরকম প্রয়োজন সেরকমটা বেছে নেয়। যেমন আমি এখন পার্ট টাইম করছি বাট সামনে চেষ্টা করব ফুল টাইম করার জন্য। এটা আমার ক্ষেত্রে নির্ভর করবে আমার কাজের অভিজ্ঞতা দক্ষতা ও মুনাফার উপরে। অন্য কাজের চেয়ে যদি এখানে মুনাফা ভালো হয় তাহলে অবশ্যই আমি এখানে ফুল টাইম সময় দিব।
ধন্যবাদ
-
ফরেক্স এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনার জন্য সব সুবিধা রয়েছে।ফরেক্সের সিস্টেম দেখলে মনে হবে এটা আমার ইচ্ছামত একটা ব্যবসায়িক প্লেস যেটা আমি নিজ হাতে সাজাইছি।ফরেক্স আপনি সপ্তাহে ৫ দিন এবং দিনে ২৪ ঘন্টাই করতে পারবেন।শনিবার এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে।আর সব থেকে বড় বিষয় হচ্ছে ফরেক্স আপনি ঘরে বসে স্বাধীনভাবে করতে পারবেন এবং এটা পার্ট টাইম অথবা ফুল টাইম হিসাবে আপনার সুবিধা মত।আমি একজন বেসরকারি চাকরিজীবি তাই ফরেক্স কে আমি পার্ট টাইম হিসাবে নিয়েছি।যদি ফরেক্স ভালভাবে করতে পারি ফুল টাইম হিসাবে নেয়ার ইচ্ছা আছে।
-
আমাদের দেশে নানা পেশাজীবি মানুষ আছেন। আবার অনেকে ফুল টাইম বেকার। যারা বিভিন্ন পেশায় নিয়জিত আছেন এবং ওই পেশার পাশাপাশি কিছু একটা করতে চাইছেন তারা চাইলে ফরেক্স ট্রেডিংকে পার্ট টাইম হিসেবে গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে লং ট্রেডিংটা তাদের জন্য সুবিধাজনক হবে। আর যারা বেকার তারা চাইলে ফরেক্সকে ফুল টাইম হিসেবে বেছে নিতে পারেন। আপনার যদি ফরেক্সের ওপর ভাল দক্ষতা থাকে তাহলে আপনি এখান থেকেই ক্যারিয়ার গড়তে পারবেন।
-
অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাি আমাদের দরকার।কেমন ভাবে আপনি ফরেক্সে কাজ করবেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে তবে যারা অন্য পেশার সাথেও জরিতো তারা ফুল টাইম ফরেক্সে ট্রেড করতে একটু সমস্যার মুখে পড়তে হয়।তবে যারা বেশী দক্ষতা অর্জন করেছেন তারা ফুলটাইম বা পাটটাইম উভয় সময়ে কাজ করতে পারেন।এটা আপনার সুবিধার উপর নির্ভর করে।তবে বেশী আয়ের জন্য বেশী সময় দিতে হবে।
-
ফরেক্স একটি উন্মুক্ত ব্যবসা যা সব বয়সের লোকই করতে পারবে।কেউ পার্ট টাইম হিসেবে করে আবার কেউ ফুল টাইম হিসেবে করে।আমার মতে ফরেক্স কে মানুষ পার্ট টাইম হিসেবেই বেশি ব্যবহার করে।আবার কেউ কেউ ফরেক্স কে পেশা হিসেবে বেছে নিয়েছে,যারা সারাদিন ফরেক্সেই বেশি টাইম পার করে।কেউ কেউ আবার চাকরির পাশাপাশি ফরেক্স করে থাকেন।আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি ফরেক্স এ কম সময় দিলেও চলবে।আর যদি আপনি ফরেক্স না জানেন তাহলে সারাদিন রাত কাজ করলেও সফল হতে পারবেন না।তাই ফরেক্স থেকে সফলতা নির্ভর করবে আপনার দক্ষতার উপর। কাজেই বলা যেতে পারে যে আপনার ফরেক্সে ফুলটাইম বা পার্টটাইম এটা আপনার অভিজ্ঞতার উপর নির্ভরশীল।
