প্রতিটা ট্রেডারকেই এই প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। যারা লস মেনে সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারে তারাই টিকে যায়। আর যারা তা পারে না, লস করার পর অভারট্রেডিং করে তারা আজ নয়ত কাল ঝরে পড়বেই। কারন সবকিছু একটা নিয়মে বাধা। লস করলে অনেকে একদম ই ভেঙ্গে পড়ে । এটা মানুষের স্বভাবগত কাজ। আমাদের সবার ই খারাপ লাগে কিন্তু তারপর ও থেকে থাকলে চলবে না। উঠে দাড়াতে হবে লসের কারন খুজে বের করতে হবে আবার পথ চলা শুরু করতে হবে ।