ট্রেড এর জন্য নির্দিষ্ট কোন সময় নেই। যেকোন সময় ট্রেড করা যায় । তবে সাধারণত 3 টার পর থেকে মার্কেট গতি বৃদ্ধি পায়। এছাড়াও নিউজ প্রকাশের দিন ট্রেড করা আর ভালো তাতে মার্কেটের বিষয় জেনে বুঝে ট্রেড করা যায় । এক কথায় বেশি বেশি মার্কেট এনালাইসিস করে ট্রেড করা। তবে সাধারণত রাতেই বেশির ভাগ সময় মার্কেট ওঠা নামা করে এবং নিউজ প্রকাশের সময় রাত 12:00 am. তাই আমি রাতে ট্রেড করে থাকি।