-
আমি বলবো ফরেক্স মার্কেট কে আপনি পার্ট টাইম হিসেবে নিবেন না ফুল টাইম হিসেবে নিবেন সেটা নির্ভর করে আপনার উপর । তবে মার্কেট কে আপনি পার্ট টাইম হিসেবে নেন আর ফুলটাইম হিসেবে নেন মার্কেটে ট্রেডিং এর মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা । তাই আমি মনে করি আপনি যদি মার্কেট থেকে আপনার কাঙ্খীতটা পার্ট টাইম ট্রেড করেই পেয়ে যান তাহলে মার্কেটে ফূলটাইম পড়ে থাকার দরকার আছে বলে মনি করি না। তবে আপনি চাইলে মার্কেট এর মুভমেন্ট মনিটরিং করতে পারেন ।
-
ফরেক্স এমন একটি কাজ যা ফুল টাইম বা হাফ টাইম দুই ভাবে নিতে পারি। ফরেক্স ফুল টাইম না পার্ট টাইম তা নির্ভর করে বাবহারকারির ওপর, কেও ফুল টাইম আবার কেও পার্ট টাইম হিসেবে কাজ করে থাকে। মৌলিক ভাবে এটা সবাই পার্ট টাইম হিসেবে ব্যবহার করে থাকে।আমার মতে ফরেক্স ফুলটাইমও না আবা পার্টটাইমও না । কেননা আপনি যদি সারা দিন শুধু ফরেক্স নিয়েই পড়ে থাকেন তাহলে কয়েক দিনের মধ্যেই আপনি মানসিক ভঅবে অসুস্থ হয়ে যেতে পারেন । আবার পার্টটাইম ফরেক্স করেও ভাল ফলাফল পাওয়া যায় না । তাই একটা নিদিষ্ট স্ট্যাটেজি মেনে ট্রেড করাই ভাল ।
-
আমরা জানি ফরেক্স এমন একটি কাজ যা ফুল টাইম বা হাফ টাইম দুই ভাবে নিতে পারি। ফরেক্স ফুল টাইম না পার্ট টাইম তা নির্ভর করে বাবহারকারির ওপর, কেও ফুল টাইম আবার কেও পার্ট টাইম হিসেবে কাজ করে থাকে। মৌলিক ভাবে এটা সবাই পার্ট টাইম হিসেবে ব্যবহার করে থাকে।আমার মতে ফরেক্স ফুলটাইমও না আবা পার্টটাইমও না । কেননা আপনি যদি সারা দিন শুধু ফরেক্স নিয়েই পড়ে থাকেন তাহলে কয়েক দিনের মধ্যেই আপনি মানসিক ভঅবে অসুস্থ হয়ে যেতে পারেন । আবার পার্টটাইম ফরেক্স করেও ভাল ফলাফল পাওয়া যায় না । তাই একটা নিদিষ্ট স্ট্যাটেজি মেনে ট্রেড করাই ভাল ।
-
ফরেক্স হল ফুল টাইম ব্যবসা কারণ এ ব্যবসা আমরা যদি একবারে বুুঝে নিতে পারি তাহলেই সফলকাম সম্ভব । অাসল কথা হল ধৈর্য্য ধারণ করে দক্ষতা অর্জন করা । যার মধ্যে এই গুণ নিহিত রয়েছে সে অবশ্যই সফলকাম হতে পারবে । আর আমরা সকলেই চাইতো সফলতা ।
-
ফরেক্স ফুল টাইম অথবা পার্ট টাইম দুটি ভাবেই করা যায়। যাদের সময় আছে তারা ফুল টাইম কাজ করতে পারেন ফরেক্স এ। আবার যারা স্টুডেন্ট অথবা কর্মজীবী তারা ফরেক্স এ ফ্রি টাইমে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারেন। এইটা পুরোপুরি ট্রেডারের ওপর নির্ভরশীল।
-
