ট্রেডিং জ্ঞান,অভিজ্ঞতা,দক্ ষতা ইত্যাদির আলোকে গৃহিত ট্রেডকেই মূলত সফল ট্রেডিং বলে। তবে সব সময় ট্রেডিং জ্ঞানের আলোকে সবাই ট্রেড করতে পারে না আর তার প্রধান কারন হল অতিরিক্ত প্রফিট বা লাভ করার প্রবর লোভ যা একজন ট্রেডারকে অনেক সময় অন্ধ করে দেয় এবং ভূল ট্রেডিং দিকে নিয়ে যায়।