ফরেক্স মার্কেট এ স্টপলস এবং টেকপ্রফিট খুবই গুরুত্বপূর্ণ।এটি আপনার একাউন্ট মাঝে মাঝে অতিরিক্ত ক্ষতির হাত থেকে রক্ষা করে।ফরেক্স মার্কেট সব সময় গতিশীল থাকে।মার্কেট কখনো কখনো ১০০ পিপস উঠে যাচ্ছে আবার কখনো ২০০ পিপস নেমে যাচ্ছে।এখানে স্টপলস বলতে বোঝানো হচ্ছে আপনার লস মেনে নেওয়ার ক্ষমতা বা কতটুকু লাভ করতে চান সেটা সেট করে দেওয়া।আপনি তো সবসম মার্কেট এ থাকতে পারবেন না।তাই আপনি যদি স্টপলস সেট করে দেন তাহলে মার্কেট অতিরিক্ত নিচে নামলেও আপনি যেখানে স্টপলস সেট করে দিবেন আপনার লস ওই পর্যন্ত হয়ে আপনার ট্রেড স্টপ হয়ে যাবে অটোমেটিক আবার ধরেন মার্কেট উপরে উঠছে আপনি মার্কেট এ নেই আপনি যদি টেকপ্রফিট সেট করে দেন তাহলে মার্কেট আপনার ওই পর্যন্ত গেলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।আমার মনে হয় স্টপলস এবং টেকপ্রফিট সকলের ইউজ করা উচিত তাহলে একাউন্ট সুরক্ষিত থাকে আবার লাভ টাও মারৃকেটে না থাকলেও ধরে রাখতে পারবেন।এজন্য স্টপলস এবং টেকপ্রফিট ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ।