ফরেক্স নতুন আর পুরাতন এর মধ্যে ডিফারেন্স হচ্ছে অভিজ্ঞতা। লাভ লস উভয়ে করতে পারে কারন এই একটি ফরেক্স মার্কেট। 100% কেহ প্রফিট করবে এমন গ্যারান্টি নাই...........
Printable View
ফরেক্স নতুন আর পুরাতন এর মধ্যে ডিফারেন্স হচ্ছে অভিজ্ঞতা। লাভ লস উভয়ে করতে পারে কারন এই একটি ফরেক্স মার্কেট। 100% কেহ প্রফিট করবে এমন গ্যারান্টি নাই...........
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷ফরেক্স মার্কেটে বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা ট্রেডারগণ তাদের সাথে সাথে অতি অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি৷
নতুন অবস্থায় লস হওয়াটাই স্বাভাবিক। আর যখব আমরা পুরাতন ট্রেডার হয়ে যাই তখন তেমন লস হয় না। লস যাতে না হয় সেইভাবে ট্রেড করতে হবে। ট্রেড করার আগে কেন বাই বা সেল করছেন তার সঠিক উত্তুর যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই ট্রেড এ লস করবেন না।
এটা আমি মানতে পারতাছি না যে, এখানে শুধুমাত্র নতুন হলেই যে লস করবে আর পুরাতন হলেই যে লাভ করবে। এই ব্যবসা আসলে নির্ভর করে আপনার জ্ঞান ও অভিজ্ঞতার উপর এখানে নতুন বা পুরাতন বলতে কিছু নেই। আপনি যদি ভাল জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে ট্রেড শুরু করতে পারেন তাহলে আপনি নতুন অবস্থাতেই লাভ করতে পারবেন কিন্তু একজন ট্রেডার অনেকদিন ধরে এই বাজারে ট্রেড করতাছেন কিন্তু তেমন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন নাই তাহলে আপনি বেশি লাভ করতে দেখতে পাবেন না।
ভাই নতুন বলেন আর পুরাতন বলেন সবাই এখানে লস করে। কারন এখানে লস না করলে কারো অভিজ্ঞতা আসবে না। তবে পুরাতন ট্রেডারগণ নতুনদের তুলনায় কম লস করে থাকেন, কারন তাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে এই মার্কেটের উপর তাই। সুতরাং নতুন ট্রেডাররা যখন একটু পুরাতন হবেন তখন তারা সেই আগের মত আর লস করবেন না, কেন না তত দিনে তাদের দক্ষতাও অনেকগুণ বেড়ে যাবে।
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে নতুনরা লস করার সম্ভাবনা অনেক বেশি কারন নতুন ট্রেডাররা একটু বেশি লোভী হয় এবং একসাথে বেশি লাভ ভোগ করতে চায়।অতিরিক্ত লোভের কারনেই নতুনরা বেশি লসের ভিতরে পড়ে।
হয় আপনি বোকার স্বর্গে বসবাস করছেন নতুবা আপনি এই জগৎ সম্পর্কে কিছুই জানেন না। সার্ভাইবাল এর থিউরী সব জায়গায় খাটে না ব্রাদার। এখানে আপনার আমার দশ-পঞ্চাশ-পাচশত ডলার কিছুই না। তাই আপনার এটা ভাবার কোন কারণ নেই যে একজন যা লস করে অন্য জন তাই আয় করে। এই থিওরী জুয়াতে খাটে। তাই এটাকে এখানে খাটানোর চেষ্টাও বৃথা।
নতুনদের এতো ছোট করে দেখা ঠিক না । কারন , ফরেক্স হল একটা উন্মোক্ত ব্যাবসা প্লাটফর্ম যেখানে নতুন - পুরাতন ভেদাভেদ নেই । যে কোন শিক্ষিত ব্যাক্তি এই ব্যাবসা করতে পারে । যেহেতু ফরেক্স হল একটা ব্যাবসা , তাই লাভ-লস নিয়ে ই থাকতে হবে। ব্যাবসা সেক্টরে অভিজ্ঞতার মুল্য সব থেকে বেশি । তাই আমি পুরাতন না বলে অভিজ্ঞ বলতে চাই। অভিজ্ঞ ব্যাক্তি বেশিরভাগ সময় লাভ করবে সেটাই চির সত্য ।