ফুলটাইম না পার্টাইম ট্রেড করব এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কারণ আমার প্রথম কাজ হলো ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞানার্জন করা। তারপর যখন মোটামুটিভাবে ট্রেডে লাভ করতে পারব তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব কিভাবে আরও সামনে এগিয়ে যাওয়া যায়। আমার মত নতুন অনেক ট্রেডার এখানে আছেন, তারাও আমার মত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে ফরেক্স শিখে এটা থেকে কিছু টাকা আয় করা যায়। যতটুকু জানি একমাত্র অভিজ্ঞ ট্রেডারগণই এটাকে ফুলটাইম পেশা হিসাবে বেছে নিতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেমন একটি মহাদেশ গড়ে ঠিক তেমনভাবে আমাদেরকে তিলে তিলে গড়ে উঠতে হবে। অভিজ্ঞরা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন ট্রেডারদের ধারণা দিতে। আমার মত নতুন ট্রেডাররা সবাই অভিজ্ঞ ট্রেডারদের এই মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানাই।
-
ফরেক্স আপনি পারট টাইম ফুল টাইম দু টাইমেই করতে পারবেন।।। এটা বেকারদের জন্য ফুল টাইম এবং যারা অন্য পেশার সাথে জরিত আছেন তারা বারতি আয় করার জন্য ফরেক্সে পারট টাইম কাজ করতে পারেন।।।।
-
ফরেক্স পার্টটাইম নাকি ফুলটাইম তা নির্ভর একজন মানুষের কাজের উপর তবে আমি মনে করি ফরেক্স এ যদিও অনেক অর্থ উপার্জন করা সম্ভব এর পরও ফরেক্স কে পার্টটাইম সময় দেয়া উচিত। কারণ ফরেক্স ট্রেড করতে বেশি সময়ের প্রয়োজন হয়না।
-
আমাদের প্রাথমিকভাবে এটি একটি খণ্ডকালীন চাকরি হিসাবে গ্রহণ করা উচিত এবং শিখার প্রক্রিয়াটি অব্যাহত রাখা উচিত যদি আপনি প্রাথমিকভাবে পুরো সময়ের জন্য চাকরি নেন তবে এটি আপনার জন্য কিছু সমস্যা তৈরি করবে কারণ আপনার এটি সম্পর্কে শূন্য জ্ঞান থাকবে এবং তাই ক্ষয়ক্ষতিটি আপনি প্রথম বহন করতে পারবেন না আপনার জ্ঞানের উন্নতি করুন তারপরে একে পুরো সময় বা আংশিক সময় হিসাবে নিজের ইচ্ছে মতো গ্রহণ করুন।
-
হ্যা ফরেক্সকে আপনি যেমন ফুলটাইম পেশা হিসাবে গ্রহন করতে পারেন ঠিক তেমনি এটিকে আবার আপনি পার্ট টাইম পেশা হিসাবেও গ্রহন করতে পারেন আপনি ফরেক্স ট্রেডিংকে যেভাবেই গ্রহন করুন না কেন আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ে অভিজ্ঞ হতে হবে তা না হলে আপনি এখান থেকে কখনই আয় করতে পারা সহজ হবেনা।
-
