-
আসলে ফরেক্স মার্কেট উঠা নামার কোন নিদিষ্ট টাইম টেবল নেই যেকোন সময় ফরেক্স মার্কেটের মুভমেন্ট পরিবর্তিত হযে যেতে পারে। তবে আমি মনে করি আপনি যদি ভাল মার্কেট অ্যানালাইসিস করতে যানেন তা হলে মার্কেট মুভমেন্ট সম্পর্কে আপনি অনেকটা আগে থেকে দিকনির্দেশনা পেতে পারেন।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খলা থাকে আর এই ২৪ ঘন্তা সবসময় উঠা নামা করে তাই ফরেক্স মার্কেট সবসময় কিছু না কিছু উঠা নামা করে তাই ফরেক্স মার্কেট সবচেয়ে বেশি উঠা নামা করে যখন কোন নিউজ রিলিজ হয় তখন ফরেক্স মার্কেট বেশি উঠা নামা করে।
-
হ্যা ফরেক্স এর মার্কেট একটা নির্দিষ্ট সময়ে বেশি উঠা নামা করে। দেখা যাচ্ছে যখন আমেরিকা এবং ইউরো জোন এর মার্কেট খোলা থাকে তখন বেশি উঠানামা করে। সাধারনত দুপুর ১ তা থেকে সন্ধ্যা ৬ তা পর্যন্ত বেশি ঊঠা নামা করে ফরেক্স এর ট্রেড। আরও অনেকের কাছে আমি এই সময়ের কথাই শুনেছে ভাইয়া।
-
।ফরেক্স মার্কেট সব সময় কনহুব বেসি অথা নামা করে কিন্তু আমার অম্নে সপ্তাহের সেস দিন গুলতে এই মার্কেট অনেক বেসি অথা নামা করে থাকে। আমরা যদি মন দিএ এই বাবসা না করতে পারি তাহলে আমদের কোন টাকা আয় হবে না। আমদের সব সময় এই মার্কেট হতেকে শিখা নেয়া উচিত।
-
আমি মনে করি ফরেক্স মাকেটে এর বড় দূটি দেশ আমেরিকা ও ইউরোপ এই দূটি দেশের টাইম যখন এেস করে তখন বাজার বেশি উঠানামা করে।
-
ফরেক্স মার্কেট তখনই বেশি উঠানামা করে যখন কোন হাই ইম্প্যাক্ট নিউজ পাব্লিশ হয় । এই সময় মার্কেট কয়েকশ পিপ্স পর্যন্ত উঠানামা করতে পারে । আর মার্কেট এর এই মুভমেন্ট বোঝার জন্য আমাদের অবস্যই নিউজ এনালাইসিস করতে হবে । আমরা নিউজ এনালাইসিস এ যত বেশি দক্ষ হব আমরা তত বেশি ভালো মার্কেট এর মুভমেন্ট বুঝতে পারব।
-
আমার কাছে দুইটি সময়ে মার্কেট বেশি আপ ডাউন করে একটা উইরোপ এবং আমেরিকা সময়ে।
-
ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘন্টা খলা থাকে তাই ফরেক্স মার্কেট কম বেশি সব সময় উঠা নামা করে তাই ফরেক্স মার্কেটে বেশি উঠা নামা করে যখন কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট অনেক বেশি উঠা নামা করে বা করতে দেখা জায় তাই নিউজ ছাড়া ফরেক্স মার্কেট বেশি মুভ করতে দেখা জায় না।
-
আসলে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যার গতি সম্পর্কে খুব একটা ভালো বোঝা যায় না কারণ এখানে সকল দেশের মুদ্রা বেচাকেনা করা হয় তবে ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট খুব উঠানামা করে এমনি সময় ওঁ মার্কেট উঠানামা করে কিউন্তু অত বেশি না
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খুলা থাকে। আর ২৪ ঘন্টার মধ্য ফরেক্স মার্কেট খুব কম সময় ভাল মুভ করে। সকাল ১১-দুপুর ৩ এবং রাত ৯-১২ টা পর্যন্ত ভাল মুভ করে।
-
মার্কেটে আপনি যে দেশের মুদ্রা নিয়ে ব্যবসা করবেন সেই দেশে যদি কোন প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক,সামাজিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেই দেশের বাজার উঠা নামা করে। ফরেক্স মার্কেটে বাজার উঠানামা সম্পর্কে ভাল ধারনা নিতে হলে ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করতে হবে এবং এনালাইসিস সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। তাহলে বুঝতে পারবেন মার্কেট কখন বেশি উঠাআনাম করে।