ফরেক্স মার্কেট এ লাভ করা যার যার এনলাইসিস এর উপর নির্ভর করে। নতুনরা লস করবেই এটাই স্বাভাবিক আবার পুরাতনরাও লস করেন তবে সেটা হয় মার্কেট এর গতিবিধির জন্য। তবে পুরাতনরা লস করেন একটি সিস্টেম এর মধ্যে দিয়ে আর নতুনরা লস করেন কোন রকমের সিস্টেম ছাড়াই যা কিনা একাউন্ট জিরো পর্যন্ত করে ফেলেন। প্রথম কথা হচ্ছে নতুনদের ফরেক্স এর ব্যপারে ভূল ধারনা থাকে যার কারনে বার বার লস করেন। যদি ভাল জ্ঞান অর্জন করতে পারেন দেখা যায় এক সময় লাভ করতে শুরু করেন। আসল কথা হলো পুরাতন রাও তো এক সময় নতুন ছিলো।
স্বাভাবিকভাবেই নতুনরা লস করবে কারন নতুন অবস্থায় মার্কেট সম্পর্কে তাদের ধারনা অনেক কম থাকে ।আর যারা ফরেক্সে পুরাতন বা দক্ষ তারাই লাভ করে থাকে কারন তাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফলে মার্কেট সম্পর্কে জ্ঞান বাড়িয়েছে যথেষ্ট তাই নতুনদের তুলনায় পুরাতন ট্রেডাররাই অনেক বেশি লাভ করে থাকে ।
আমি যখন নতুন ছিলাম তখন আমিও অনেক লস করেছি তবে ধীরে ধীরে সেই লস কমে আসছে।এখন আমি লস হলে তা রিকোভারি করার চেষ্টা করি এবং খুব বেশি লস না করে লাভও করতে পারি।এটা আসলে আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফল।
যতক্ষণ পর্যন্ত আপনি আমি মার্কেট মেকার ব্রোকারে আছি ততক্ষণ তাই ঠিক। কারণ এখানে আপনি/আমি যেটা লস করি সেটা ব্রোকারের পকেটে যায় আবার যখন আপনি/আমি প্রফিট করি তখন সেটা ব্রোকারের পকেট থেকেই আসে। তাই যখন এই ধরণের ব্রোকারে ট্রেড করবেন তখন আপনার থিউরীই সঠিক। কিন্তু যখনই আপনি এনডিডি বা ইসিএন ব্রোকারে ট্রেড করবেন তা সেন্ট্রাল লিকুইডিটিতে চলে যাবে। সেখানে আপনার লাভ বা লস নির্ভর করবে আপনি কতটা সঠিক স্থানে এন্ট্রি করেছিলেন।
নতুনরা ইচ্ছা করলে ভাল করে শিখে ট্রেড করে তাহলে তারাও ভাল লাভ করতে পারবে যদি সে এনালাইসিস দেখে ট্রেড করে আর যদি না করে তাহলে ত লস খাবে এইটাই সাভাবিক, আর পুরাতন ভাইয়েরা যে সবাই যে সাক্সেস তা ঠিক না।কিন্তু যাদের দক্ষতা আছে সে কোন দিন লস খাবে না।
ফরেক্সে নতুনা লস করে আর পুরাতন্রা লাভ করে এটা টিক কথা নয়। ফরেক্সে লাভ ও লস নির্ভর করে দক্ষতার উপর। আপনি যত দক্ষ হবেন তত লাভ করবেন আর যদি দক্ষ না হন তাহলে লস করবেন। আমি একহন একজন নতুন ট্রেডার আমি দক্ষ না হয়ে ট্রেড করবো না। আপনি যদি দক্ষ না হন তাহলে আপনি ট্রেড করলে লস করবেন। আপনি যদি দক্ষ হন তাহলে ট্রেড করে লাভ করতে পারবেন।
ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত না কেননা ফরেক্স এমন একটি মার্কেট এখানে ট্রেড করে লাভবান হতে চাইলে আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে, আপনি নতুন বা পুরাতন যেটাই হন না সেটা বড় কথা নয় এখানে দক্ষতা সবচেয়ে বড় কথা। তবে বেশির ভাগ ট্রেডারই নতুন অবস্থায় বেশি লস করে, কিন্তু যখন আস্তে আস্তে আপনি পুরাতন হয়ে যাবেন তখন হয়তো লস কিছু কম করবেন তবে লাভটা একটু বেশি হবে। কিন্তু এই নয় যে পুরাতন হলেই আপনি ফরেক্স মার্কেটে লস করবেন না এমন কোন কারণ নেই। অনেক সময় দেখা যায় পুরাতনরাও ফরেক্স মার্কেটে লস করতে থাকে। অতএব বুঝতেই পারছেন নতুন বা পুরাতনের কোন মূল্যায়ন নেই বরং এখানে দক্ষ ও অভিজ্ঞতার মূল্যায়ন ফরেক্স মার্কেটে করা হয়। তাই আপনি যদি দক্ষ ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারেন তাহলে আপনি অবশ্যই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন, কিন্তু যদি অদক্ষ হয়ে ট্রেড করেন তাহলে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন না।
যারা নতুন আছি তারা অবশ্যই লস করব এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই । কেননা আমি মনে করি যে নতুনরা লস করবে এটাই স্বাভাবিক । কারণ আমরা যারা নতুন এখানে ট্রেড করতে আসি তারা সম্পূর্ণরুপে অজ্ঞ থাকি ট্রেড সম্পর্কে । আর যারা অভিজ্ঞ তারাও একসময় লস করতে করতে এখন লাভ করে । নতুনরা চেষ্টা করলেই লাভবান হতে পারবে ।
নতুনরা শুরুতে ট্রেডিং করতে এসে লাভ করলে অতি উল্লসিত হয়ে আরো বেশি বিনিয়োগ করে এবং লস করলে ভেঙ্গে পড়ে এবং মার্কেট থেকে বিদায় নেন। কিন্তু মনে রাখতে হবে কোন কাজেই সহজে সফলতা আসেনা। বরং সফলতার জন্য প্রয়োজন নিয়মানুবর্তীতা এবং বারবার অনুশীলন। পুরাতনরা অভিজ্ঞতা অর্জনের ফলে লাভ করলে অতি উল্লসিত হয়ে অতিরিক্ত বিনিয়োগ করেন না এবং লস হলেই বিনিয়োগ বন্ধ করে দেননা। বরং তারা ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন এবং মার্কেটে টিকে থাকেন।
নতুনরা ইচ্ছা করলে ভাল করে শিখে ট্রেড করে তাহলে তারাও ভাল লাভ করতে পারবে যদি সে এনালাইসিস দেখে ট্রেড করে আর যদি না করে তাহলে ত লস খাবে এইটাই সাভাবিক, আর পুরাতন ভাইয়েরা যে সবাই যে সাক্সেস তা ঠিক না।কিন্তু যাদের দক্ষতা আছে সে লস খাবে না।
ফরেক্স কোন খেলা করার জিনিষ নয় হ্যা এখানে যারা নতুন তারা না বুঝে এখানে ট্রেড করলে অবশ্যিই এখানে তারা লস করবে তাদের উচিত হবে এটার বিষয়ে পুরো অভিজ্ঞতা আনা তাদের ডেমো একাউন্ট নিয়ে কিছু দিন পড়ে থাকতে হবে আর যারা পুরাতন তারা এই খান থেকে লাভ করবে কারন তারা সব কিছু জানে।
ধন্যবাদ
ফরেক্স যেহেতু আন্তর্জাতিক মানের একটি ব্যবসা প্রতিষ্ঠান সেহেতু এখানে এই ব্যবসার অবস্থান বুঝানে অনেক কঠিন একটা বিষয়। তাই আমি মনে করি এই ব্যবসাটিকে বুঝতে হলে আপনাকে দীর্ঘ কয়েক বৎসর এই ব্যবসার সাথে লেগে থাকতে হবে ডেমো ট্রেড দ্বারা। কারণ আপনি যত বেশি ডেমো ট্রেড দ্বারা পরিচালিত হবেন তত বেশি এই মার্কেটের খুটিনাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। সেহেতু ঐ হিসাব