হ্যাঁ ফরেক্স ট্রেডিং বিজনেস এলোপ্যাথিতে খুব বিখ্যাত ব্যবসা তবে কারণ ফ্র্যাক্স ব্যবসায়ের ক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত ইঞ্জিন এবং আপনাকে সবচেয়ে বড় সুযোগ দেয় বাজার সম্পর্কিত ডেমো অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত এবং শিখতে এবং অভিব্যক্তিটি প্রেরণার সিনেমায় আপনার আত্মবিশ্বাসকে উন্নত করতে পারে যে একটি খুব গুরুত্বপূর্ণ is ফরেক্সে সাফল্যের মূল চাবিকাঠি এবং এটি গ্রহণের জন্য আপনি আজ খুব মূল্যবান এবং পেশায় পরিণত হন যা খুব সুযোগ এবং দুর্দান্ত ব্যবসা
-
ফরেক্স কি পাট টাইম না ফুল টাইম কাজ করার মাধ্যম।যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন।আমি অনেকর কাছ থেকে শুুধু শুুনেছি কিন্তুু আজ আমি ফরেক্সের মাধ্যমে টাকা আয় করেছি।আমি সবাইকে বলতে চাই আপনারা চাইলে ফরেক্সের মাধ্যমে আয় করতে পারেন।শুুধু মানুষের মুখে সুনলে হবেনা।নিজেকে আয় করার জন্য চেষ্টা করতে হবে।আমি ফরেক্সকে ধন্যবাদ জানাই কারণ ফরেক্সের জন্য আজ আমরা টাকা আয় করতে পারছি।
-
ফরেক্স কি পাট টাইম না ফুল টাইম কাজ করার মাধ্যম।যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন।আমি অনেকর কাছ থেকে শুুধু শুুনেছি কিন্তুু আজ আমি ফরেক্সের মাধ্যমে টাকা আয় করেছি।আমি সবাইকে বলতে চাই আপনারা চাইলে ফরেক্সের মাধ্যমে আয় করতে পারেন।শুুধু মানুষের মুখে সুনলে হবেনা।নিজেকে আয় করার জন্য চেষ্টা করতে হবে।আমি ফরেক্সকে ধন্যবাদ জানাই কারণ ফরেক্সের জন্য আজ আমরা টাকা আয় করতে পারছি।
-
ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেকেই অনেক রকম কথা বলবে কেউ বলবে এই টা পার্ট টাইম ব্যাবসা আবার কেউ বলবে এই টা ফুল টাইম ব্যাবসা কিন্তু আমি বলবো এই টা ফুল টাইম দিয়ে যে পরিমান আয় করতে পারবে পার্ট টাইম এ একই আয় করা সম্ভব যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল ধারনা থাকে আর যদি ফুল টাইম ব্যাবসা করি কিন্তু ফরেক্স ট্রেডিং সম্পর্কে না যেনে তাহলে খুব সহজেই আপনি ফরেক্স ট্রেডিং এর প্রতি অনিহা তৈরী হবে আর তখন কাজ করতে ইচ্ছা হবেনা।তাই যে কেউ ফুল টাইম অথনা পার্ট টাইম কাজ করুক না কেনো আগে তার ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভাল ভাবে যেনে কাজ শুরু করতে হবে।তার পর তার ইচ্ছা মত সে পার্ট টাইম করবে না ফুল টাইম করবে সে বেছে নিতে পারবে।
-
ফরেক্স মার্কেটে কে আপনি ফুল টাইম বা পার্ট টাইম দুটিই বলতে পারেন। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে আমি মনে করি খুব একটা সময়ের প্রয়োজন হয় না। তাই আপনি ইচ্ছে করলে কম সময়ের জন্য করতে পারেন এবং বেশি সময় ধরেও ফরেক্স ট্রেড করতে পারেন এটা আপনার ইচ্ছের উপর। তবে আমি বলব পার্ট টাইম এর জন্য ট্রেড করাটা অনেক উত্তম।
-
