না ফরেক্স শুধুমাত্র আমাদের দেশ নয় যে কোন দেশের জন্যই লাভজনক । আমি মনে করি যে যদি আমাদের কারেন্সিও ফরেক্স এর সাথে জড়িত হত তাহলে এই খাতে বিনিয়োগ আরও বৃদ্ধি পেত এবং আমাদে দেশেও অনেক গুনগত মানসম্পন্ন ব্রোকার তৈরি হত । তাছাড়া বেকারত্ব কিছুটা কমিয়ে আনাও সম্ভব হত । তাই ফরেক্স কখনই আমাদের দেশের জন্য ক্ষতিকর নয় বরং লাভজনক । তবে আমরা যারা ফরেক্স থেকে লাভ করা ডলার অনলাইনেই বিক্রি করে দেই তখন তার একটি অংশ থেকে আমরা সরকারকে বঞ্চিত করি । তাই সরাসরি দেশের ব্যাংক এ টাকা ট্রান্সফার করতে হবে ।