বিবেচনা করলে খুব সহজেই বুঝা যায় নতুন অবস্থায় তারা লস করবেই। কারণ নতুনরা প্রথম অবস্থায় কেউ কোন দিন এই মার্কেট সম্পর্কে খুব একটা ভাল জ্ঞান অভিজ্ঞতা না থাকার কারণেই লস করে থাকে। যখন তারা ধীরে ধীরৈ ফরেক্সে মার্কেটে দীর্ঘ দিন অবস্থান করতে পারে তখন অবশ্যই তারা সঠিক পন্থা অবলম্বনের পথগুলো খোজে পায় এবং সে অনুযায়ী ট্রেড তাদের সফলতাগুলো ফিরিয়ে আনতে সক্ষম হয়।
যারা নতুন তারা যদি ফরেক্স সম্পর্কে ভাল ভাবে না জানে তাহলে লস করবে আর যা ফরেক্স পুরাতন তারা ফরেক্স সম্পর্কে জানে ও বুঝে তাই তারা লাভ করে
কোন কিছু শিখতে হলে সাফলতা অর্জন করতে হলে প্রথম প্রথম একটু লস হবেই। আবার প্রথম নতুন কিছু *করতে করতে পুরাতন হলে সে যে কোন কিছু সাফলতা পায়। ঠিক ফরেক্স এর ক্ষেত্রে নতুন নতুন কিছু শিখতে হলে লস হবে বা হয়েই থাকে কিন্তু পরে তার সাফলতা ঠিকই পাওয়া যাবে।
নতুনা লস করে এটাই সাভাবিক। কারন তাদের ফরেক্সে দক্ষ হতে অনেক সময় প্রয়োজন। তার পাশাপাশি তাদের বিতরে অনেক লোভ কাজ করে। তারা সপ্ন দেখে কত তাড়াতাড়ি ধনী হওয়া জায়। আর তাই তারা হুড়া করে ডিমো ট্রেডে সময় না দিয়ে রিয়েল ট্রেড শুরু করে আর মার্কেট এনালাইসিস তেমন না বুজে ট্রেড করে লস করে থাকে। আর পুরাতন রা নতুন দের মতো লস করে লসের কারন বুজতে পারে এবং পরে তারা তা সমাধান করে থাকে। আর তাদের ৫-৬ বছরের এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে লাভ করে থাকে।
ব্যক্তিগতভাবে আমার মতামত হলো নতুনরা লস করে আর পুরানোরা প্রফিট বা লাভ করে আপনার এই মতামতের সাথে আমি একেবারেই ভিন্ন মত পোষন করবো কারন এটি ঠিক না বরং এটি ঠিক যে যারা ফরেক্স ট্রেডিংয়ে অনুশীলন এবং অধ্যাবসয়ের মাধ্যমে নিজেদেরকে ফিট করতে সক্ষম হয়েছে তারাই কেবল ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট বা লাভের দেখা পায় আর যারা অনভিজ্ঞ এবং অদক্ষ তারাই এখানে লসের সম্মুখীন হয়ে থাকেন।
নতুনরা লস করবে এটাই স্বাভাবিক কারণ একজন নতুন ট্রেডার ফরেক্স মার্কেটে এসে কখনই এই মার্কেট সম্পর্কে তেমন একটা ভাল ধারণা অর্জন করতে পারবে না বরং এই মার্কেট সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে মিনিমাম ১/২ বছর লেগে থাকতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে লস কম করবেন। আর এভাবেই একজন নতুন ট্রেডার ধীরে ধীরে পুরাতন হলে লস কম করতে থাকে। কারণ একজন নতুন ট্রেডার ফরেক্স মার্কেটে যত বেশি পুরাতন হবে তত বেশি এই মার্কেট সম্পর্কে জ্ঞান অনুধাবন করতে পারবে ফলে লসও কম করবে। কিন্তু একজন নতুন ট্রেডার কখনই ফরেক্স সম্পর্কে সঠিকভাবে ধারণা নিতে পারে না বিধায় লস বেশি করে থাকে।
আমি মনে করি যে, ফরেক্স এমন একটা মার্কেট যেখানে নতুনরা লস করার সম্ভাবনা অনেক বেশি কারন নতুন ট্রেডাররা একটু বেশি লোভী হয় এবং একসাথে বেশি লাভ ভোগ করতে চায়।অতিরিক্ত লোভের কারনেই নতুনরা বেশি লসের ভিতরে পড়ে।
