ফরেক্স মার্কেটে আমরা যখন ডেমো ট্রেড করি তখন আমরা মনে করি ফরেক্স খুবই সহজ একটি ব্যবসায় । যেদিকেই আমরা তখন ট্রেড করি না কেন তখন আমরা লাভ করতে থাকি । কেননা আমরা তখন না বুঝে টেড করে থাকি । আপনার কাছে কঠিন মনে হওয়ার একটা কারণ আছে। যতই দিন যাচ্ছে ঠিক ততই আপনি এই ব্যবসা সম্পর্কে ভালভাবে জানতে পারতাছেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার সেই জ্ঞানটুকু ছিল না। আপনি যতই জানতে পারতাছেন ততই আপনি বুঝতে পারতাছেন এই ব্যবসা আসলে কতটা কঠিন।