-
এটা তে বেশি উঠানামা করে দুপুর ১ টা থেকে স্যাদ্ধা ৬ টা পর্যন্ত । তাই এই সময় ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি।
-
মার্কেট মূলত কোন নিউজ রিলিজের সময়, সপ্তাহে সোম মঙ্গলবার অথবা যখন মার্কেটে ক্রেতা বিক্রেতা বেশি থাকে তখন মার্কেট বেশি উঠা-নামা করে । এরকম সময়ে সর্তকতার সাথে ট্রেড করা উচিৎ । নতুনরা ট্রেড না করলেই ভাল ।
-
আপনি যে পেয়ারে ট্রেড করছেন সেই পেয়ারগুলার নিউজ যখন রিলিজ হয় তখন তাদের মুভমেন্ট অনেক বেড়ে যায়,এছাড়া ইউএসএ এবং ইউরোপ এর টাইম যখন এক জন আরেকজনের সাথে ক্রস করে তখন ও মুভমেন্ট অনেক বেড়ে যায়।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট মুভমেন্ট করতে থাকে ফরেক্স মার্কেট সবসময় উঠানামা করে তবে ফরেক্স মারকেট বেশি উঠানামা করে যখন কোন নিউজ হয় তখন দেখা জায় যে বেশি উঠা নামা করে ।
-
ফরেক্স মার্কেটের উঠানাম অনেক কিছুর উপর নির্ভর করে। অনেক সময় যে দেশের মুদ্রায় বিজনেস করছেন সে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। আবার অনেক সময় মার্কেট সেশন ওঠা নামা করার কারনেও এমন হয়। মার্কেটের ওঠানামা ভাল করে জানার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস ভালভাবে জানতে হবে।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেট কখন উটানামা করে সব নিরভর করে হছে যে দেশের ডলার বাই বা সেল করি সেই দেশের পরিস্তির উপর ভিত্তি করে।যেমন একটা দেশের অত্তনিতির অবস্তা অনেক ভাল রুপ নিছে তাহলে সেই দেশের অবসস্ই ভাল ডিমান আসবে তাহলে তখন মার্কেট উদ্দগামি হবে।আর অত্তনিতি যদি কারাপ হয় তাহলে মার্কেট নিম্নগামি হবে।
-
আমরা যখন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করি তখন সেই দেশের কোন ইকোনমিক নবিউজ থাকলে মার্কেট অনেক বেশি মুভ করে । যেসব ট্রেডার নিউজ ট্রেড করেন তারা মার্কেট এর এই বড় মুভমেন্ট কাজে লাগিয়ে অনেক লাভ করতে পারে । আর এজন্য দরকার সঠিকভাবে নিউজ এনালাইসিস করার দক্ষতা । আর সেশন পরিবর্তনের সময়ও মার্কেট অনেক মুভ করে আমাদেরকে এই বিষয় গুল মাথায় রেখে ট্রেডে এন্ট্রি নিতে হবে ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে বাজার উঠানামা সম্পর্কে ভাল ধারনা নিতে হলে ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করতে হবে এবং এনালাইসিস সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে।মার্কেট এ যখন কোন হাই ইম্পেক্ট নিউজ থেকে থাকে সেই সময়েই মার্কেট সব থেকে বেশী উঠা নামা করে ।দেশ যখন উন্নতি হতে থাকে তখন মার্কেট উপরে উঠতে থাকে। আর দেশের অবনতি হলে মার্কেট নিচের দিকে নামতে থাকে।
-
ফরেক্স মুদ্রার প্রাইজ উঠানামার সাথে সে সমস্ত দেশের সার্বিক অবস্থার একটা প্রভাব থাকে । মনে করুন যদি আমেরিকাতে কোন ধরনের বড় কোন অর্থনৈতিক বিপর্যয় ঘটল তবে সে ক্ষেত্রে ইউএসডি কারেন্সি নেগিটিভ-ভাবে মার্কেটে একটা প্রভাব বিস্তার করবে এবং দাম ওই পরিস্থিতিতে কমে যাবে । এভাবে কোন দেশের রাজনৈতিক ,সামাজিক এবং বিশেষ করে অর্থনৈতিক অবস্থা ফরেক্স মার্কেটে অত্যন্ত বেশি প্রভাব বিস্তার করে ।
-
