আমি ফোরামে এই মাসে নতুন কাজ করা শুরু করছি। আমার ঠিক জানা ছিল না ফোরামে সবোর্চ্চ কত ডলার পর্যন্ত নেওয়া যায়। তবে এই ফোরাম পোষ্ট থেকে বোপারটা ক্লিয়ার ভাবে জানলাম আমি। এখানে শুধু আমি পোষ্ট করে ডলারে জন্যই আসি না এই ফোরাম পোষ্ট থেকে অনেক কিছু অনেক বিষয় জানতেও পারি এতে আমি উপকৃত হই।