ফরেক্স একটি লোভনীয় ব্যবসা বলে আমি মনে করি। ফরেক্সে লোভ করলে লাভের চেয়ে লসের পরিমাণটাই বেশি হবে বলে আমি মনে করি।ফরেক্স করে রাতারাতি ধনী হওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।ফরেক্স থেকে ভাল প্রফিট পেতে হলে বুঝে শুনে দক্ষতার সাথে ট্রেড করতে হবে।মনে রাখবেন লোভ করলেন তো মরলেন।যদিও লোভ করে আপনি সাময়িকভাবে লাভবান হতে পারবেন কিন্তু সে প্রফিস বেশিদিন ধরে রাখতে পারবেন না।