ফরেক্স এমন একটি ট্রেডিং ব্যবসা যেটা আপনি দুইভাবেই ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এই ব্যবসা ফুলটাইমের জন্যও ব্যবহার করতে পারেন আবার পার্ট টাইমের জন্যও ব্যবহার করতে পারেন। তবে আমার মতে আপনি যদি একদম বেকার থাকেন বা হাতে যদি আপনার কোন কাজ না থাকে সেক্ষেত্রে আপনি এই ব্যবসাকে আপনার ফুলটাইমের জন্য নেওয়াই ভাল হবে। আর যদি আপনি অন্য কোন কিছু করে থাকেন তাহলে আপনি খুব সহজেই এই ব্যবসা আপনার পার্টটাইমের জন্য নিয়ে ভালই উপার্জন করতে পারবেন।
-
ফরেক্স আপনি পার্ট টাইম ফুল টাইম দুভাবেই করতে পারবেন। এটা বেকারদের জন্য ফুল টাইম এবং যারা অন্য পেশার সাথে জরিত আছেন তারা বারতি আয় করার জন্য ফরেক্সে পার্ট টাইম কাজ করতে পারেন। ফরেক্স মার্কেটে কাজ করার সময়ের জন্য কোন ধরনের বাধ্যবাধকতা নেই। যার যখন খুশি যেভাবে খুশি ফরেক্স করতে পারেন। তবে ফরেক্সে যত সময় ব্যয় করবেন ততই লাভ।
-
হ্যাঁ কেউ আরও বেশি জানেন এবং কেউ কম জানেন, কীভাবে ব্যবসায়ী ব্যবসায়ী বিভিন্ন রকম হন তা জানেন, কিছু ব্যবসায়ীর খুব ভাল অভিজ্ঞতা রয়েছে তবে কারও কারও কম রয়েছে, এটি আপনার আগ্রহের উপর নির্ভর করে, যে কেউ যদি অনুসন্ধান এবং অনুসন্ধান শুরু করে তবে কোনও ভাল ব্যবসায়ী হতে পারে ফরেক্স এবং জ্ঞান অর্জন করুন, এটি বাজার বিশ্লেষণ প্রক্রিয়াতে সহায়ক হতে পারে।
-
আমি একটা ছোট চাকরি করি। এই চাকরি দিয়ে আমার কিছু করা সম্ভব না। তাই আমি চাকরির পাশাপাশি ফরেক্স বিজনেস করার চিন্তা করেছি। এখনো আমার শিক্ষানবিশ কাল চলতেছে, শিখা কমপিলিট হলে ফুল টাইম করব বলে আশা আছ। এখন আপাতত পার্ট টাইম চলতেছে।
-
ফরেক্স যেহেতু যে কোনো সময় করা যায় এবং এর জন্য স্টপ লস আর টেক প্রফীট আর ব্যাবস্থা এর ব্যাবস্থা আছে তাই ফরেক্সে সাড়া দিন ট্রেড না করেও স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে লাভটা নেয়া যায়।।। সুতরাং আমি মনেকরি,, ফরেক্স ট্রেডিং কে পারট টাইম হিসেবে নেয়াটাই ভাল।। তাছাড়া এতে যেহেতু রিস্ক আছে তাই ভাল মত ভেবে চিন্তে ট্রেড করা ভাল।।
-
প্রকৃত অর্থে ফরেক্স ফুলটাইম। কারণ ফরেক্স মার্কেট দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। সে অর্থে যে কেউ ফুলটাইম ট্রেডার হিসেবে ফরেক্স এ কাজ করতে পারবেন। সেটা একজন ট্রেডারের একান্ত ব্যক্তিগত বিষয়। ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে নির্দিষ্ট কতটুকু সময় ব্যয় করতে হবে তা উল্লেখ করা নেই। ফরেক্স মার্কেটে নিজের ইচ্ছা খুশিমতো ট্রেড করা যায়। এ কারণে কেউ যদি পার্টটাইম ট্রেডার হিসেবে ফরেক্সে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে পার্ট টাইম ট্রেডার হিসেবেও কাজ করতে পারবেন।
