ফরেক্স মার্কেটে মেটাট্রেডার টার্মিনাল চার্টের ক্যান্ডেলের সাহায্যে সহজেই মার্কেট সম্পর্কে আগাম ধারণা আমরা জানতে পারি ।আমরা যদি প্রতিটা ক্যান্ডেলের নাম এবং তাদের অর্থ বুঝি তাহলেই আমরা সহজেই ফরেক্সে অনেকটা সফল হতে পারবো। ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড ওপেন এবং ক্লোস করতে হবে। ট্রেড করার জন্য অবশ্যই ক্যান্ডেলস্টিক ফলো করলে ভাল হয় ।কেননা এটির মাধ্যমে মার্কেটের আগাম বার্তা পাওয়া যায় । যার ফলে আমারা সহজে মার্কেট সম্পর্কে ধারনা লাভ করতে পারি এবং তখন বাই করবো না সেল করবো তা নির্দেশ করে ।