ফরেক্স মার্কেত ২৪ ঘন্টাই উঠা নামা করে থাকে তবে ফরেক্স মার্কেট একটি নির্দৃস্ট সময় খুব বেশি উঠা নামা কপ্রে তজাকে সেটা হচ্ছে যখন কোন নিউজ থাকে। আমি অই সময় কোন ট্রেডারের ট্রেড করা একদম উচিত।কারন মার্কেট কমকর হলেও ৭০ থেকে ৮০ পিপ্স লাভ হতে অথবা লস হতে পারে।
-
আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ফরেক্স মার্কেটে আপনি যে দেশের মুদ্রা নিয়ে ব্যবসা করবেন সেই দেশে যদি কোন প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক,সামাজিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেই দেশের বাজার উঠা নামা করে। ফরেক্স মার্কেটে বাজার উঠানামা সম্পর্কে ভাল ধারনা নিতে হলে ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করতে হবে এবং এনালাইসিস সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে।
-
ফরেক্র মারকেট যে কোন টাইমে উঠানামা করতে পারে তবে ইকোনুমিকস ডিক লারের পর বেশী উঠানামা করে। মারকেটে যারা বেশী টাইম দেয় তারাই বুজে কখন মারকেট উঠানামা করে। যে যখন মারকেটে থাকবে সে তখন বুজবে যে মারকেট কেমন উঠানামা করতেছে অন্যরা তা বলতে পরবেনা। এখানে আরো অনেক কারণে আছে যার কারণে মারকেট উঠানামা করে থাকেন।
-
ফরেক্স এর বাজার বড় দুটি দেশ আমেরিকা ও ইউরোপ এর উপর নির্ভর করে।এ দুটি দেশের টাইম যখন ক্রস করে তখন ফরেক্স বাজার বেশি উঠানামা করে বলে আমার ধারণা ।।
-
কোন দেশ যদি প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা যুদ্ধ এ তে লিপ্ত হই তাহলে মার্কেট খুব উঠা নামা করে। এই উঠা নাম করলে ট্রেডারবের খুব সুবিধা হয় ট্রেড করতে।
-
মার্কেট কমবেশি প্রায় সবসময়ই মুভমেন্ট করে। তবে সাধারনত নিউজ টাইমে বেশি মুভমেন্ট করে। কারন কোনো নিউজ পাবলিশ হলে সেটা মার্কেটে প্রভাব ফেলে। এছাড়াও বিভিন্ন সেশনে মার্কেট মুভমেন্ট করে। তবে যেসময় নিউইয়র্ক আর লন্ডন সেশন ক্রস করে তখন বেশি মুভ করে।
-
ফরেক্স মার্কেট এর মুভমেন বেশি করে।নিউওরক টাইম সেশনে,তাই আমাদের অনেক ভাল করে ফরেক্স মার্কেট নিয়ে ট্রেডিং করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর বেশির ভাগ ফরেক্স ট্রেডার মারকেটে ট্রেডিং করে এই সময়ে।ফরেক্স মার্কেট অনেক বেশি উপরে আর নিচে উঠানামা করে থাকে,তাই অনেক প্রফিট করা যায়।
-
সাধারনতো মার্কেট নিউইউর্ক সেশনে বেশি উঠানামা করে । ফরেক্স মার্কেটের ৪ টি সেশন রয়েছে । এই ৪ টি সেশন সম্পর্কে জানতে গুগলে ডু মারতে পারেন । তাছাড়া যখন কোন নিউজ থাকে তখরও মাকেট অনেক লাফালাফি করে । ঐ সময় আপনাকে আরো বেশে সর্তক হয়ে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ । ফরেক্স মার্কেটে সাধারনত আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের উপর কোন নিউজ *আছে কি না তা আগে ভালভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করা উচিত *। তাছাড়া দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে একটি পেয়ার মার্কেটে বেশি উঠা নামা করে ।
-
যখন ওই মার্কেট এর কারেন্সী তে কোনো গুরুত্বপূর্ণ নিউস আসে ঠিক তখন স্বাভাবিক ভাবে মার্কেট এ খুব বেশি মুভমেন্ট হইবে. আর তাছাড়া ওভার বাই এবং ওভার সেল ও কারণ হইতে পারে যে মার্কেট এর বেশি মুভমেন্ট এর, তখন মার্কেট ওভার বাই এর কারণ নিচে নামা সুরু করে, আবার মানুষ একসাথে সেল বেশি দিয়ে মার্কেট কে আবার উপরর দিকে নিয়ে যায়.