-
ফরেক্স আন্তর্জাতিক পর্যায়ের একটি ব্যবসায় মাধ্যম। এই মাধ্যমে যে কেউ কাজ করতে পারে ফুলটাইম বা পার্টটাইম হিসেবে। বর্তমানে অনেকেই এই মাধ্যমে কাজ করছে মুনাফা অর্জনের আশায়..... ধন্যবাদ।
-
ব্যবহারকারীর ওপর ভিত্তি করে ফরেক্স ফুলটাইম বা পার্ট টাইম উভয়ই হতে পারে,কেননা ফরেক্সে দিনে ২৪ ঘন্টায় কাজ হয় না এখানে কিছু ঘন্টা বা কিছু নির্দিষ্ট সময়ে ফরেক্সে ট্রেড ধরতে হয়,কিছু নির্দিষ্ট সময়ে মার্কেট টা খোলা থাকার কারণে ওই নির্দিষ্ট সময় আপনাকে কাজ করলেই আপনি ইনকাম করতে বা আয় করতে পারবেন,যেহেতু এখানে আপনাকে সমস্ত সময় কাজ করতে হবে না তাই আমার মতো,আমাদের দেশের অধিকাংশ ট্রেডাররা পার্ট টাইম হিসেবে বেছে নিয়েছে, কেননা জবের পাশাপাশি দিনে ২ থেকে ৩ ঘন্টা সময় দিয়ে খুব ভালোভাবেই বা খুব ভালো মাপের একটা অ্যামাউন্ট আয় করা সম্ভব, ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে।তবে এছাড়াও কিছু ট্রেডাররা রয়েছেন যারা ফরেক্সকে ফুলটাইম হিসেবে বেছে নিয়েছেন এবং ফরেক্সকে তাদের প্রধান এবং মুখ্য জব হিসেবে বেছে নিয়েছেন।তাই আপনি চাইলে ফরেক্স কে ফুলটাইম বা পার্ট টাইম হিসেবে যে কোনো পন্থাই বা যেকোন উপায়ে করতে পারবেন।
-
ফরেক্স হল ফুল টাইম ব্যবসা কারণ এ ব্যবসা আমরা যদি একবারে বুুঝে নিতে পারি তাহলেই সফলকাম সম্ভব । অাসল কথা হল ধৈর্য্য ধারণ করে দক্ষতা অর্জন করা । যার মধ্যে এই গুণ নিহিত রয়েছে সে অবশ্যই সফলকাম হতে পারবে । আর আমরা সকলেই চাইতো সফলতা ।
-
ফরেক্সকে কখনও প্রথম অবস্থায় ফুলটাইম হিসেবে নেওয়া উচিত নয়। কারণ এটি একটি বিশ্বাল মার্কেট এখানে মার্কেট পজিশন বুঝতে অনেক সময় লাগে এবং ট্রেডিং কৌশলগুলো সম্পর্কে দক্ষতা অর্জন করতে প্রায় বছর খানেক এর মত লেগে যেতে পারে। তাই আমি মনে করি আপনি ফরেক্সকে প্রথম অবস্থায় পার্ট টাইম হিসেবে নিতে পারেন। কারণ আপনি এই মার্কেটে প্রবেশ করে ধীরে ধীরে মার্কেটের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন এবং কৌশলগুলো সম্পর্কে অধিক দক্ষ হতে পারবেন। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তখন আপনি ফরেক্সকে ফুলটাইম হিসেবে দেখতে পারেন এর আগে নয়।
-
আপনি ফুল টাইম বা পার্ট টাইম উভয় ভাবেই ট্রেড করতে পারবেন.যারা দৈনন্দিন অন্যান্য কাজের পাশাপাশি ট্রেড করে থাকে তাদের কে পার্ট টাইম ত্রাদের বলা হয়। আর যারা পেশা হিসেবে ট্রেডিং করে থাকে তাদের কে ফুল টাইম ত্রাদের বলা হয়.যেমন আমি পার্ট টাইম ট্রেড করে থাকি কারণ আমি পেশায় স্টুডেন্ট। ফরেক্স মার্কেটে কে আপনি ফোল টাইম বা পার্ট টাইম দুটিই বলতে পারেন। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে আমি মনে করি খুব একটা সময়ের প্রয়োজন হয় না তাই আপনি ইচ্ছে করলে কম সময়ের জন্য করতে পপারেন এবং বেশি সময় ধরেও ফরেক্স ট্রেড করতে পারেন এটা আপনার ইচ্ছের উপর।