নতুনরা লস করে এবং পুরাতনরা লাভ করে কথাটা অনেকটা যুক্তিসঙ্গত তবে হ্যাঁ এখানে যে যত মার্কেট এনালাইসিস ভালো করতে পারবে তার লাভ করা সম্ভব নয় ঠিক ততটাই বেশী। দক্ষ ও পুরাতন ট্রেডার হলেই যে ট্রেড করে লাভ করবে এমন কোন নিশ্চয়তা নেই। নতুন যারা আছে তারা যদি সঠিক নিয়ম কানুন মেনে চলে এবং মার্কেট এনালাইসিস সঠিকভাবে করে তাহলেই তারাও লাভ করতে পারবে তবে সব সময় লাভ করবে এরকম নয় তাতে সে নতুন অথবা পুরাতন যাই হোক না কেন।
ভাই আপনার মতামতের সাথে আমি শুধু এতটুকু একমত যে একজন লস করলে আরেকজনের লাভ হবে অর্থাৎ একজনের ব্যয়ের সাথে আরেকজনের আয়ের এক ধরনের জটিল সামাঞ্জস্যতা এখানে রয়েছে । তা না হলে ফরেক্স তো আর কোন ব্যক্তি বিশেষ বা কোম্পানি বা দেশের পক্ষে নিজের অর্থ দিয়ে চালান সম্ভব না । আর তাছাড়া যদি নতুনরাই লস করে এবং পুরাতনরাই শুধু লাভ করে তাহলে যে নতুন সেতো আর বার বার লস করে ফরেক্স করবে না এবং এও প্রশ্ন জাগে যে যারা পুরাতন তারাও এক সময় নতুন ছিল । তাহলে কি তারা শুধু লস ক্রমাগত করেই পুরাতন হয়েছে ? ভাই পুরাতনরাও লস করে কিন্তু তার অনুপাত পুরাতন দের থেকে একটু কম ।
নতুনরা ত নতুনই। তাই তারা লস একটু করবেই। যেমন একটা শিশু যখন দুনিয়াতে আসে তখন যেমন সে কিছু বুঝে না বা জানে না ঠিক তেমই ফরেক্স ব্যবসায় যারা নতুন তারা অনেক কিছু বুঝেও না জানেও না। তারা আবেগের বসে অনেক কাজ করে পেলে, তাই তারা বেশি লস করে থাকে। ফরেক্স ব্যবসায় লাভ-লস সম্পুর্নভাবে নির্ভর করে একজন ট্রেডার কিভাবে ট্রেড করে তার উপর।
স্বাভাবিকভাবেই নতুনরা এসেই যদি ফরেক্স এ অনেক লাভ করার আশায় ট্রেড দেয় তাহলে অবশ্যই তারা ক্ষতির সম্মুখিন হবে। সব ব্যবসায় ক্ষেত্রেই অভিজ্ঞতার একটা ব্যাপার রয়েছে। যার অভিজ্ঞতা যত বেশি হবে সে তত বেশি লাভবান হতে পারে। তাই নতুনদের জন্য অনুরোধ রইল আপনি অবশ্যই আগে ডেমো একাউন্টে ট্রেড করুন এবং অভিজ্ঞতা অর্জন করুন তারপর রিয়েল একাউন্টে ট্রেড করুন আশা করি ভাল কিচু করতে পারবেন।
প্রিয় আমি মনে করি যে সমস্ত ফ্রেম সবচেয়ে গুরুত্বপূর্ণ দৈনিক সময় ফ্রেম অনুসরণ করে আমাদের যুক্তিযুক্ত এবং আমাদের কাজে সবচেয়ে খাঁটি করতে। সুতরাং আমরা যদি প্রতিদিনের সময় ফ্রেম অনুসরণ করি তবে অবশ্যই আমরা সাফল্য পেতে পারি এবং পরবর্তী সময়ে সমস্ত ফ্রেম সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিকভাবে অনুসরণ করা হয় যাতে আমাদের সাফল্যটি এমনভাবে সম্ভব হয়
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে নতুনরা লস করার সম্ভাবনা অনেক বেশি কারন নতুন ট্রেডাররা একটু বেশি লোভী হয় এবং একসাথে বেশি লাভ ভোগ করতে চায়।অতিরিক্ত লোভের কারনেই নতুনরা বেশি লসের ভিতরে পড়ে।