-
মার্কেট নিউজের সময় বেশী উঠা নামা করে । যে এই নিউজ ট্রডে থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় চিন্তা করব যে , অল্প ট্রেড করে বেশী পুজী অর্জন করব ।
-
যখন মার্কেট এর কোন সেসান ওপেন হয় তখন ফরেক্স মার্কেট বেশি উঠা নামা করে।ফরেক্স মার্কেট এ সাধারণত ৪ টি সেসান রয়েছে।এই সেসান গুলো যখন ওপেন হয় তখন মার্কেট বেশি উঠা নামা করে।এছাড়া সেসান শেষ হওয়ার পূর্বে এবং সেসান শেষ হওয়ার সময় মার্কেট কিছুক্ষণ বেশি উঠা নামা করে।ট্রেড করার জন্য সেই সময়টি সঠিক নই।কারণ এর পর থেকে মার্কেট এর দিক গুরে যেতে পারে।যেমন সেসান শুরু হওয়ার সময় দেখলেন দাম বাড়ছে কিন্তু সেসান এর মাজখানে দেখলেন দাম কমছে।
-
২৪ ঘন্টাই মার্কেট মুভ করে থাকে। কখনো বেশি আবার কখনো কম। কখনো দেখবেন সকাল বেলা ঘুম থেকে উঠার আগেই মার্কেটে অনেক বড় ধরনের মুভমেন্ট হয়ে গেছে। আবার কখনো দেখবেন দুপুরে মার্কেট খুব বেশি মুভ করছে। সন্ধ্যা রাতেও হতে পারে মুভমেন্ট কিংবা গভীর রাতে। তবে সচারাচার দেখা যায় যে সন্ধ্যা রাতেই বেশি সময় মার্কেট মুভ করে থাকে। মার্কেটের মুভমেন্ট অনেকটাই নির্ভর করে নিউজের উপর। যখন খুব বড় ধরনের নিউজ থাকে তখনই মার্কেট বেশি মুভ করে থাকে।
-
ফরেক্স একটা মুদ্রা মার্কেটে । আর এখানে সবসময় মার্কেটের ফ্লো থাকে । কখন মার্কেট খুব উঠে যায় আবার কখনো মার্কেটে খুব নেমে যায় । অর্থ্যাৎ মার্কেটের গতির অধঃক্রম ও নিম্নক্রম খুব সহজেই বুঝা যায় না । তাই আমাদেরকে অনেক বেশি সময় হাতে নিয়েই বিশ্লেষণের মাধ্যমে বিষয়গুলোর সঠিক দিক উন্মোচন করতে হবে । এতে করে আমরাই লাভবান হতে পারব ।
-
মার্কেট যখন কোন নিউজ থাকে তখন মার্কেট বেমি উঠানামা করে । কারন তখন মার্কেটের মুদ্রা কেনা বেচা করা হয় তাই মার্কেট এর মুভমেন্ট বেশি উঠানামা করে । এছাড়া যখন দেশের অবস্থা খারাপ বা দেশে কোন অর্থনৈতিক উন্নতি করে তখক ও মার্কেট বেমি উঠানামা করে।
-
ফরেক্স মার্কেট প্রায় কম আর বেশী সব সময়ই উঠানামা করে থাকে। তবে কিছু কিচু সময় আছে যা মার্কেট অনেকটা উঠানামা করে থাকে। আমার মতে আমি যতটুকু দেখি ফরেক্স মার্কেট সকাল 6:00 থেকে 10:00 ও সন্ধা 6:00 থেকে রাত 12:00 পর্যন্ত মার্কেট অনেকটা উঠানামা করে থাকে।
-
ফরেক্সে মারকেট সারাদিন সব কারেস্নি পেয়ার একই ভাবে উঠা নামা করে না । যে মন ইউএসডি/জেপি, এইউডি/ইউএসডি এবং এনজেডি/ইউএসডি সকাল ৪ টা হতে ৮ ঘন্টা বেশি উঠা নামা করে । আবার অন্য গুলি দুপুর ১ টা হতে রাত ১০ অবধি ভাল উঠা নামা করে ।
-
ফরেক্স মার্কেটে অনেক সময় উঠানামা করে থাকে,আমাদের মনে রাখতে হবে যে সময় ফরেক্স মার্কেটের অনেক গুরুত্ব পুর্ন নিউজ প্রকাশ করা হয় সেই সময় মার্কেট অনেক উঠানামা করে থাকে আবার ফরেক্স মার্কেটে যে সময় বেশির ভাগ ট্রেডার ট্রেডিং করে থাকে সেই সময় মার্কেট অনেক উঠা নামা করে, আমাদের দেশের সময় অনুসারে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
-
ফরেক্স মার্কেট কম আর বেশী সবসময়ই উঠানামা করে থাকে। তবে কিছু কিছু সময় আছে মার্কেট অনেকটা উঠানামা করে থাকে। আমার মতে যে সময় উঠানামা করে তা হল সকাল 7:00 থেকে 12:00 থেকে সন্ধা 6:00 থেকে রাত 11:00 পর্যন্ত অনেকটা উঠানামা করে থাকে।
-
ফরেক্স মার্কেট সব সময়ই বেশি উঠানামা করে । কিন্তু আমার মতে সকাল ৭ টার পরে এ ইউডি এবং দুপুর ২ টার পরে ইউরো অনেক বেশি উঠানামা করে । আমি সব সময় দুপুর ২ টার পরে ট্রেড করি । কারন আমি অনেক প্রফিট করতে চাই । আর মার্কেট উঠানামা না করে অনেক বেশি প্রফিট করা যায় না । আমি তখনই ট্রেড করি যখন মার্কেট অনেক উঠানামা করে ।