-
ফরেক্স মার্কেটে প্রবেশ করবেন তখন হয়তো ফরেক্স সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা নাও থাকতে পারে তাই আপনি সেই সময় হয়তো বেশি সময় না দিয়ে অল্প অল্প করে পার্ট টাইম সময় দিতে পারেন আর যখন ফরেক্স সম্পর্কে অধিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে ভাল দক্ষতা অর্জন করতে পারবেন তখন আপনি এই মার্কেট হতে ভাল মুনাফা অর্জন করতে পারবেন আমি মনে করি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে অনেক বেশি মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এমনকি ট্রেডিং কৌশল ও টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে যখন আপনি মোটামুটি ভাল ধারণা অর্জনে সক্ষম হতে পারবেন তখন আপনি ফরেক্স মার্কেটে ফুলটাইম সময় ব্যয় করলে ভাল লাভ করবেন ।
-
কেউ যদি ফরেক্স মার্কেট কে ফুল টাইম কাজ করার জন্য ব্যবহার করেন। সেটাও করতে পারে। আর কেউ যদি চিন্তা করে যে পার্টটাইম কাজ করবে ফরেক্স মার্কেটে। তাও করতে পারবে এতে কোনো সমস্যা হয় না।তবে ফরেক্স মার্কেটে সময়ে বেশি প্রফিট ইনকামের জন্য একটি উত্তম মাধ্যম বা ব্যবসা প্রতিষ্ঠান।
-
ফরেক্স আমার কাছে ফুলটাইম একটি পেশা। আমি এখানে যদিও এখনো পার্টটাইম হিসেবেই আছি তবে আমার সর্বোচ্চ চেষ্টা রয়েছে এখান ফুল ট্রেডার হওয়ার। এজন্য আমি ফরেক্স এ অনেক বেশি সময় দিয়ে থাকি যাতে করে ফুলটাইম ট্রেডার হয়ে নিজের ক্ষতি না হয়। কারন এখানে ভালো ফল করতে না পারলে ফুলটাইম ট্রেডার হয়ে কোন লাভ হবে না।
-
ফরেক্স এক ধরনের উপ্পার্জন মাধ্যম যেখানে আপনি ফুল টাইম বা পার্ট টাইম উভয় ভাবেই ট্রেড করতে পারবেন.যারা দৈনন্দিন অন্যান্য কাজের পাশাপাশি ট্রেড করে থাকে তাদের কে পার্ট টাইম ত্রাদের বলা হয়.আর যারা পেশা হিসেবে ট্রেডিং করে থাকে তাদের কে ফুল টাইম ত্রাদের বলা হয়.যেমন আমি পার্ট টাইম ট্রেড করে থাকি কারণ আমি পেশায় স্টুডেন্ট.
-
আপনি বেবহারকারী হিসেবে ফরেক্স উভয় ভাবেই বেবহার করতে পারবেন.এইটি পার্ট টাইম এবং ফুল টাইম উভয় ভাবেই বেবহার্যোগ্য.যেমন আমি পার্ট টাইম ট্রেডিং করে থাকি কারণ পড়াশোনার পাশাপাশি এইখানে কাজ করে থাকি.ঠিক তেমনি যারা তাদের অন্যান্য কাজের পাশাপাশি এই ফরেক্স করে তাদের পার্ট টাইম ত্রাদের বলে.আর যারা পেশা হিসেবে এইটি করে তাদের লং টাইম ত্রাদের বলে.