কোন কিছু শিখতে হলে সাফলতা অর্জন করতে হলে প্রথম প্রথম একটু লস হবেই। আবার প্রথম নতুন কিছু *করতে করতে পুরাতন হলে সে যে কোন কিছু সাফলতা পায়। ঠিক ফরেক্স এর ক্ষেত্রে নতুন নতুন কিছু শিখতে হলে লস হবে বা হয়েই থাকে কিন্তু পরে তার সাফলতা ঠিকই পাওয়া যাবে।
ফরেক্স মার্কেটে যারা নতুন আসে তারা নতুন নতুন সপ্ন দেখে না বুঝে ট্রেড করা শুরু করে তখন সে লস করে।। ফরেক্স মার্কেটে কেই লাভ করবে আবার কেই লস করবে এটাই ফরেক্স মার্কেটে নিয়ম। ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে হলে আমাদের কে ফরেক্স সম্পর্কে অনেক বেশি পড়তে হবে।
এটা আসলেন ঠিক না যে নতুনরা লস করবে আর পুরাতনরা লাভ করবেন। আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ যে দক্ষ ও অবিজ্ঞ সেই কেবল এখানে ভালো প্রফিট অর্জন করতে পারেন আর যে অনভিজ্ঞ সে অবশ্যই লস করবে এটাই স্বাভাবিক। তবে নতুন পুরাতন এর কোন কথা না। নতুনরাও যদি এখানে দক্ষ ও অবিজ্ঞ হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো প্রফিট অর্জন করতে পারেন। ধন্যবাদ
ফরেক্স মার্কেটে নতুন এবং পুরাতন সবাই লস করে থাকে কম আর বেশি। বিশেষত দেখা যায় যারা নতুন ট্রেডার তারা অনভিজ্ঞতার কারণে বেশি লস করে।আর যারা ফরেক্স সম্পর্কে জানে এবং বুঝে তারা অনেক সময় লস করে। এক্ষেত্রে আমারও তাই মনে হয় যারা লস করে আর যারা লাভ করে এদের মধ্যে কোন একটা কানেকশন অবশ্যই আছে তা না হলে প্রফিটেবল চালান টা কোত্থেকে আসে।
অবশ্যই নতুন ফরেক্স ট্রেডারা লস করে পুরানো বা অভিঙ্গ ট্রেডারের তুলনায় ।কারণ ফরেক্সে ট্রেড সম্পূর্ণ অভিজ্ঞতার উপর নির্ভরশীল ।আর ফরেক্সে যার অভিজ্ঞতা মার্কেট সম্পর্কে এনালাইসিস করার ক্ষমতা যার বেশি সে তত বেশি লাভ করবে ।আর নতুন অবস্থায় আমিও অনেক লস করছি ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে এসে লস সবাই করে থাকে,সে নতুন ট্রেডার হোক কিংবা পুরাতন,কিন্তু নতুনদের তুলনায় লস পুরাতন রা বেশি লস করে থাকে,পুরাতন ট্রেডারগন লস করতে করতে এক সময় ভালো ভাবে ফরেক্স ট্রেড শিখে ফেলে,ফলে তারা এক সময় আর বেশি লস করে না,কিন্তু নতুন রা যত দিন ভালো ভাবে ফরেক্স না লার্ন করে,তারা লস করতেই থাকে।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে এসে নতুন এবং পুরাতন সকল ট্রেডার লস করে থাকে,পুরাতন ট্রেডার এর তুলনায় নতুনরা বেশি লস করে থাকে,কারণ নতুন ট্রেডাররা ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স লেভেল ভালো ভাবে লার্ন না করে ট্রেড শুরু করে থাকে ফলে তারা যখন ট্রেড শুরু করে লস এর সন্মূখীন হয়ে থাকে তাই নতুন রা বেশি লস করে থাকে।
ফরেক্স এ মার্কেট এ যেমন লাভ হয় আবার ঠিক তেমনি লসও অনেক হয় । আমরা যারা ফরেক্স এ নতুন তাদের সাধারণত প্রথম প্রথম লস হয় , কিন্তু যদি ভাল করে বুজে কাজ করা যায় তাহলে একদিন সাফল্য ফরেক্স এ পাওয়া যায় । তাই ফরেক্স এ লস করলে কোন চিন্তার কারন নেই , লস করতে করতে এক সময় ফরেক্স থেকে সাফল্য অর্জন করা যাবে ।